কলকাতা, 16 জুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) আজ সল্টলেকে ডিরোজিও ভবনে তল্লাশি চালাল সিবিআই ৷ আর একই দিনে শহরের অপরপ্রান্তে, কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই-এর একটি প্রতিনিধি দল (CBI raids SP Sinha house)।
এসএসসি-র দুর্নীতি কাণ্ডে সিবিআই কলকাতা অফিস নিজাম প্যালেসে একাধিকবার এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । একাধিকবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে (Shanti Prasad Sinha)।
এসএসসি-র চাকরিপ্রার্থীরা প্রথমে এই দুর্নীতির খবর পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্টের তরফেই প্রথম বলা হয় এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হোক । সেইমতো কয়েক মাস আগে আদালতের নির্দেশ পেয়ে সেই রাতেই এসপি সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালান সিবিআই-এর আধিকারিকরা ।
তারপর আজ ফের সিবিআই-এর একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে হাজির হন । এ দিন এসপি সিনহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারী আধিকারিকরা । নিজাম প্যালেস সূত্রের খবর, বেশকিছু নথিপত্র তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা ।