কলকাতা, ২৪ সেপ্টেম্বর: মার্চ মাসে রাজ্যে কোরোনা ভাইরাস থাবা বসানোর পর থেকেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । তারপর সংক্রমণ রুখতে শুরু হয় লকডাউন । দীর্ঘদিন লকডাউন চলার পর আনলক পর্বে ধাপে ধাপে অন্য দপ্তর, প্রতিষ্ঠান খুলেছে ৷ তবে এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান । স্কুল খোলার নির্দিষ্ট দিন নির্ধারিত না হলেও কোন নিয়মবিধি মেনে তা খুলবে তার নির্দেশিকা তৈরি করছে স্কুল শিক্ষা দপ্তর ৷ দ্রুত সেই নির্দেশিকা স্কুলগুলির কাছেও পাঠিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর ।
বিকাশ ভবন সূত্রে জানা গেছে, কোরোনা পরিস্থিতিতে স্কুল খুললে কোন কোন বিধি মানতে হবে তা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বা নির্দেশিকা তৈরি করা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে । সেই নির্দেশিকায় কী কী থাকছে? জানা গেছে, স্কুল খোলার আগে নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে । ভালো করে স্যানিটাইজ় করতে হবে বিল্ডিংসহ স্কুল চত্বরকে । প্রস্তুতির জন্য স্কুল খোলার 14 দিন আগে থেকে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের । এর পাশাপাশি, স্কুলে মাস্ক পরে থাকা, স্যানিটাইজ়ারের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে । স্কুলে প্রবেশের সময় 1 মিটার করে শারীরিক দূরত্ব মানতে হবে । এই ধরনেরই একাধিক বিধি রাখা হচ্ছে নির্দেশিকায় ।
সূত্রের খবর, দ্রুতই এই নির্দেশিকা স্কুলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে দপ্তরের তরফে । খোলার দিন ঘোষণা হলেই সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে পারবে না স্কুলগুলি । তার জন্য প্রয়োজন সময় । স্যানিটাইজ় করা বা অন্য বিধি মানার জন্য প্রয়োজন প্রস্তুতির । সেই জন্যই এই নির্দেশিকা তেরি করা হচ্ছে । যদিও কবে থেকে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি ।