ETV Bharat / city

কমছে পাঠ্যক্রম, কী কী থাকছে মাধ্যমিকে ও বাদ যাচ্ছে উচ্চমাধ্যমিকে ?

বিশেষজ্ঞ কমিটির সুপারিশে 2021-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম 30-35 % কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে নতুন পাঠ্যক্রমে কী কী থাকবে আর কী কী বাদ পড়তে চলেছে ৷

Reduced Syllabus
Reduced Syllabus
author img

By

Published : Nov 26, 2020, 10:56 PM IST

কলকাতা, 26 নভেম্বর : বিশেষজ্ঞ কমিটির সুপারিশে 2021-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম 30-35% কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই ঘোষণা করেন । এরপর আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, মাধ্যমিকের বিষয়গুলির পাঠ্যক্রমে কী কী থাকছে ও উচ্চমাধ্যমিকের বিষয়গুলির পাঠ্যক্রম থেকে কী কী বাদ দেওয়া হয়েছে । সেগুলিই দেখে নেওয়া যাক এক নজরে ।

30-35% কাটছাঁটের পর মাধ্যমিক 2021-র বিষয়ভিত্তিক পাঠ্যক্রম :

বাংলা-

  • গল্প অংশে থাকছে 'জ্ঞানচক্ষু', 'বহুরূপী' ও 'পথেরদাবী'
  • কবিতা অংশে থাকছে 'আয় আরাে বেঁধে বেঁধে থাকি', 'আফ্রিকা', 'অসুখী একজন', 'অভিষেক' ও 'প্রলয়ােল্লাস'
  • প্রবন্ধভাগে থাকছে 'হারিয়ে যাওয়া কালি কলম'
  • নাটকে থাকছে 'সিরাজদ্দৌলা'
  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে থাকছে 'কোনি'
  • ব্যাকরণ অংশে থাকছে 'কারক ও অকারক সম্পর্ক', 'সমাস'
  • নির্মিতিতে 'কাল্পনিক সংলাপ, প্রতিবেদন', রচনা অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) থাকছে

    ইংরেজি-
  • লেসন ওয়ানে 'ফাদার্স হেল্প', লেসন টু-তে 'ফেবল', লেসন থ্রি-তে 'দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু', লেসন ফোরে 'মাই ওন ট্রু ফ্যামিলি' ও লেসন ফাইভে 'আউয়ার রানাওয়ে কাইট' রয়েছে।
  • গ্রামার
  • রাইটিং স্কিল

    ইতিহাস-
  • প্রথম অধ্যায় 'ইতিহাসের ধারণা',
  • দ্বিতীয় অধ্যায় 'সংস্কার : বৈশিষ্ট ও মূল্যায়ন',
  • তৃতীয় অধ্যায় 'প্রতিরোধ ও বিদ্রোহ',
  • চতুর্থ অধ্যায় 'সংঘবদ্ধতার গোড়ার কথা',
  • পঞ্চম অধ্যায় 'বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) ; বৈশিষ্ট ও পর্যালােচনা' রয়েছে পাঠ্যক্রমে

    ভূগোল-
  • বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
  • ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র)।

    জীবনবিজ্ঞান-
  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রােগ

    ভৌতবিজ্ঞান-
  • সাধারণ অংশে 'পরিবেশের জন্য ভাবনা', 'গ্যাসের আচরণ', 'রাসায়নিক গণনা'
  • পদার্থবিদ্যায় 'আলাে', 'চলতড়িৎ'
  • রসায়নে 'পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা' 'আয়নীয় ও সমযােজী বন্ধন', 'তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া' রয়েছে।

    গণিত-
  • একচলবিশিষ্ট দ্বিঘাতসমীকরণ; সরল সুদকষা; বৃত্ত সম্পর্কিত উপপাদ্য; আয়তঘন; অনুপাত ও সমানুপাত; চক্রবৃদ্ধি সুদ (৩বছর পর্যন্ত) ও সমহার বৃদ্ধি বা হ্রাস
  • বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য; লম্ববৃত্তাকার চোঙ; দ্বিঘাতকরণী; বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য; সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঞ্চন
  • গোলক; ভেদ; অংশীদারি কারবার; বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য; লম্ববৃত্তাকার শঙ্কু; সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন
  • সাদৃশতা

    মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকে সম্পূর্ণ পাঠ্যক্রম দেওয়া হয়নি। তবে, কোন কোন বিষয়ে কোন কোন অংশ পরীক্ষার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে ।

    বাদ পড়েছে :
    ইংরেজি (দ্বিতীয় ভাষা)-
  • গদ্য থেকে বাদ পড়েছে 'থ্যাঙ্ক ইউ ম্যাম'
  • পদ্য থেকে বাদ পড়েছে 'অন কিলিং আ ট্রি'

    বাংলা (প্রথম ভাষা)-
  • সাহিত্যচর্চা থেকে 'কে বাঁচায় কে বাঁচে'
  • ভাষা সাহিত্য থেকে 'শব্দার্থ তত্ব'
  • পূর্ণাঙ্গ গ্রন্থ 'আমার বাংলা' থেকে 'কলের কলকাতা' অংশটি
  • সাহিত্যচর্চা কবিতা থেকে 'শিকার' কবিতা
  • বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে 'বাংলা গানের ধারা' অধ্যায়টি বাদ পড়েছে।

    গণিত-
  • ইউনিট ওয়ান থেকে ইনভার্স ট্রিগােনােমেট্রিক ফাংশনস
  • ইউনিট টু থেকে ডিটার্মিন্যান্ট
  • ইউনিট থ্রি থেকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিগনিফিকেন্স অব ডেরিভেটিভস, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনস
  • ইউনিট ফোর থেকে ভেক্টরস
  • ইউনিট সিক্স থেকে ব়্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন এবং বাইনমিয়াল ডিস্ট্রিবিউশন বাদ দেওয়া হয়েছে।

পদার্থবিদ্যা-

  • ইউনিট ফোর থেকে অল্টারনেটিং কারেন্ট
  • ইউনিট ফাইভ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস
  • ইউনিট সেভেন থেকে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার
  • ইউনিট এইট থেকে অ্যাটমস অ্যান্ড নিউক্লেই
  • ইউনিট টেন থেকে কমিউনিকেশন সিস্টেম বাদ দেওয়া হয়েছে।

    রসায়ন-
  • রসায়ন বিষয়ে মোট ১৬টি ইউনিটের মধ্যে ১৫টি ইউনিটেই কিছু না কিছু অংশ বাদ দেওয়া হয়েছে।

কলকাতা, 26 নভেম্বর : বিশেষজ্ঞ কমিটির সুপারিশে 2021-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম 30-35% কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর । আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই ঘোষণা করেন । এরপর আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, মাধ্যমিকের বিষয়গুলির পাঠ্যক্রমে কী কী থাকছে ও উচ্চমাধ্যমিকের বিষয়গুলির পাঠ্যক্রম থেকে কী কী বাদ দেওয়া হয়েছে । সেগুলিই দেখে নেওয়া যাক এক নজরে ।

30-35% কাটছাঁটের পর মাধ্যমিক 2021-র বিষয়ভিত্তিক পাঠ্যক্রম :

বাংলা-

  • গল্প অংশে থাকছে 'জ্ঞানচক্ষু', 'বহুরূপী' ও 'পথেরদাবী'
  • কবিতা অংশে থাকছে 'আয় আরাে বেঁধে বেঁধে থাকি', 'আফ্রিকা', 'অসুখী একজন', 'অভিষেক' ও 'প্রলয়ােল্লাস'
  • প্রবন্ধভাগে থাকছে 'হারিয়ে যাওয়া কালি কলম'
  • নাটকে থাকছে 'সিরাজদ্দৌলা'
  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে থাকছে 'কোনি'
  • ব্যাকরণ অংশে থাকছে 'কারক ও অকারক সম্পর্ক', 'সমাস'
  • নির্মিতিতে 'কাল্পনিক সংলাপ, প্রতিবেদন', রচনা অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) থাকছে

    ইংরেজি-
  • লেসন ওয়ানে 'ফাদার্স হেল্প', লেসন টু-তে 'ফেবল', লেসন থ্রি-তে 'দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু', লেসন ফোরে 'মাই ওন ট্রু ফ্যামিলি' ও লেসন ফাইভে 'আউয়ার রানাওয়ে কাইট' রয়েছে।
  • গ্রামার
  • রাইটিং স্কিল

    ইতিহাস-
  • প্রথম অধ্যায় 'ইতিহাসের ধারণা',
  • দ্বিতীয় অধ্যায় 'সংস্কার : বৈশিষ্ট ও মূল্যায়ন',
  • তৃতীয় অধ্যায় 'প্রতিরোধ ও বিদ্রোহ',
  • চতুর্থ অধ্যায় 'সংঘবদ্ধতার গোড়ার কথা',
  • পঞ্চম অধ্যায় 'বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত) ; বৈশিষ্ট ও পর্যালােচনা' রয়েছে পাঠ্যক্রমে

    ভূগোল-
  • বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
  • ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র)।

    জীবনবিজ্ঞান-
  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রােগ

    ভৌতবিজ্ঞান-
  • সাধারণ অংশে 'পরিবেশের জন্য ভাবনা', 'গ্যাসের আচরণ', 'রাসায়নিক গণনা'
  • পদার্থবিদ্যায় 'আলাে', 'চলতড়িৎ'
  • রসায়নে 'পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা' 'আয়নীয় ও সমযােজী বন্ধন', 'তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া' রয়েছে।

    গণিত-
  • একচলবিশিষ্ট দ্বিঘাতসমীকরণ; সরল সুদকষা; বৃত্ত সম্পর্কিত উপপাদ্য; আয়তঘন; অনুপাত ও সমানুপাত; চক্রবৃদ্ধি সুদ (৩বছর পর্যন্ত) ও সমহার বৃদ্ধি বা হ্রাস
  • বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য; লম্ববৃত্তাকার চোঙ; দ্বিঘাতকরণী; বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য; সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঞ্চন
  • গোলক; ভেদ; অংশীদারি কারবার; বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য; লম্ববৃত্তাকার শঙ্কু; সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন
  • সাদৃশতা

    মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকে সম্পূর্ণ পাঠ্যক্রম দেওয়া হয়নি। তবে, কোন কোন বিষয়ে কোন কোন অংশ পরীক্ষার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে ।

    বাদ পড়েছে :
    ইংরেজি (দ্বিতীয় ভাষা)-
  • গদ্য থেকে বাদ পড়েছে 'থ্যাঙ্ক ইউ ম্যাম'
  • পদ্য থেকে বাদ পড়েছে 'অন কিলিং আ ট্রি'

    বাংলা (প্রথম ভাষা)-
  • সাহিত্যচর্চা থেকে 'কে বাঁচায় কে বাঁচে'
  • ভাষা সাহিত্য থেকে 'শব্দার্থ তত্ব'
  • পূর্ণাঙ্গ গ্রন্থ 'আমার বাংলা' থেকে 'কলের কলকাতা' অংশটি
  • সাহিত্যচর্চা কবিতা থেকে 'শিকার' কবিতা
  • বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে 'বাংলা গানের ধারা' অধ্যায়টি বাদ পড়েছে।

    গণিত-
  • ইউনিট ওয়ান থেকে ইনভার্স ট্রিগােনােমেট্রিক ফাংশনস
  • ইউনিট টু থেকে ডিটার্মিন্যান্ট
  • ইউনিট থ্রি থেকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিগনিফিকেন্স অব ডেরিভেটিভস, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনস
  • ইউনিট ফোর থেকে ভেক্টরস
  • ইউনিট সিক্স থেকে ব়্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন এবং বাইনমিয়াল ডিস্ট্রিবিউশন বাদ দেওয়া হয়েছে।

পদার্থবিদ্যা-

  • ইউনিট ফোর থেকে অল্টারনেটিং কারেন্ট
  • ইউনিট ফাইভ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস
  • ইউনিট সেভেন থেকে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার
  • ইউনিট এইট থেকে অ্যাটমস অ্যান্ড নিউক্লেই
  • ইউনিট টেন থেকে কমিউনিকেশন সিস্টেম বাদ দেওয়া হয়েছে।

    রসায়ন-
  • রসায়ন বিষয়ে মোট ১৬টি ইউনিটের মধ্যে ১৫টি ইউনিটেই কিছু না কিছু অংশ বাদ দেওয়া হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.