ETV Bharat / city

31 জানুয়ারির মধ্য়ে দিতে হবে প্রার্থী তালিকা, জেলা নেতৃত্বকে নির্দেশ প্রদেশ কংগ্রেসের - প্রদেশ কংগ্রেস

একদিকে রাজ্য়ে চলেছে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ মুখ্য় নির্বাচন কমিশনার নিজে সব বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ৷ এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে আসরে নামল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ 31 জানুয়ারির মধ্য়ে রাজ্য়ের সব জেলা ভিত্তিক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য় প্রার্থীদের তালিকা তৈরি করে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠাতে বলা হয়েছে ৷

state congress wants candidate list from district leaders for assembly election
31 জানুয়ারির মধ্য়ে দিতে হবে প্রার্থী তালিকা, জেলা নেতৃত্বকে নির্দেশ প্রদেশ কংগ্রেসের
author img

By

Published : Jan 21, 2021, 6:46 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : 31 জানুয়ারির মধ্য়ে জেলাভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী তালিকা পাঠাতে হবে ৷ প্রদেশ কংগ্রেসের তরফে জেলার সভাপতিদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কাছে সেই তালিকা জমা দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি রাজ্য়ের কোন জেলায় কংগ্রেসের সাংগঠিনক হাল কেমন ? তা জানতে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

একদিকে রাজ্য়ে চলেছে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ মুখ্য় নির্বাচন কমিশনার নিজে সব বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ৷ এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে আসরে নামল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ 31 জানুয়ারির মধ্য়ে রাজ্য়ের সব জেলা ভিত্তিক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য় প্রার্থীদের তালিকা তৈরি করে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠাতে বলা হয়েছে ৷ সেই মত তালিকা থেকে ঝাড়াই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ৷ পাশাপাশি সব জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি কেমন ? সে নিয়ে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী এবং অসিত মিত্রদের রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ তাঁরা প্রদেশ কংগ্রেসকে এ নিয়ে তথ্য় দিচ্ছেন ৷ তাঁদের কাছে চলতি সপ্তাহের মধ্য়ে প্রার্থীদের নামের তালিকা চলে আসবে ৷ তারপর তাঁরাই সেগুলি পাঠাবেন প্রদেশ কংগ্রেসের রাজ্য় দপ্তরে ৷

বিধানসভা নির্বাচনের পাশাপাশি রাজ্য়ের বিভিন্ন কর্পোরেশন নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। সমগ্র নির্বাচনভিত্তিক বিষয়টাই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিজেরাই দেখভাল করছেন। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া ঘোষণা হয়ে যাবে দলের ভিতরে। সেই তালিকা নিয়েই বামফ্রন্টের সঙ্গে ফের বৈঠক করা হবে। এখনও পর্যন্ত কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে 130 টি আসনে প্রার্থী দেবে বলে ঠিক করেছে। জেলা সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে কয়েক দিনের মধ্যে বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম পাঠানোর জন্য।

আরও পড়ুন : বাম-কংগ্রেস আসন সমঝতা নিয়ে দ্বন্দ্ব, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন অধীর

অন্যদিকে বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে যথেষ্ট নমনীয় এবং সতর্কতা অবলম্বন করে চলছে। শেষ বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠকে অধীর চৌধুরি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। তাই বামেদের পক্ষ থেকে পরবর্তী বৈঠকগুলি শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কলকাতা, 21 জানুয়ারি : 31 জানুয়ারির মধ্য়ে জেলাভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী তালিকা পাঠাতে হবে ৷ প্রদেশ কংগ্রেসের তরফে জেলার সভাপতিদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কাছে সেই তালিকা জমা দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি রাজ্য়ের কোন জেলায় কংগ্রেসের সাংগঠিনক হাল কেমন ? তা জানতে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

একদিকে রাজ্য়ে চলেছে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ মুখ্য় নির্বাচন কমিশনার নিজে সব বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ৷ এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে আসরে নামল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ 31 জানুয়ারির মধ্য়ে রাজ্য়ের সব জেলা ভিত্তিক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য় প্রার্থীদের তালিকা তৈরি করে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠাতে বলা হয়েছে ৷ সেই মত তালিকা থেকে ঝাড়াই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ৷ পাশাপাশি সব জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি কেমন ? সে নিয়ে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী এবং অসিত মিত্রদের রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ তাঁরা প্রদেশ কংগ্রেসকে এ নিয়ে তথ্য় দিচ্ছেন ৷ তাঁদের কাছে চলতি সপ্তাহের মধ্য়ে প্রার্থীদের নামের তালিকা চলে আসবে ৷ তারপর তাঁরাই সেগুলি পাঠাবেন প্রদেশ কংগ্রেসের রাজ্য় দপ্তরে ৷

বিধানসভা নির্বাচনের পাশাপাশি রাজ্য়ের বিভিন্ন কর্পোরেশন নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। সমগ্র নির্বাচনভিত্তিক বিষয়টাই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিজেরাই দেখভাল করছেন। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া ঘোষণা হয়ে যাবে দলের ভিতরে। সেই তালিকা নিয়েই বামফ্রন্টের সঙ্গে ফের বৈঠক করা হবে। এখনও পর্যন্ত কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে 130 টি আসনে প্রার্থী দেবে বলে ঠিক করেছে। জেলা সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে কয়েক দিনের মধ্যে বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম পাঠানোর জন্য।

আরও পড়ুন : বাম-কংগ্রেস আসন সমঝতা নিয়ে দ্বন্দ্ব, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন অধীর

অন্যদিকে বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে যথেষ্ট নমনীয় এবং সতর্কতা অবলম্বন করে চলছে। শেষ বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠকে অধীর চৌধুরি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। তাই বামেদের পক্ষ থেকে পরবর্তী বৈঠকগুলি শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.