ETV Bharat / city

অনুমতি ছাড়া অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শো-কজ় করার নির্দেশ - পার্শ্বশিক্ষকদের অনশন

অগ্রিম অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন তার তালিকা চাওয়া হয়েছিল আগেই । একথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন । এবার সেই অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শো-কজ করার পথে এগোচ্ছে রাজ্য সরকার ।

para teacher
পার্শ্বশিক্ষক
author img

By

Published : Dec 2, 2019, 11:31 PM IST

Updated : Dec 3, 2019, 11:27 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর : অগ্রিম অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন তার তালিকা চাওয়া হয়েছিল আগেই । একথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন । এবার সেই অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শো-কজ করার পথে এগোচ্ছে রাজ্য সরকার । স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হল জেলার শিক্ষা আধিকারিকদের । 29 নভেম্বর জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে 10 দিনের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে শিক্ষা আধিকারিকদের ।

আজ পার্শ্বশিক্ষকদের অনশন 18 দিনে পড়ল । অবস্থান চলছে 22 দিন ধরে । অনশন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন একাধিক পার্শ্বশিক্ষক-শিক্ষিকা । আজ অসুস্থ হয়ে পড়েন 2 জন । আন্দোলন ও অনশন কর্মসূচি শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনওরকম সদুত্তর পাননি তাঁরা । শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও প্রশাসন এখনও নিশ্চুপ । এরই মধ্যে কয়েকদিন আগে জানা যায়, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বিশেষ প্রজেক্ট ডিরেক্টরের তরফে জেলাগুলির কাছে নোটিশ পাঠিয়ে চাওয়া হয়েছে পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির তালিকা ৷ পূর্ব অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক 11 নভেম্বর থেকে স্কুলে অনুপস্থিত, সেই তালিকা চাওয়া হয়েছিল নির্দিষ্ট একটি ফরম‍্যাটে । এবার 11 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত পূর্ব অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের শো-কজ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের তরফে ।

para teacher
স্কুল শিক্ষা দপ্তরের জারি করলেন নির্দেশিকা

কী বলা হয়েছে এই নির্দেশিকায়?

বলা হয়েছে, আগে থেকে অনুমতি না নিয়ে বা না জানিয়ে 11 নভেম্বর থেকে 22 নভেম্বরের মধ্যে যে সমস্ত পার্শ্বশিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত ছিলেন, তাঁদের অবিলম্বে শো-কজ় করা হোক । যদি কোনও পার্শ্বশিক্ষকের শো-কজ়ের উত্তর সন্তোষজনক না হয়, তাহলে তা সমগ্র শিক্ষা মিশনের রাজ্য দপ্তরে পাঠাতে বলা হয়েছে । যদি কোনও পার্শ্বশিক্ষক অনুপস্থিত থাকার কারণ হিসাবে ফিল্ড ডিউটির কথা বলেন তাহলে সেই ফিল্ড ডিউটিতে তিনি সত্যিই উপস্থিত ছিলেন কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে নির্দেশিকায় । এই নির্দেশ 10 দিনের মধ্যে পালন করতে বলা হয়েছে।

কলকাতা, 2 ডিসেম্বর : অগ্রিম অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন তার তালিকা চাওয়া হয়েছিল আগেই । একথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন । এবার সেই অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শো-কজ করার পথে এগোচ্ছে রাজ্য সরকার । স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশ দেওয়া হল জেলার শিক্ষা আধিকারিকদের । 29 নভেম্বর জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে 10 দিনের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে শিক্ষা আধিকারিকদের ।

আজ পার্শ্বশিক্ষকদের অনশন 18 দিনে পড়ল । অবস্থান চলছে 22 দিন ধরে । অনশন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন একাধিক পার্শ্বশিক্ষক-শিক্ষিকা । আজ অসুস্থ হয়ে পড়েন 2 জন । আন্দোলন ও অনশন কর্মসূচি শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনওরকম সদুত্তর পাননি তাঁরা । শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও প্রশাসন এখনও নিশ্চুপ । এরই মধ্যে কয়েকদিন আগে জানা যায়, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বিশেষ প্রজেক্ট ডিরেক্টরের তরফে জেলাগুলির কাছে নোটিশ পাঠিয়ে চাওয়া হয়েছে পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির তালিকা ৷ পূর্ব অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক 11 নভেম্বর থেকে স্কুলে অনুপস্থিত, সেই তালিকা চাওয়া হয়েছিল নির্দিষ্ট একটি ফরম‍্যাটে । এবার 11 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত পূর্ব অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের শো-কজ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের তরফে ।

para teacher
স্কুল শিক্ষা দপ্তরের জারি করলেন নির্দেশিকা

কী বলা হয়েছে এই নির্দেশিকায়?

বলা হয়েছে, আগে থেকে অনুমতি না নিয়ে বা না জানিয়ে 11 নভেম্বর থেকে 22 নভেম্বরের মধ্যে যে সমস্ত পার্শ্বশিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত ছিলেন, তাঁদের অবিলম্বে শো-কজ় করা হোক । যদি কোনও পার্শ্বশিক্ষকের শো-কজ়ের উত্তর সন্তোষজনক না হয়, তাহলে তা সমগ্র শিক্ষা মিশনের রাজ্য দপ্তরে পাঠাতে বলা হয়েছে । যদি কোনও পার্শ্বশিক্ষক অনুপস্থিত থাকার কারণ হিসাবে ফিল্ড ডিউটির কথা বলেন তাহলে সেই ফিল্ড ডিউটিতে তিনি সত্যিই উপস্থিত ছিলেন কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে নির্দেশিকায় । এই নির্দেশ 10 দিনের মধ্যে পালন করতে বলা হয়েছে।

Intro:কলকাতা, ২ ডিসেম্বর: আগেই সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আগে থেকে অনুমতি না নিয়ে কোন কোন পার্শ্বশিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন তার তালিকা চাওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তা করা হচ্ছে সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শিক্ষামন্ত্রী নিজেই। এবার সেই সব অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শো-কজ করার নির্দেশ দেওয়া হল জেলার এডুকেশন অফিসারদের। গত ২৯ নভেম্বরের এই নির্দেশে বলা হয়েছে ১০ দিনের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে।

Body:আজ পার্শ্বশিক্ষকদের অনশনের ১৮ দিন ও অবস্থানের ২২ দিন। অনশন শুরুর পর থেকেই প্রায় প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন একাধিক পার্শ্বশিক্ষক-শিক্ষিকা। আজও বিকেল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন ২ জন শিক্ষক-শিক্ষিকা। আন্দোলন ও অনশন কর্মসূচি শুরুর পর থেকেই প্রশাসনের তরফ থেকে কোনও রকম সদুত্তর পাননি তাঁরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও প্রশাসন নিশ্চুপ। এরই মধ্যে কয়েকদিন আগে জানা যায়, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের স্পেশাল প্রজেক্ট অফিসারের তরফ থেকে জেলাগুলি কাছে নোটিশ পাঠিয়ে চাওয়া হয়েছে পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির তালিকা৷ পূর্ব অনুমতি ছাড়া কোন কোন পার্শ্বশিক্ষক ১১ নভেম্বর থেকে স্কুলে অনুপস্থিত। সেই তালিকা চাওয়া হয়েছিল নির্দিষ্ট একটি ফরম‍্যাটে। এবার ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত পূর্ব অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের শো-কজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের স্টেট প্রজেক্ট ডিরেক্টরের তরফ থেকে নির্দেশটি পাঠানো হয়েছে সব জেলার সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের। কী বলা হয়েছে নির্দেশে? বলা হয়েছে, আগে থেকে অনুমতি না নিয়ে বা না জানিয়ে ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে যে সমস্ত পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা স্কুলে অনুপস্থিত ছিলেন এবং এই বিষয়ে পাঠানো রিপোর্ট অনুযায়ী, সেই সমস্ত শিক্ষকদের অবিলম্বে শো-কজ করা হোক। যদি কোনও পার্শ্বশিক্ষকের শো-কজের উত্তরে সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সন্তুষ্ট না হন তাহলে সেটি সমগ্র শিক্ষা মিশনের রাজ্য দপ্তরে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া, যদি কোনও পার্শ্বশিক্ষক অনুপস্থিত থাকার কারণ হিসাবে ফিল্ড ডিউটির কথা বলেন তাহলে সেই ফিল্ড ডিউটিতে তিনি সত্যিই উপস্থিত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এই নির্দেশ ১০ দিনের মধ্যে পালন করতে বলা হয়েছে।
Conclusion:
Last Updated : Dec 3, 2019, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.