ETV Bharat / city

BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের প্রস্তুতি CPI-এর - national secretary of the Communist Party of India

আজ থেকে তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল CPI-এর । আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে BJP বিরোধী লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানান CPI-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা ।

Strategy of CPI to create agitation against BJP
BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের রণকৌশল CPI-এর
author img

By

Published : Feb 2, 2020, 9:38 PM IST


কলকাতা, 2 ফেব্রুয়ারি : আজ থেকে CPI-এর তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল । বৈঠকের শুরুতেই দলের সর্বভারতীয় সম্পাদক ডি রাজা সহ রাজ্যস্তরের নেতৃত্ব BJP বিরোধী আন্দোলনের কথা বলেন ।

জাতীয় পরিষদের বৈঠকের আগে আজ মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এক সভার আয়োজন করে রাজ্য CPI ৷ দেশের বাজেট বিত্তশালীদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে জনসভায় বলেন CPI-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা ।

আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে BJP বিরোধী লড়াইয়ের পদ্ধতি এবং রণকৌশল নিয়ে আলোচনা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডি রাজা বলেন, "দেশ এবং দেশের সংবিধান রক্ষা করতেই বামপন্থীদের উত্থান‌ । মোদি এবং অমিত শাহ দেশ এবং সংবিধান ধ্বংস করতে মরিয়া । NRC কেবল সংখ্যালঘুদের জন্য বিপদ নয়, দেশের সকলের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে NRC, CAA এবং NPR ।"

BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের রণকৌশল CPI-এর


কলকাতা, 2 ফেব্রুয়ারি : আজ থেকে CPI-এর তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল । বৈঠকের শুরুতেই দলের সর্বভারতীয় সম্পাদক ডি রাজা সহ রাজ্যস্তরের নেতৃত্ব BJP বিরোধী আন্দোলনের কথা বলেন ।

জাতীয় পরিষদের বৈঠকের আগে আজ মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এক সভার আয়োজন করে রাজ্য CPI ৷ দেশের বাজেট বিত্তশালীদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে জনসভায় বলেন CPI-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা ।

আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে BJP বিরোধী লড়াইয়ের পদ্ধতি এবং রণকৌশল নিয়ে আলোচনা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডি রাজা বলেন, "দেশ এবং দেশের সংবিধান রক্ষা করতেই বামপন্থীদের উত্থান‌ । মোদি এবং অমিত শাহ দেশ এবং সংবিধান ধ্বংস করতে মরিয়া । NRC কেবল সংখ্যালঘুদের জন্য বিপদ নয়, দেশের সকলের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে NRC, CAA এবং NPR ।"

BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের রণকৌশল CPI-এর
Intro:আজ থেকে তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল সিপিআইয়ের। বৈঠকের শুরুতেই দলের সর্বভারতীয় সম্পাদক ডি রাজা সহ রাজ‍্যস্তরের নেতৃত্ব বিজেপি বিরোধী আন্দলনের কথা বলেন। সমগ্ৰ জনসভায় এ রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটিও কথা বললেন না সিপিআই নেতৃত্ব।
মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তিনদিনের জাতীয় পরিষদের বৈঠকের আগে এক জনসভার আয়োজন করে রাজ‍্য সিপিআই।


Body:দেশের বাজেট বিত্তশালীদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে জনসভায় বললেন সিপিআই সর্বভারতীয় সম্পাদক ডি রাজা।
আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে বিজেপি বিরোধী লড়াইয়ের পদ্ধতি এবং রণকৌশল নিয়ে আলোচনা হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডি রাজা বলেন,"দেশ এবং দেশের সংবিধান রক্ষা করতেই বামপন্থীদের উথ্থান‌। মোদি এবং অমিত শাহ দেশ এবং সংবিধান ধ্বংস করতে মরিয়া। এন আর সি কেবল সংখ‍্যালঘুদের জন্য বিপদ নয়, দেশের সকলের জন‍্য এক বিপদজনক পরিস্থিতি তৈরি করবে এন আর সি, সি এএ এবং এন পিআর।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.