ETV Bharat / city

আলুর জোগানে ঘাটতি হবে না, আশ্বস্ত করলেন মন্ত্রী - আশ্বস্ত করলেন মন্ত্রী

রাজ্যে 60 লাখ মেট্রিক টন আলুর চাহিদা থাকে। এ বছর 90 লাখ মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে । অর্থাৎ, চাহিদার তুলনায় হিমঘরে মজুত রয়েছে অতিরিক্ত 30 লাখ মেট্রিক টন আলু। বললেন কৃষি বিপণন মন্ত্রী ।

state minister assured no shortage of potatoes
আলু
author img

By

Published : May 4, 2020, 12:29 AM IST

কলকাতা, 3 মে: আলুর জোগানে ঘাটতি হবে না। আলুর দাম বাড়ারও কোনও আশঙ্কা নেই। আশ্বস্ত করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে চাহিদার তুলনায় প্রায় 30 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। ফলে সমস্যা হবে না।

লকডাউনের জেরে অনেকেই চাল এবং আলু মজুত করেছে । পাশাপাশি, দিন আনা, দিন খাওয়া মানুষকে ত্রাণ হিসেবে চাল ও আলু দেওয়া হচ্ছে । যার ফলে বর্তমানে চালের দাম কিছুটা হলেও বেশি। তবে আলুর দাম আপাতত স্থিতিশীল। কিন্তু, আলুর দামও কী ভবিষ্যতে বাড়তে পারে ? এই প্রশ্নের উত্তরে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।

তপনবাবু বলেন, রাজ্যে 60 লাখ মেট্রিক টন আলুর চাহিদা থাকে। এ বছর 90 লাখ মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে । অর্থাৎ, চাহিদার তুলনায় হিমঘরে মজুত রয়েছে অতিরিক্ত 30 লাখ মেট্রিক টন আলু। এর ফলে জোগান যেমন কমবে না তেমনই বাড়বে না আলুর দামও।

সবজি বাজার নিয়ন্ত্রণের জন্য গড়া টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেও বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"

কলকাতা, 3 মে: আলুর জোগানে ঘাটতি হবে না। আলুর দাম বাড়ারও কোনও আশঙ্কা নেই। আশ্বস্ত করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে চাহিদার তুলনায় প্রায় 30 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। ফলে সমস্যা হবে না।

লকডাউনের জেরে অনেকেই চাল এবং আলু মজুত করেছে । পাশাপাশি, দিন আনা, দিন খাওয়া মানুষকে ত্রাণ হিসেবে চাল ও আলু দেওয়া হচ্ছে । যার ফলে বর্তমানে চালের দাম কিছুটা হলেও বেশি। তবে আলুর দাম আপাতত স্থিতিশীল। কিন্তু, আলুর দামও কী ভবিষ্যতে বাড়তে পারে ? এই প্রশ্নের উত্তরে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।

তপনবাবু বলেন, রাজ্যে 60 লাখ মেট্রিক টন আলুর চাহিদা থাকে। এ বছর 90 লাখ মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে । অর্থাৎ, চাহিদার তুলনায় হিমঘরে মজুত রয়েছে অতিরিক্ত 30 লাখ মেট্রিক টন আলু। এর ফলে জোগান যেমন কমবে না তেমনই বাড়বে না আলুর দামও।

সবজি বাজার নিয়ন্ত্রণের জন্য গড়া টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেও বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.