কলকাতা, 26 ডিসেম্বর : কলকাতা পৌর নিগমের ভোটপর্ব মেটার পর এবার পালা রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচনের ৷ সোমবার এই সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন (state election commission may announce the remaining municipal elections dates on monday) ৷
এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন ৷ সেখানে পরবর্তী পৌরভোট নিয়ে নতুন ঘোষণা করার কথা কমিশনের ৷ মনে করা হচ্ছে এদিনই ঘোষণা হতে পারে রাজ্যের পৌরসভাগুলির ভোটের নির্ঘণ্ট ৷
আরও পড়ুন : কলকাতা পৌরভোটের সিসিটিভি ফুটেজ, ইভিএম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ইতিমধ্যেই কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, আগামী 22 জানুয়ারি ও 27 ফেব্রুয়ারি দু'দফায় রাজ্য়ের বাকি সমস্ত পৌরসভার ভোট সম্পন্ন করতে চায় তারা ৷