ETV Bharat / city

লোক ঠকানো বাজেট: রাহুল সিনহা - বিজেপির সদর কার্যালয়

রাজ্য বাজেট নিয়ে BJP-র সদর কার্যালয়ে মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ বললেন, রাজ্য সরকার আসলে লোক ঠকাচ্ছেন ৷

misguide people through this budget : Rahul Sinha
এই বাজেট লোক ঠকানো বাজেট: রাহুল সিনহা
author img

By

Published : Feb 10, 2020, 10:50 PM IST

Updated : Feb 10, 2020, 11:45 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : রাজ্য বাজেটের সমালোচনা করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ তিনি বলেন, ‘‘এই বাজেট লোক ঠকানো বাজেট৷’’


সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘কত বড় জালিয়াতি এই বাজেটে করার চেষ্টা হয়েছে । বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে । তিন মাসে 75 ইউনিট । যদি রাজ্য সরকারের সত্যিকারের সৎ সাহস থাকে, কোনওরকম জালিয়াতি চিন্তাভাবনা যদি না থাকত, তাহলে ঘোষণা করত প্রতিমাসে 25 ইউনিট ছাড় দিলাম । 25 ইউনিটের জন্য কোনও পয়সা লাগবে না । মাত্র 25 ইউনিটের ছাড় কোনও গরিব মানুষেরই সুবিধা হবে না । 25 ইউনিটে কোন গরিব মানুষের কার্যসিদ্ধি হবে । এরপর দেখবেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা রাস্তায় নেমে বলবে বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হল ৷’’

রাহুল সিনহা আরও বলেন, ‘‘কায়দা করে পেনশন স্কিম এর মতো করে 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে । এই মাত্র 1000 টাকায় কাদের দেওয়া হবে । আর এই সামান্য টাকায় সাধারণ গরিব মানুষ কী সুবিধা পাবে সেটা আমি বুঝতে পারছি না । তবে এই সরকারের আমলে অনেক ঘোষণা হয়েছে ৷ কিন্তু কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি । বাস্তবে কটা সাধারণ ও প্রান্তিক গরিব মানুষের কাছে পৌঁছেছে সেটা সবার জানা ।’’

লোক ঠকানো বাজেট: রাহুল সিনহা

তিনি বলেন, ‘‘এই বাজেট রাজ্যের আর্থিক অবস্থাকে আরও খারাপ করবে । সাধারণ মানুষকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার ।’’

কলকাতা, 10 ফেব্রুয়ারি : রাজ্য বাজেটের সমালোচনা করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ তিনি বলেন, ‘‘এই বাজেট লোক ঠকানো বাজেট৷’’


সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘কত বড় জালিয়াতি এই বাজেটে করার চেষ্টা হয়েছে । বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে । তিন মাসে 75 ইউনিট । যদি রাজ্য সরকারের সত্যিকারের সৎ সাহস থাকে, কোনওরকম জালিয়াতি চিন্তাভাবনা যদি না থাকত, তাহলে ঘোষণা করত প্রতিমাসে 25 ইউনিট ছাড় দিলাম । 25 ইউনিটের জন্য কোনও পয়সা লাগবে না । মাত্র 25 ইউনিটের ছাড় কোনও গরিব মানুষেরই সুবিধা হবে না । 25 ইউনিটে কোন গরিব মানুষের কার্যসিদ্ধি হবে । এরপর দেখবেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা রাস্তায় নেমে বলবে বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হল ৷’’

রাহুল সিনহা আরও বলেন, ‘‘কায়দা করে পেনশন স্কিম এর মতো করে 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে । এই মাত্র 1000 টাকায় কাদের দেওয়া হবে । আর এই সামান্য টাকায় সাধারণ গরিব মানুষ কী সুবিধা পাবে সেটা আমি বুঝতে পারছি না । তবে এই সরকারের আমলে অনেক ঘোষণা হয়েছে ৷ কিন্তু কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি । বাস্তবে কটা সাধারণ ও প্রান্তিক গরিব মানুষের কাছে পৌঁছেছে সেটা সবার জানা ।’’

লোক ঠকানো বাজেট: রাহুল সিনহা

তিনি বলেন, ‘‘এই বাজেট রাজ্যের আর্থিক অবস্থাকে আরও খারাপ করবে । সাধারণ মানুষকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার ।’’

Intro:কলকাতা: " এই বাজেট লোক ঠকানো বাজেট" রাজ্য বাজেট নিয়ে বিজেপির সদর কার্যালয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।


"কত বড় জালিয়াতি এই বাজেটে করার চেষ্টা হয়েছে। বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে। তিন মাসে 75 ইউনিট। যদি রাজ্য সরকারের সত্যি কারের সৎ সাহস থাকে। কোন রকম জালিয়াতি চিন্তাভাবনা যদি না থাকতো। তাহলে রাজ্য সরকার ঘোষণা করত প্রতিমাসে 25 ইউনিট ছাড় দিলাম। 25 ইউনিটের জন্য কোন পয়সা লাগবে না। মাত্র 25 ইউনিটের ছাড় কোন গরীব মানুষের ই সুবিধা হবে না। 25 ইউনিটে কোন গরীব মানুষের কার্যসিদ্ধি হবে । এরপর দেখবেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা রাস্তায় নেমে বলবে বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হল"


রাহুল সিনহা এদিন বলেন, কায়দা করে পেনশন স্কিম এর মত করে 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে । এই মাত্র 1000 টাকায় কাদেরকে দেয়া হবে। আর এই সামান্য টাকায় সাধারণ গরিব মানুষ কি সুবিধা পাবে সেটা আমি বুঝতে পারছি না। তবে এই সরকারের আমলে অনেক ঘোষণা হয়েছে কিন্তু কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি।
বাস্তবে কটা সাধারণ ও প্রান্তিক গরীব মানুষের কাছে পৌঁছেছে সেটা সবার জানা।



এদিন তিনি বলেন, এই বাজেট রাজ্যের আর্থিক অবস্থা কে আরও খারাপ করবে। সাধারণ মানুষকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার।










Body:Story


Conclusion:story
Last Updated : Feb 10, 2020, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.