ETV Bharat / city

লালবাজারে গান স্যালুটে শেষ বিদায় অমিত ভাওয়ালকে - স্ট্র্যান্ড রোড

গান স্যালুটে শেষ বিদায় হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালকে ৷ লালবাজারে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ৷ স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিং-এ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তাঁর ৷

gun-salute-to-asi-amit-bhaoal-at-lalbazar
লালবাজারে গান স্যালুটে শেষ বিদায় অমিত ভাওয়ালকে
author img

By

Published : Mar 9, 2021, 6:08 PM IST

কলকাতা, 9 মার্চ : গান স্যালুটে শেষ বিদায় জানানো হল নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে মৃত হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালকে ৷ আজ দুপুরে লালবাজারে তাঁর দেহ নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁর স্ত্রী এবং সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অমিত ভাওয়ালকে বিদায় জানান তাঁর সহকর্মীরা ৷ অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা জানান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷

সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের ভবন নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের 12 ও 13 তলায় আগুন লাগে ৷ সেই আগুন নেভাতেই দমকল কর্মীদের সঙ্গে লিফটে চেপে 13 তলায় উঠে গিয়েছিলেন হেয়ার স্ট্রিট থানার এএসআই ৷ সেখানে আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে ৷ এদিন লালবাজারে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন : কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

অগ্নিকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই নিজেদের হাতে তুলে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ কীভাবে এই আগুন লাগল এবং রেলের এই ভবনের এনওসি ছিল কি না, না থাকলে কীভাবে সেখানে রেলের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কাজ হচ্ছিল, এমনকি অগ্নিনির্বাপণসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন লালবাজারের গোয়েন্দারা ৷

কলকাতা, 9 মার্চ : গান স্যালুটে শেষ বিদায় জানানো হল নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে মৃত হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালকে ৷ আজ দুপুরে লালবাজারে তাঁর দেহ নিয়ে আসা হয় ৷ সেখানে তাঁর স্ত্রী এবং সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অমিত ভাওয়ালকে বিদায় জানান তাঁর সহকর্মীরা ৷ অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা জানান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷

সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের ভবন নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের 12 ও 13 তলায় আগুন লাগে ৷ সেই আগুন নেভাতেই দমকল কর্মীদের সঙ্গে লিফটে চেপে 13 তলায় উঠে গিয়েছিলেন হেয়ার স্ট্রিট থানার এএসআই ৷ সেখানে আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে ৷ এদিন লালবাজারে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন : কেন অগ্নিকাণ্ডের সময় লিফট ব্যবহার দমকলকর্মীদের ? উঠছে প্রশ্ন

অগ্নিকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই নিজেদের হাতে তুলে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ কীভাবে এই আগুন লাগল এবং রেলের এই ভবনের এনওসি ছিল কি না, না থাকলে কীভাবে সেখানে রেলের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কাজ হচ্ছিল, এমনকি অগ্নিনির্বাপণসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন লালবাজারের গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.