কলকাতা, 10 ফেব্রুয়ারি : রাজ্য বাজেটের সমালোচনা করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ তিনি বলেন, ‘‘এই বাজেট লোক ঠকানো বাজেট৷’’
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘কত বড় জালিয়াতি এই বাজেটে করার চেষ্টা হয়েছে । বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে । তিন মাসে 75 ইউনিট । যদি রাজ্য সরকারের সত্যিকারের সৎ সাহস থাকে, কোনওরকম জালিয়াতি চিন্তাভাবনা যদি না থাকত, তাহলে ঘোষণা করত প্রতিমাসে 25 ইউনিট ছাড় দিলাম । 25 ইউনিটের জন্য কোনও পয়সা লাগবে না । মাত্র 25 ইউনিটের ছাড় কোনও গরিব মানুষেরই সুবিধা হবে না । 25 ইউনিটে কোন গরিব মানুষের কার্যসিদ্ধি হবে । এরপর দেখবেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা রাস্তায় নেমে বলবে বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হল ৷’’
রাহুল সিনহা আরও বলেন, ‘‘কায়দা করে পেনশন স্কিম এর মতো করে 1000 টাকা করে বরাদ্দ করা হয়েছে । এই মাত্র 1000 টাকায় কাদের দেওয়া হবে । আর এই সামান্য টাকায় সাধারণ গরিব মানুষ কী সুবিধা পাবে সেটা আমি বুঝতে পারছি না । তবে এই সরকারের আমলে অনেক ঘোষণা হয়েছে ৷ কিন্তু কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি । বাস্তবে কটা সাধারণ ও প্রান্তিক গরিব মানুষের কাছে পৌঁছেছে সেটা সবার জানা ।’’
তিনি বলেন, ‘‘এই বাজেট রাজ্যের আর্থিক অবস্থাকে আরও খারাপ করবে । সাধারণ মানুষকে দেউলিয়ার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার ।’’