ETV Bharat / city

বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পৌরনিগম নির্বাচনের প্রস্তাব রাজ্যের

রাজ্য সরকার কমিশনকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাবে । সব মিলিয়ে মার্চ মাসের শেষে পৌরনিগমের নির্বাচন সম্ভব ।

kolkata corporation election
kolkata corporation election
author img

By

Published : Dec 15, 2020, 7:59 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : আগামী বছর মার্চ মাসের শেষদিকে কলকাতা পৌরনিগমের নির্বাচনের হতে পারে, এমনটাই নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার । ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচন হতে পারে, এমন জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে । সব জল্পনার অবসান ঘটিয়ে আজ রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, মার্চ মাসে নির্বাচন করা যেতে পারে । ফলে, বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পৌরনিগম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে । এদিকে, রাজ্য সরকারের এই প্রস্তাব সুপ্রিম কোর্টে গৃহীত হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে । কারণ, গুজরাতে একটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দু'মাসের মধ্যে নির্বাচন করতে হবে ।

চিঠিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাবে । এর সঙ্গেই ওয়ার্ড বিন্যাস, সংরক্ষণের তালিকা ইত্যাদি কাজ সম্পূর্ণ করতে আরও একমাস সময় লাগবে । সব মিলিয়ে মার্চ মাসের শেষে পৌর নির্বাচন করা সম্ভব । এই চিঠি আগামী 17 তারিখে সুপ্রিম কোর্টে দেবে রাজ্য নির্বাচন কমিশন । সুপ্রিম কোর্ট চলতি মাসের 7 তারিখে কলকাতা পৌরনিগম নির্বাচন সংক্রান্ত মামলায় রায় দিয়েছিল, 17 তারিখের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে কতদিনের মধ্যে পৌরনিগমের নির্বাচন করা সম্ভব । তাই আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টের কাছে এই চিঠি দিয়ে আবেদন জানানো হবে । তবে রাজ্যে অন্য কোনও পৌর নির্বাচন এখন করবে না রাজ্য সরকার ।

গত 7 ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল পৌর নির্বাচন নিয়ে তাতে বলা হয়েছিল আগামী 17 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার যদি নির্বাচনের দিন না জানাতে পারে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজেই স্বাধীন একজন আধিকারিককে নিয়োগ করবে পৌরনিগমের দায়িত্ব নিতে ।

কলকাতা, 15 ডিসেম্বর : আগামী বছর মার্চ মাসের শেষদিকে কলকাতা পৌরনিগমের নির্বাচনের হতে পারে, এমনটাই নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার । ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচন হতে পারে, এমন জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে । সব জল্পনার অবসান ঘটিয়ে আজ রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, মার্চ মাসে নির্বাচন করা যেতে পারে । ফলে, বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পৌরনিগম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে । এদিকে, রাজ্য সরকারের এই প্রস্তাব সুপ্রিম কোর্টে গৃহীত হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে । কারণ, গুজরাতে একটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দু'মাসের মধ্যে নির্বাচন করতে হবে ।

চিঠিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে যাবে । এর সঙ্গেই ওয়ার্ড বিন্যাস, সংরক্ষণের তালিকা ইত্যাদি কাজ সম্পূর্ণ করতে আরও একমাস সময় লাগবে । সব মিলিয়ে মার্চ মাসের শেষে পৌর নির্বাচন করা সম্ভব । এই চিঠি আগামী 17 তারিখে সুপ্রিম কোর্টে দেবে রাজ্য নির্বাচন কমিশন । সুপ্রিম কোর্ট চলতি মাসের 7 তারিখে কলকাতা পৌরনিগম নির্বাচন সংক্রান্ত মামলায় রায় দিয়েছিল, 17 তারিখের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে কতদিনের মধ্যে পৌরনিগমের নির্বাচন করা সম্ভব । তাই আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টের কাছে এই চিঠি দিয়ে আবেদন জানানো হবে । তবে রাজ্যে অন্য কোনও পৌর নির্বাচন এখন করবে না রাজ্য সরকার ।

গত 7 ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল পৌর নির্বাচন নিয়ে তাতে বলা হয়েছিল আগামী 17 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার যদি নির্বাচনের দিন না জানাতে পারে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজেই স্বাধীন একজন আধিকারিককে নিয়োগ করবে পৌরনিগমের দায়িত্ব নিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.