ETV Bharat / city

Election Commission Press Conference : রাজ্যে বকেয়া পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে সোমবার - election commission press conference

রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচনের নির্ঘণ্ট সোমবার ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন (state election commission may announce the remaining municipal elections dates on monday)

Election Commission Press Conference
রাজ্যে বকেয়া পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে সোমবার
author img

By

Published : Dec 26, 2021, 8:45 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : কলকাতা পৌর নিগমের ভোটপর্ব মেটার পর এবার পালা রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচনের ৷ সোমবার এই সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন (state election commission may announce the remaining municipal elections dates on monday) ৷

এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন ৷ সেখানে পরবর্তী পৌরভোট নিয়ে নতুন ঘোষণা করার কথা কমিশনের ৷ মনে করা হচ্ছে এদিনই ঘোষণা হতে পারে রাজ্যের পৌরসভাগুলির ভোটের নির্ঘণ্ট ৷

আরও পড়ুন : কলকাতা পৌরভোটের সিসিটিভি ফুটেজ, ইভিএম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ইতিমধ্যেই কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, আগামী 22 জানুয়ারি ও 27 ফেব্রুয়ারি দু'দফায় রাজ্য়ের বাকি সমস্ত পৌরসভার ভোট সম্পন্ন করতে চায় তারা ৷

কলকাতা, 26 ডিসেম্বর : কলকাতা পৌর নিগমের ভোটপর্ব মেটার পর এবার পালা রাজ্যের বাকি পৌরসভাগুলির নির্বাচনের ৷ সোমবার এই সংক্রান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন (state election commission may announce the remaining municipal elections dates on monday) ৷

এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন ৷ সেখানে পরবর্তী পৌরভোট নিয়ে নতুন ঘোষণা করার কথা কমিশনের ৷ মনে করা হচ্ছে এদিনই ঘোষণা হতে পারে রাজ্যের পৌরসভাগুলির ভোটের নির্ঘণ্ট ৷

আরও পড়ুন : কলকাতা পৌরভোটের সিসিটিভি ফুটেজ, ইভিএম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ইতিমধ্যেই কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, আগামী 22 জানুয়ারি ও 27 ফেব্রুয়ারি দু'দফায় রাজ্য়ের বাকি সমস্ত পৌরসভার ভোট সম্পন্ন করতে চায় তারা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.