ETV Bharat / city

আলাপন-সংঘাতে কেন্দ্রকে জবাব দিল রাজ্য - আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের তরফে চিঠি দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ অন্য দিকে শোকজ়ের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

state-government-sent-two-reply-letters-to-central-government-on-alapan-banerjee-show-cause
state-government-sent-two-reply-letters-to-central-government-on-alapan-banerjee-show-cause
author img

By

Published : Jun 3, 2021, 7:45 PM IST

Updated : Jun 3, 2021, 9:59 PM IST

কলকাতা, 3 জুন : আলাপন-সংঘাতে কেন্দ্রকে জোড়া জবাব দিল রাজ্য ৷ রাজ্যের তরফে চিঠি দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এইসঙ্গে তাঁকে শোকজ়ের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

আগেই জানা গিয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের শোকজ় নিয়ে জোড়া জবাব দিতে চলেছে রাজ্য সরকার । একটি জবাব দিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । যেহেতু শোকজ়ে মুখ্যসচিবের নাম উল্লেখ ছিল । শোকজ়ের চিঠিতে অবশ্যই ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম । যিনি এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা । ফলে আলাপনও জবাব দিচ্ছেন বলে জানা গিয়েছিল । সেই মতো এদিন কেন্দ্রের কাছে দুটি চিঠি পাঠান হল রাজ্যের তরফে ৷

আরও পড়ুন: আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা

নবান্ন সূত্রে খবর চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি বৈঠক থেকে বেরিয়ে এসেছেন । মুখ্যসচিব হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা তাঁর কর্তব্য বলে জানিয়েছেন সদ্য প্রাক্তন মুখ্যসচিব । অন্যদিকে তাঁর জবাবি চিঠিতে বর্তমান মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে ঠিক কী ভূমিকা পালন করছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । এছাড়াও দ্বিবেদী তাঁর চিঠিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার সময় যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তাতে কোথাও বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ ছিল না । জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এই বৈঠক ডাকছেন তেমনটাও উল্লেখ করা হয়নি ।

কলকাতা, 3 জুন : আলাপন-সংঘাতে কেন্দ্রকে জোড়া জবাব দিল রাজ্য ৷ রাজ্যের তরফে চিঠি দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এইসঙ্গে তাঁকে শোকজ়ের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

আগেই জানা গিয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের শোকজ় নিয়ে জোড়া জবাব দিতে চলেছে রাজ্য সরকার । একটি জবাব দিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । যেহেতু শোকজ়ে মুখ্যসচিবের নাম উল্লেখ ছিল । শোকজ়ের চিঠিতে অবশ্যই ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম । যিনি এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা । ফলে আলাপনও জবাব দিচ্ছেন বলে জানা গিয়েছিল । সেই মতো এদিন কেন্দ্রের কাছে দুটি চিঠি পাঠান হল রাজ্যের তরফে ৷

আরও পড়ুন: আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা

নবান্ন সূত্রে খবর চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি বৈঠক থেকে বেরিয়ে এসেছেন । মুখ্যসচিব হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা তাঁর কর্তব্য বলে জানিয়েছেন সদ্য প্রাক্তন মুখ্যসচিব । অন্যদিকে তাঁর জবাবি চিঠিতে বর্তমান মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে ঠিক কী ভূমিকা পালন করছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । এছাড়াও দ্বিবেদী তাঁর চিঠিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার সময় যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তাতে কোথাও বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ ছিল না । জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এই বৈঠক ডাকছেন তেমনটাও উল্লেখ করা হয়নি ।

Last Updated : Jun 3, 2021, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.