ETV Bharat / city

তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর - বিজেপি বিধায়ক

দলের তরফে জানানো হয়েছে, বিধানসভা যে ক‘দিন অধিবেশন চলবে, সেই ক‘দিন সব বিধায়ককে উপস্থিত থাকতে হবে । বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে অধিবেশন কক্ষের ভেতরে আন্দোলন চলবে ।

s
s
author img

By

Published : Jul 3, 2021, 9:18 PM IST

কলকাতা, 3 জুলাই : তৃণমূলকে এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না । বিজেপির হেস্টিংস অফিসে দলীয় বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলেন শুভেন্দু-দিলীপ । মনোবল বাড়ালেন কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ ৷

শনিবার বিজেপির প্রশিক্ষণ শিবিরে 75 জন বিধায়কের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন । তাঁরা কিভাবে কাজ করবেন, তার গাইডলাইন দেন শুভেন্দু অধিকারী । দলের অভিজ্ঞ বিধায়ক মনোজ টিজ্ঞা ও মিহির গোস্বামী বিধানসভায় বিধায়কদের কী কাজ, তার রূপরেখা জানান । এদিন দলের তরফে জানানো হয়েছে, বিধানসভা যে কদিন অধিবেশন, সেই কদিন সব বিধায়ককে উপস্থিত থাকতে হবে । বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে অধিবেশন কক্ষের ভেতরে আন্দোলন চলবে । শুধু ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে নয়, যশের ত্রাণ বণ্টনের দুর্নীতি, করোনার সময়ে রাজ্যের সাধারণ সমস্যাগুলি নিয়েও প্রতিবাদে মুখর হতে হবে বিধায়কদের । এছাড়াও প্রত্যেক বিধায়ককে তাঁর বিধানসভা এলাকায় সরকার বিরোধিতায় তেড়েফুড়ে নামতে বলা হয়েছে ।

বিজেপির সূত্রে খবর, আজ প্রশিক্ষণ শিবিরে প্রথমে বিধায়কদের বার্তা দেন দিলীপ ঘোষ । একটা সময় রাজ্যে বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিলেন । তারপরেও সরকার বিরোধিতায় কিভাবে ঝাঁপানো হত সেই উদাহরণ টানেন দিলীপ ৷ তিনি বিধায়কদের মনে করিয়ে দেন, বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় না আনলেও বিরোধী বেঞ্চে বসিয়েছে ৷ অতএব, সরকারের গঠনমূলক কাজে সহযোগিতা করতে হবে, জনবিরোধী কাজে বিরোধিতা করতে হবে ।

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বার্তা শুভেন্দু-দিলীপের

শিবিরের দ্বিতীয় দফায় ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিধানসভায় জোর আওয়াজ তোলার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন: টিকার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 315 টাকা দিতে হচ্ছে, হর্ষ বর্ধনকে নালিশ শুভেন্দুর

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ বিধায়কদের বলেন, "ইমারজেন্সির সময়ও আমাদের শেষ করা যায়নি । যখন সংসদে আমাদের দু'জন সাংসদ ছিলেন, তখনও আমাদের শেষ করা যায়নি ৷ এরাজ্যে আজ আমরা 3 থেকে 77 । ক্ষমতায় আমরা আসবই ৷’’

কলকাতা, 3 জুলাই : তৃণমূলকে এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না । বিজেপির হেস্টিংস অফিসে দলীয় বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলেন শুভেন্দু-দিলীপ । মনোবল বাড়ালেন কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ ৷

শনিবার বিজেপির প্রশিক্ষণ শিবিরে 75 জন বিধায়কের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন । তাঁরা কিভাবে কাজ করবেন, তার গাইডলাইন দেন শুভেন্দু অধিকারী । দলের অভিজ্ঞ বিধায়ক মনোজ টিজ্ঞা ও মিহির গোস্বামী বিধানসভায় বিধায়কদের কী কাজ, তার রূপরেখা জানান । এদিন দলের তরফে জানানো হয়েছে, বিধানসভা যে কদিন অধিবেশন, সেই কদিন সব বিধায়ককে উপস্থিত থাকতে হবে । বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে অধিবেশন কক্ষের ভেতরে আন্দোলন চলবে । শুধু ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে নয়, যশের ত্রাণ বণ্টনের দুর্নীতি, করোনার সময়ে রাজ্যের সাধারণ সমস্যাগুলি নিয়েও প্রতিবাদে মুখর হতে হবে বিধায়কদের । এছাড়াও প্রত্যেক বিধায়ককে তাঁর বিধানসভা এলাকায় সরকার বিরোধিতায় তেড়েফুড়ে নামতে বলা হয়েছে ।

বিজেপির সূত্রে খবর, আজ প্রশিক্ষণ শিবিরে প্রথমে বিধায়কদের বার্তা দেন দিলীপ ঘোষ । একটা সময় রাজ্যে বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিলেন । তারপরেও সরকার বিরোধিতায় কিভাবে ঝাঁপানো হত সেই উদাহরণ টানেন দিলীপ ৷ তিনি বিধায়কদের মনে করিয়ে দেন, বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় না আনলেও বিরোধী বেঞ্চে বসিয়েছে ৷ অতএব, সরকারের গঠনমূলক কাজে সহযোগিতা করতে হবে, জনবিরোধী কাজে বিরোধিতা করতে হবে ।

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে বার্তা শুভেন্দু-দিলীপের

শিবিরের দ্বিতীয় দফায় ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিধানসভায় জোর আওয়াজ তোলার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন: টিকার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 315 টাকা দিতে হচ্ছে, হর্ষ বর্ধনকে নালিশ শুভেন্দুর

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ বিধায়কদের বলেন, "ইমারজেন্সির সময়ও আমাদের শেষ করা যায়নি । যখন সংসদে আমাদের দু'জন সাংসদ ছিলেন, তখনও আমাদের শেষ করা যায়নি ৷ এরাজ্যে আজ আমরা 3 থেকে 77 । ক্ষমতায় আমরা আসবই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.