ETV Bharat / city

Pradhan Mantri Matru Vandana Yojana : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল বিতর্কে পিছু হঠল রাজ্য, পুনর্বহাল কেন্দ্রের দেওয়া নাম

কেন্দ্রীয় প্রকল্পের নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে (Centre State Tussle on Projects Name) ৷ প্রকল্পের নাম বদলানোয় অনেক প্রকল্পের টাকা আটকে গিয়েছে ৷ তাই এবার একটি প্রকল্পে কেন্দ্রের দেওয়া নামই ফিরিয়ে আনল রাজ্য সরকার (State backtracks on renaming central projects) ৷

author img

By

Published : May 18, 2022, 7:17 PM IST

state-backtracks-on-renaming-central-projects
Pradhan Mantri Matru Vandana Yojana : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল বিতর্কে পিছু হঠল রাজ্য, পুনর্বহাল কেন্দ্রের দেওয়া নাম

কলকাতা, 18 মে : বিরোধী দল বিজেপি প্রায়ই অভিযোগ করে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে । কিন্তু কেন্দ্রের চাপে প্রথম কোনও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের পর আবার পুরনো নামেই ফেরত আসতে বাধ্য হল রাজ্য সরকার (State backtracks on renaming central projects) । অবাক হলেও সত্যি ৷ কারণ এই ঘটনা ঘটেছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের আওতায় থাকা একটি প্রকল্পের ক্ষেত্রেই ।

অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্পের (Pradhan Mantri Matru Vandana Yojana) নাম বদলে এ রাজ্যে করা হয়েছিল রাজ্য মাতৃ প্রকল্প । খুব স্বাভাবিক ভাবেই নামবদলের কারণেই রাজ্যকে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ আটকে দেয় কেন্দ্রীয় সরকার । অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে বাধ্য হয়েই প্রকল্পের নাম কেন্দ্রীয় প্রকল্পের নামেই নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রসঙ্গত, নাম বদলের কারণে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র । এর ফলে প্রায় 4 লাখ মা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন । এই অবস্থায় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে চিঠি লিখে কেন্দ্রকে জানানো হয়, প্রকল্পের নাম পুনরায় কেন্দ্রের দেওয়া নাম হিসাবেই ব্যবহার করা হচ্ছে ।

এমনকি এই প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা করা হয়েছে । এরপরই কেন্দ্রে তরফ থেকে বরাদ্দের প্রথম কিস্তি পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয় । তাৎপর্যপূর্ণ হল রাজ্য সরকার যতগুলি প্রকল্পের নাম বদল করেছে তার মধ্যে এটি প্রথম প্রকল্প, যেখানে কেন্দ্রের দেওয়া নাম ব্যবহার করার বিষয়ে লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে ।

উল্লেখ্য, ইতিমধ্যে যেসব প্রকল্পগুলির নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা । যার নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা । প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলার আবাস যোজনা । ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (এনআরএলএম) নাম বদলে করা হয়েছে আনন্দধারা । স্বচ্ছ ভারত মিশনের রাজ্যে নাম করা হয়েছে মিশন নির্মল বাংলা । শহরাঞ্চলে হাউজিং ফর অল প্রকল্পের নাম রাজ্যে করা হয়েছে বাংলার বাড়ি । কেন্দ্রীয় প্রকল্প ‘জল জীবন মিশন’-এর নাম বদলে ‘জল স্বপ্ন’ নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

নাম বদলের ক্ষেত্রে রাজ্যের যুক্তি হল, আগে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে 60 শতাংশ দিত কেন্দ্র । বাকি 40 শতাংশ দিতে হত রাজ্যকে । কিন্তু মোদি সরকারের আমলে বরাদ্দের পরিমাণ ফিফটি ফিফটি করে দেওয়া হয়েছে । অর্থাৎ এখন কেন্দ্রীয় প্রকল্পের 50 শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার আর 50 শতাংশ টাকা দেয় রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্যের যুক্তি যেহেতু বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, তা হলে কেন্দ্রীয় সরকার কৃতিত্বের ভাগীদার একা হবে কেন ? কেন্দ্রীয় সরকারের দেওয়া নাম থাকবে কেন ? রাজ্য সরকারকেও অর্ধেক টাকা খরচ করতে হচ্ছে ।

আবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) অন্য আরও একটা যুক্তিও রয়েছে । তিনি মনে করেন, আঞ্চলিক ভাষায় নাম বদল আসলে প্রকল্পের সঙ্গে মানুষের রিলিজ করার একটা ইউনিক পদ্ধতি । মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সারা ভারতে যে সব প্রকল্প চলে সেগুলো, আমরা স্থানীয় ভাষায় করি কারণ, এক একটা রাজ্যে, এক একটা ভাষা । বাংলার মানুষের কাছে ভাষাটা যাতে পৌঁছয় । এটা হচ্ছে ভাষা পৌঁছনোর একটা ইউনিক পদ্ধতি ।’’

যদিও এর সঙ্গে একমত নয় বিজেপি । আর সে কারণেই এই নাম বদল নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র-রাজ্য সংঘাত চলে আসছে । তবে কেন্দ্রের হাজারো চাপ সত্বেও এতদিন রাজ্যকে কোনও প্রকল্পের নাম পরিবর্তন করার পর তা বাতিল করতে দেখা যায়নি ৷ সে দিক থেকে বিচার করলে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফ থেকে নেওয়া এই পদক্ষেপ সত্যিই ইউনিক ।

প্রসঙ্গত, এদিন দফতরের এই সিদ্ধান্ত নিয়ে নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় । তবে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ না করা যাওয়ার কারণে এ বিষয়ে রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কলকাতা, 18 মে : বিরোধী দল বিজেপি প্রায়ই অভিযোগ করে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে । কিন্তু কেন্দ্রের চাপে প্রথম কোনও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের পর আবার পুরনো নামেই ফেরত আসতে বাধ্য হল রাজ্য সরকার (State backtracks on renaming central projects) । অবাক হলেও সত্যি ৷ কারণ এই ঘটনা ঘটেছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের আওতায় থাকা একটি প্রকল্পের ক্ষেত্রেই ।

অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্পের (Pradhan Mantri Matru Vandana Yojana) নাম বদলে এ রাজ্যে করা হয়েছিল রাজ্য মাতৃ প্রকল্প । খুব স্বাভাবিক ভাবেই নামবদলের কারণেই রাজ্যকে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ আটকে দেয় কেন্দ্রীয় সরকার । অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে বাধ্য হয়েই প্রকল্পের নাম কেন্দ্রীয় প্রকল্পের নামেই নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রসঙ্গত, নাম বদলের কারণে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র । এর ফলে প্রায় 4 লাখ মা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন । এই অবস্থায় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে চিঠি লিখে কেন্দ্রকে জানানো হয়, প্রকল্পের নাম পুনরায় কেন্দ্রের দেওয়া নাম হিসাবেই ব্যবহার করা হচ্ছে ।

এমনকি এই প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা করা হয়েছে । এরপরই কেন্দ্রে তরফ থেকে বরাদ্দের প্রথম কিস্তি পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয় । তাৎপর্যপূর্ণ হল রাজ্য সরকার যতগুলি প্রকল্পের নাম বদল করেছে তার মধ্যে এটি প্রথম প্রকল্প, যেখানে কেন্দ্রের দেওয়া নাম ব্যবহার করার বিষয়ে লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে ।

উল্লেখ্য, ইতিমধ্যে যেসব প্রকল্পগুলির নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা । যার নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা । প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে করা হয়েছে বাংলার আবাস যোজনা । ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (এনআরএলএম) নাম বদলে করা হয়েছে আনন্দধারা । স্বচ্ছ ভারত মিশনের রাজ্যে নাম করা হয়েছে মিশন নির্মল বাংলা । শহরাঞ্চলে হাউজিং ফর অল প্রকল্পের নাম রাজ্যে করা হয়েছে বাংলার বাড়ি । কেন্দ্রীয় প্রকল্প ‘জল জীবন মিশন’-এর নাম বদলে ‘জল স্বপ্ন’ নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

নাম বদলের ক্ষেত্রে রাজ্যের যুক্তি হল, আগে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে 60 শতাংশ দিত কেন্দ্র । বাকি 40 শতাংশ দিতে হত রাজ্যকে । কিন্তু মোদি সরকারের আমলে বরাদ্দের পরিমাণ ফিফটি ফিফটি করে দেওয়া হয়েছে । অর্থাৎ এখন কেন্দ্রীয় প্রকল্পের 50 শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার আর 50 শতাংশ টাকা দেয় রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্যের যুক্তি যেহেতু বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, তা হলে কেন্দ্রীয় সরকার কৃতিত্বের ভাগীদার একা হবে কেন ? কেন্দ্রীয় সরকারের দেওয়া নাম থাকবে কেন ? রাজ্য সরকারকেও অর্ধেক টাকা খরচ করতে হচ্ছে ।

আবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) অন্য আরও একটা যুক্তিও রয়েছে । তিনি মনে করেন, আঞ্চলিক ভাষায় নাম বদল আসলে প্রকল্পের সঙ্গে মানুষের রিলিজ করার একটা ইউনিক পদ্ধতি । মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সারা ভারতে যে সব প্রকল্প চলে সেগুলো, আমরা স্থানীয় ভাষায় করি কারণ, এক একটা রাজ্যে, এক একটা ভাষা । বাংলার মানুষের কাছে ভাষাটা যাতে পৌঁছয় । এটা হচ্ছে ভাষা পৌঁছনোর একটা ইউনিক পদ্ধতি ।’’

যদিও এর সঙ্গে একমত নয় বিজেপি । আর সে কারণেই এই নাম বদল নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র-রাজ্য সংঘাত চলে আসছে । তবে কেন্দ্রের হাজারো চাপ সত্বেও এতদিন রাজ্যকে কোনও প্রকল্পের নাম পরিবর্তন করার পর তা বাতিল করতে দেখা যায়নি ৷ সে দিক থেকে বিচার করলে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফ থেকে নেওয়া এই পদক্ষেপ সত্যিই ইউনিক ।

প্রসঙ্গত, এদিন দফতরের এই সিদ্ধান্ত নিয়ে নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় । তবে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ না করা যাওয়ার কারণে এ বিষয়ে রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.