ETV Bharat / city

ঘামছে মহানগর, জানুয়ারির প্রথম সপ্তাহে উধাও শীত - winter

কলকাতায় আজ সকাল মেঘমুক্ত পরিষ্কার আকাশ রয়েছে। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কেটে গিয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি।

starting of January the winter is vanish from kolkata and south bengal
উধাও শীত, বাড়ছে তাপমাত্রা
author img

By

Published : Jan 8, 2021, 1:14 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: জানুয়ারির প্রথম সপ্তাহেই অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকাল থেকেই উধাও শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে রোদের তাপ। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনরকম সম্ভাবনা নেই। কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

কলকাতায় আজ সকাল মেঘমুক্ত পরিষ্কার আকাশ রয়েছে। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কেটে গিয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ছিল। আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রার পারদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

একের পর এক পশ্চিমী ঝঞ্জা দাপটে থমকে গেছে উত্তরের হওয়ার প্রবাহ। সমুদ্র থেকে পূবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস মিশছে। ফলে উধাও হয়েছে শীতের আমেজ, বাড়ছে গরমের অনুভূতি। আপাতত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ থাকবে। দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সংক্রান্তির পর থেকে ফের কমবে তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ। আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে দ্রুত তাপমাত্রার পতন ঘটবে। হিমাচল প্রদেশের শহর লাগোয়া এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের কিছু রাজ্যে কুয়াশার দাপট চলবে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 8 জানুয়ারি: জানুয়ারির প্রথম সপ্তাহেই অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকাল থেকেই উধাও শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে রোদের তাপ। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনরকম সম্ভাবনা নেই। কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

কলকাতায় আজ সকাল মেঘমুক্ত পরিষ্কার আকাশ রয়েছে। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কেটে গিয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ছিল। আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রার পারদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

একের পর এক পশ্চিমী ঝঞ্জা দাপটে থমকে গেছে উত্তরের হওয়ার প্রবাহ। সমুদ্র থেকে পূবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস মিশছে। ফলে উধাও হয়েছে শীতের আমেজ, বাড়ছে গরমের অনুভূতি। আপাতত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ থাকবে। দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সংক্রান্তির পর থেকে ফের কমবে তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ। আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে দ্রুত তাপমাত্রার পতন ঘটবে। হিমাচল প্রদেশের শহর লাগোয়া এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের কিছু রাজ্যে কুয়াশার দাপট চলবে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.