ETV Bharat / city

SSC Recruitment Scam: তদন্ত চলুক, দ্রুত নিয়োগও হোক ! আবেদন এসএলএসটি চাকরিপ্রার্থীদের - Partha Chatterjee

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হোক ৷ গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসা এসএলএসটি চাকরি প্রার্থীরা এমনটাই দাবি করেছেন (SSC Recruitment Scam SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post) ৷

SSC Recruitment Scam SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post
SSC Recruitment Scam SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post
author img

By

Published : Jul 24, 2022, 12:49 PM IST

ধর্মতলা, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ৷ যাঁর ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ মন্ত্রীর গ্রেফতারিতে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷ তবে, নিয়োগের দাবিতে অনড় তাঁরা ৷ ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানালেন, তদন্ত তদন্তের মতো চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হোক (SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post) ৷

গান্ধিমূর্তির পাদদেশে প্রায় দেড় বছর ধরে ধরনায় বসে এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা জানিয়েছেন, যে অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্ ও প্রমাণ তাঁরা আগেই আদালতে পেশ করেছেন ৷ তারই ফল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়া ৷ এটা তাঁদের কাছে নতুন কোনও ঘটনা নয় বলে জানিয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা বিক্ষোভকারী চাকরিপ্রার্থী অভিষেক সেন ৷

আরও পড়ুন: Candidates in Protest: 'ভালোর স্বাদ পাচ্ছি' বললেন এসএসসি মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা

চাকরিপ্রার্থী ওই আন্দোলনকারী বলেন, ‘‘আমরা যাঁরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি, তাঁদের চাকরিটা কবে হবে? ঝড়-জল উপেক্ষা করে 496 দিন ধরে রাস্তায় বসে আছি আমরা ৷ অনেকেই সংসার ছেড়ে চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন ৷ কেউ আবার অসুস্থ বাবা-মাকে বাড়িতে রেখে আন্দোলনে বসেছেন ৷ কিন্তু, ন্যায্য দাবিদার হয়েও চাকরি পাচ্ছেন না ৷ তাই দ্রুত নিয়োগের দাবিতে আমরা অনড় ৷’’ এ দিন অভিষেক সেন নামে ওই চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানান, তদন্ত যেমন চলছে চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হোক ৷

ধর্মতলা, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ৷ যাঁর ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ মন্ত্রীর গ্রেফতারিতে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷ তবে, নিয়োগের দাবিতে অনড় তাঁরা ৷ ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানালেন, তদন্ত তদন্তের মতো চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হোক (SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post) ৷

গান্ধিমূর্তির পাদদেশে প্রায় দেড় বছর ধরে ধরনায় বসে এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা জানিয়েছেন, যে অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্ ও প্রমাণ তাঁরা আগেই আদালতে পেশ করেছেন ৷ তারই ফল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়া ৷ এটা তাঁদের কাছে নতুন কোনও ঘটনা নয় বলে জানিয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা বিক্ষোভকারী চাকরিপ্রার্থী অভিষেক সেন ৷

আরও পড়ুন: Candidates in Protest: 'ভালোর স্বাদ পাচ্ছি' বললেন এসএসসি মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা

চাকরিপ্রার্থী ওই আন্দোলনকারী বলেন, ‘‘আমরা যাঁরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি, তাঁদের চাকরিটা কবে হবে? ঝড়-জল উপেক্ষা করে 496 দিন ধরে রাস্তায় বসে আছি আমরা ৷ অনেকেই সংসার ছেড়ে চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন ৷ কেউ আবার অসুস্থ বাবা-মাকে বাড়িতে রেখে আন্দোলনে বসেছেন ৷ কিন্তু, ন্যায্য দাবিদার হয়েও চাকরি পাচ্ছেন না ৷ তাই দ্রুত নিয়োগের দাবিতে আমরা অনড় ৷’’ এ দিন অভিষেক সেন নামে ওই চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানান, তদন্ত যেমন চলছে চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.