ETV Bharat / city

মাহেন্দ্রক্ষণে উপার্জন বাড়ল পৌরকর্মী ও 100 দিনের শ্রমিকদের - ফিরহাদ হাকিম

মাহেন্দ্রক্ষণে বিরাট ঘোষণা রাজ্য় সরকারের ৷ পৌরসভা ও পৌরনিগমগুলির কর্মী ও শ্রমিকদের বেতন ও মজুরি বাড়াল রাজ্য সরকার ৷ পারিশ্রমিক বাড়ল 100 দিনের কাজেও ৷ এক ধাক্কায় তাঁদের আয় বাড়ল অনেকটাই ৷ সরকারের দাবি, শ্রমিক ও কর্মীদের স্বার্থেই এই পদক্ষেপ ৷ মানতে নারাজ বিরোধীশিবির ৷

wb_kol_01_100_workers_salary_firhad_hakim_7203415_vis
মাহেন্দ্রক্ষণে উপার্জন বাড়ল পৌরকর্মী ও 100 দিনের শ্রমিকদের
author img

By

Published : Feb 27, 2021, 1:52 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগের মুহূর্তেই বড় ঘোষণা রাজ্য়ের ৷ বাড়ানো হল শ্রমিকদের দৈনিক মজুরি ৷ কলকাতা-সহ 125টি পৌরনিগম ও পৌরসভার 100 দিনের শ্রমিকের দৈনিক মজুরি বাড়াল রাজ্য সরকার ৷ এর ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কলকাতা-সহ ছ’টি পৌরনিগম ও 119 পৌরসভায় 50 হাজারেরও বেশি শ্রমিক উপকৃত হবেন। এছাড়াও প্রায় চারহাজার স্বাস্থ্যকর্মীর বেতন বাড়ানো হচ্ছে ৷ সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের পুর নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ভোটের আগেই মজুরি বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। পৌরনিগম ও পৌরসভাগুলির সবস্তরেই বিপুল বেতনবৃদ্ধি ও মজুরিবৃদ্ধির ঘোষণা করেছেন কলকাতার মুখ্য পৌরপ্রশাসক ৷ যা এর আগে কখনও হয়নি বলেই তাঁর দাবি ৷

ফিরহাদ জানিয়েছেন, 100 দিনের কাজের শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৷ এতদিন পর্যন্ত 100 দিনের অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 144 টাকা। এখন তা বেড়ে হল 202 টাকা। আংশিক দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 172 টাকা ৷ তা বেড়ে হল 303 টাকা। আর দক্ষ শ্রমিকরা এতদিন দৈনিক পারিশ্রমিক পেতেন 303 টাকা ৷ যা বেড়ে হচ্ছে 404 টাকা ৷

আরও পড়ুন: আলোয় সাজবে বিধাননগর, বরাদ্দ হল 16 কোটি 95 লাখ টাকা

শ্রমিকদের মজুরিবৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে পৌরসংস্থাগুলির স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, হেলথ অফিসার, টেকনিশিয়ান ও সহযোগী চিকিৎসকদের বেতনও ৷ এতদিন মেডিক্য়াল হেলথ অফিসারদের মাসিক বেতন ছিল 40 হাজার টাকা ৷ তা বেড়ে হল 62 হাজার টাকা ৷ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট এবং আরএমও-দের বেতন বেড়ে হচ্ছে 40 হাজার টাকা ৷ আংশিক সময়ের মেডিক্যাল মেডিকেল অফিসারদেরও বেতন বাড়ছে ৷ হচ্ছে 24 হাজার টাকা ৷ নার্সদের বেতন বেড়ে হয়েছে 17 হাজার 220 টাকা ৷

ফিরহাদের দাবি, নির্বাচনের আগে চমক নয় ৷ শ্রমিক ও কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনেই বাড়ানো হয়েছে মজুরি ও বেতন ৷ মন্ত্রীর মতে, এর ফলে সকলেরই কাজের আগ্রহ বাড়বে ৷ আরও ভালো পরিষেবা পাবেন মানুষ ৷ যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীশিবির ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগের মুহূর্তেই বড় ঘোষণা রাজ্য়ের ৷ বাড়ানো হল শ্রমিকদের দৈনিক মজুরি ৷ কলকাতা-সহ 125টি পৌরনিগম ও পৌরসভার 100 দিনের শ্রমিকের দৈনিক মজুরি বাড়াল রাজ্য সরকার ৷ এর ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কলকাতা-সহ ছ’টি পৌরনিগম ও 119 পৌরসভায় 50 হাজারেরও বেশি শ্রমিক উপকৃত হবেন। এছাড়াও প্রায় চারহাজার স্বাস্থ্যকর্মীর বেতন বাড়ানো হচ্ছে ৷ সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের পুর নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ভোটের আগেই মজুরি বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। পৌরনিগম ও পৌরসভাগুলির সবস্তরেই বিপুল বেতনবৃদ্ধি ও মজুরিবৃদ্ধির ঘোষণা করেছেন কলকাতার মুখ্য পৌরপ্রশাসক ৷ যা এর আগে কখনও হয়নি বলেই তাঁর দাবি ৷

ফিরহাদ জানিয়েছেন, 100 দিনের কাজের শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৷ এতদিন পর্যন্ত 100 দিনের অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 144 টাকা। এখন তা বেড়ে হল 202 টাকা। আংশিক দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 172 টাকা ৷ তা বেড়ে হল 303 টাকা। আর দক্ষ শ্রমিকরা এতদিন দৈনিক পারিশ্রমিক পেতেন 303 টাকা ৷ যা বেড়ে হচ্ছে 404 টাকা ৷

আরও পড়ুন: আলোয় সাজবে বিধাননগর, বরাদ্দ হল 16 কোটি 95 লাখ টাকা

শ্রমিকদের মজুরিবৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে পৌরসংস্থাগুলির স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, হেলথ অফিসার, টেকনিশিয়ান ও সহযোগী চিকিৎসকদের বেতনও ৷ এতদিন মেডিক্য়াল হেলথ অফিসারদের মাসিক বেতন ছিল 40 হাজার টাকা ৷ তা বেড়ে হল 62 হাজার টাকা ৷ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট এবং আরএমও-দের বেতন বেড়ে হচ্ছে 40 হাজার টাকা ৷ আংশিক সময়ের মেডিক্যাল মেডিকেল অফিসারদেরও বেতন বাড়ছে ৷ হচ্ছে 24 হাজার টাকা ৷ নার্সদের বেতন বেড়ে হয়েছে 17 হাজার 220 টাকা ৷

ফিরহাদের দাবি, নির্বাচনের আগে চমক নয় ৷ শ্রমিক ও কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনেই বাড়ানো হয়েছে মজুরি ও বেতন ৷ মন্ত্রীর মতে, এর ফলে সকলেরই কাজের আগ্রহ বাড়বে ৷ আরও ভালো পরিষেবা পাবেন মানুষ ৷ যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীশিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.