কলকাতা, 18 মে: লকডাউনের মাঝে রেকর্ড পরিমাণ ফেনসিডিল পাচারের চেষ্টা বাংলাদেশে । সবজির আড়ালে তা পাচারের চেষ্টা চালানো হচ্ছে । গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স অভিযান চালায়। উদ্ধার হয়েছে 15 লাখ 40 হাজার টাকার ফেনসিডিল। বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশি টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, লকডাউনের মাঝে আন্তঃরাজ্য গাড়ি চলাচলের সুযোগ নিচ্ছে মাদক চোরাচালানকারীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের আড়ালেই পাচার হচ্ছে মাদক। সেই সূত্রেই নজরদারি রাখা হচ্ছিল সর্বত্র। গোপন সূত্রে খবর পেয়ে আজ হেস্টিংস থানা এলাকার বেকারি রোডে থামানো হয় সেই লরিটি। সামনে থেকে দেখলে মনে হবে সেটি কুমড়ো বোঝাই গাড়ি। সেখানে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 10 হাজার বোতল ফেনসিডিল।
ফেনসিডিল বাংলাদেশে নিষিদ্ধ। ভারতে রেসট্রিকটেড ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশের যুব সম্প্রদায় ফেনসিডিলকে নেশা দ্রব্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করছে। সেই সূত্রে ভারতে যে সিরাপের দাম 154 টাকা, বাংলাদেশের সেটাই বিক্রি হয় প্রায় 2 হাজার টাকায়।
ঘটনায় লরি চালক মুকেশ সরোজ এবং খালাসি ধিরাজলাল সরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই উত্তরপ্রদেশের ভাদোহির বাসিন্দা, যা এখন সন্ত রবিদাস নগর হিসেবে পরিচিত। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের খোঁজ চলছে। ধৃতদের আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।