ETV Bharat / city

Suryakanta Mishra tests Covid Positive : করোনা আক্রান্ত সূর্যকান্ত, পৌরভোটের আগে নিভৃতবাসে সিপিএমের রাজ্য সম্পাদক - পৌরভোটের আগে নিভৃতবাসে সিপিএমের রাজ্য সম্পাদক

অসুস্থতার কারণে আপাতত কয়েকদিন নিজের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন (He has canceled all his programs for a few days now due to Covid) । ইতিমধ্যেই সর্বভারতীয় এবং রাজ্যস্তরের সিপিএম নেতারা তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন ।

State Secretary of CPIM Suryakanta Mishra
করোনা আক্রান্ত সূর্যকান্ত
author img

By

Published : Dec 19, 2021, 6:43 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর : মারণভাইরাসে আক্রান্ত সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra tests covid positive)। কলকাতা পৌরভোটের আগে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য সম্পাদকের করোনা আক্রান্ত হওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে । নয়াদিল্লিতে চলছে সিপিএমের পলিটব্যুরো বৈঠক । সেখানে পলিটব্যুরোর দুই সদস্য বিমান বসু এবং মহম্মদ সেলিম উপস্থিত রয়েছেন । করোনা আক্রান্ত হওয়ার ফলে যোগ দিতে পারেননি সিপিএম রাজ্য সম্পাদক ৷

সিউড়িতে কয়েকদিন আগে সিপিএমের বীরভূম জেলা সম্মেলনে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র । সেখান থেকে ফিরেই ঠাণ্ডা লাগার উপসর্গ দেখা দেয়, সঙ্গে জ্বর । নিজে চিকিৎসক হওয়ার সুবাদে দেরি না করে কোভিড পরীক্ষা করান । তার ফল পজেটিভ আসে । তিনি জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল, বিশেষ কোনও জটিলতা নেই । কড়েয়ার বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ।

অসুস্থতার কারণে আপাতত কয়েকদিন নিজের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন । গত কয়েকদিনে বামফ্রন্টের নেতারা বিভিন্ন জায়গায় প্রচারের কাজে ব্যস্ত ছিলেন । ভোটের দিনও দিনভর ব্যস্ত থাকবেন প্রার্থীদের ভোট পরিচালনায় । রাজ্য সিপিএমের সম্পাদকও পৌরভোটের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলেন । কিন্তু বাধ সাধল করোনা ।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

ইতিমধ্যেই সর্বভারতীয় এবং রাজ্যস্তরের সিপিএম নেতারা তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন । যত্ন নেওয়ার কথা বলেছেন । তিনি নিজেও সুস্থ হয়ে কাজে নামার ব্যাপারে সকলকে আশ্বস্ত করেছেন ।

কলকাতা, 19 ডিসেম্বর : মারণভাইরাসে আক্রান্ত সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra tests covid positive)। কলকাতা পৌরভোটের আগে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য সম্পাদকের করোনা আক্রান্ত হওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে । নয়াদিল্লিতে চলছে সিপিএমের পলিটব্যুরো বৈঠক । সেখানে পলিটব্যুরোর দুই সদস্য বিমান বসু এবং মহম্মদ সেলিম উপস্থিত রয়েছেন । করোনা আক্রান্ত হওয়ার ফলে যোগ দিতে পারেননি সিপিএম রাজ্য সম্পাদক ৷

সিউড়িতে কয়েকদিন আগে সিপিএমের বীরভূম জেলা সম্মেলনে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র । সেখান থেকে ফিরেই ঠাণ্ডা লাগার উপসর্গ দেখা দেয়, সঙ্গে জ্বর । নিজে চিকিৎসক হওয়ার সুবাদে দেরি না করে কোভিড পরীক্ষা করান । তার ফল পজেটিভ আসে । তিনি জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল, বিশেষ কোনও জটিলতা নেই । কড়েয়ার বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ।

অসুস্থতার কারণে আপাতত কয়েকদিন নিজের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন । গত কয়েকদিনে বামফ্রন্টের নেতারা বিভিন্ন জায়গায় প্রচারের কাজে ব্যস্ত ছিলেন । ভোটের দিনও দিনভর ব্যস্ত থাকবেন প্রার্থীদের ভোট পরিচালনায় । রাজ্য সিপিএমের সম্পাদকও পৌরভোটের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলেন । কিন্তু বাধ সাধল করোনা ।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

ইতিমধ্যেই সর্বভারতীয় এবং রাজ্যস্তরের সিপিএম নেতারা তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন । যত্ন নেওয়ার কথা বলেছেন । তিনি নিজেও সুস্থ হয়ে কাজে নামার ব্যাপারে সকলকে আশ্বস্ত করেছেন ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.