ধর্মতলা, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ৷ যাঁর ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ মন্ত্রীর গ্রেফতারিতে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷ তবে, নিয়োগের দাবিতে অনড় তাঁরা ৷ ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানালেন, তদন্ত তদন্তের মতো চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হোক (SLST Job Seekers Urge to CM for Quick Recruitment in Teacher Post) ৷
গান্ধিমূর্তির পাদদেশে প্রায় দেড় বছর ধরে ধরনায় বসে এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা জানিয়েছেন, যে অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্ ও প্রমাণ তাঁরা আগেই আদালতে পেশ করেছেন ৷ তারই ফল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়া ৷ এটা তাঁদের কাছে নতুন কোনও ঘটনা নয় বলে জানিয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা বিক্ষোভকারী চাকরিপ্রার্থী অভিষেক সেন ৷
আরও পড়ুন: Candidates in Protest: 'ভালোর স্বাদ পাচ্ছি' বললেন এসএসসি মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা
চাকরিপ্রার্থী ওই আন্দোলনকারী বলেন, ‘‘আমরা যাঁরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি, তাঁদের চাকরিটা কবে হবে? ঝড়-জল উপেক্ষা করে 496 দিন ধরে রাস্তায় বসে আছি আমরা ৷ অনেকেই সংসার ছেড়ে চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন ৷ কেউ আবার অসুস্থ বাবা-মাকে বাড়িতে রেখে আন্দোলনে বসেছেন ৷ কিন্তু, ন্যায্য দাবিদার হয়েও চাকরি পাচ্ছেন না ৷ তাই দ্রুত নিয়োগের দাবিতে আমরা অনড় ৷’’ এ দিন অভিষেক সেন নামে ওই চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানান, তদন্ত যেমন চলছে চলুক ৷ কিন্তু, যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হোক ৷