কলকাতা, 20 এপ্রিল: কোরোনা ভাইরাস নিয়ে তৈরি পরিস্থিতিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার কী হবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তার সুপারিশের জন্য একটি সাত সদস্যের কমিটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। গত 17 এপ্রিল পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়গুলির কাছে চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । চিঠিতে বলা হয়েছিল, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে একটি গাইডলাইন বা নির্দেশিকা পাঠানো হচ্ছে । সেই নির্দেশিকা অনুযায়ী সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে । UGC-র পাঠানো সেই চিঠির প্রেক্ষিতে পাল্টা চিঠি পাঠাল পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর । পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন গতকাল UGC-র সচিব রজনীশ জৈনকে চিঠি পাঠিয়ে বলেন, এক্সপার্ট কমিটির রিপোর্টের উপর সব রাজ্যের মতামত নেওয়া হোক ।
কোরোনা ভাইরাস নিয়ে তৈরি পরিস্থিতিতে আগামী 10 জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । গত 16 মার্চ থেকে শুরু হয়ে প্রায় তিনমাসের কাছাকাছি রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পঠন-পাঠন, পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে একদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আলোচনা হয় বিভিন্ন পদ্ধতি নিয়ে । তার পরের দিনই 15 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শুধুমাত্র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা হবে । বাকি সব সিমেস্টার একটি করে এগিয়ে যাবে । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার বিরোধিতা করে উচ্চশিক্ষা মহলের একাংশ । কারও মতে, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী । আবার কারও মতে, যেখানে UGC সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এই বিষয়গুলির উপর সুপারিশ করার জন্যে, সেখানে তাঁদের রিপোর্টের ভিত্তিতেই তৈরি গাইডলাইন অনুসারে সিদ্ধান্ত নেওয়া হোক ।
সবমিলিয়ে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বর্তমানে UGC-র গাইডলাইনের অপেক্ষায় রয়েছে । এর মধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন জানিয়ে দেয়, এক্সপার্ট কমিটির রিপোর্ট অনুযায়ী যে গাইডলাইন তৈরি হবে তার ভিত্তিতেই দেশের সব রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে পদক্ষেপ নিতে হবে । 17 এপ্রিল UGC-র পাঠানো সেই চিঠির পাল্টা হিসেবে UGC-কে চিঠি পাঠিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে UGC-র সচিব রজনীশ জৈনকে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত । তাই অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সুপারিশ করার জন্য UGC দ্বারা গঠিত এক্সপার্ট কমিটির রিপোর্ট সব রাজ্যের কাছে পাঠানো হোক । বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যগুলির মতামত নেওয়া হোক । রাজ্য সরকারকে যথেষ্ট সময় দেওয়া হোক, যাতে তাঁরা সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে এবং সরকারের উপযুক্ত স্তরে আলোচনা করে রিপোর্টের উপর মতামত দিতে পারে । চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে রিপোর্টের উপর কোনও সিদ্ধান্ত নেওয়া সংবিধানের ফেডেরাল স্ট্রাকচারের আদর্শ-বিরোধী হবে ।