ETV Bharat / city

Cyclone Gulab: আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'গুলাব', উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

'গুলাব'-এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ৷

Cyclone Gulab
আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'গুলাব'
author img

By

Published : Sep 26, 2021, 6:46 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'গুলাব' ৷ পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ওড়িশার গোপালপুরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । আমাদের রাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না । রাজ্যের উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24 ঘণ্টায় ওড়িশা উপকূল ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সমুদ্রবক্ষে। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে আগামী মঙ্গলবার থেকে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় । মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে দক্ষিণ 24 পরগনা, ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার । কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ।

আরও পড়ুন: 'গুলাব'-এর কাঁটায় ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে ।

কলকাতা, 26 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'গুলাব' ৷ পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ওড়িশার গোপালপুরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে । আমাদের রাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না । রাজ্যের উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24 ঘণ্টায় ওড়িশা উপকূল ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সমুদ্রবক্ষে। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে আগামী মঙ্গলবার থেকে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় । মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে দক্ষিণ 24 পরগনা, ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার । কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ।

আরও পড়ুন: 'গুলাব'-এর কাঁটায় ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.