ETV Bharat / city

SSC Recruitment Case 12 দিনের সিবিআই মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে - শান্তি প্রসাদ সিনহা

12 দিনের সিবিআই (SSC Recruitment Case) মেয়াদ শেষ হওয়ার পর আজ ফের আদালতে (CBI) পেশ করা হচ্ছে শান্তি প্রসাদ সিনহা (Shanti Prasad Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha)৷

SSC Recruitment Case CBI to produce Shanti Prasad Sinha Ashok Saha
12 দিনের সিবিআই মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে
author img

By

Published : Aug 22, 2022, 1:35 PM IST

কলকাতা, 22 অগস্ট: অনুব্রত মণ্ডলের পাশাপাশি আজ এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) ধৃত শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে পেশ করা হবে আদালতে । অশোক সাহা (Ashok Saha) এবং শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) 12 দিনের সিবিআই হেফাজত আজ শেষ হচ্ছে । ফলে তাদের আজ আলিপুর আদালতে পেশ করবে সিবিআই এবং তাঁদের ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই (CBI)।

দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শিক্ষা দফতরের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং প্রাক্তন আধিকারিক অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই । মূলত তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল । অশোক সাহা এবং শান্তি প্রসাদ সিনহা শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ।

গোয়েন্দারা জানতে পেরেছেন, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সুপারিশে একাধিক যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা থেকে নাম সরিয়ে সেই জায়গায় একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল । শিক্ষা দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । জানা গিয়েছে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে সার্ভে পার্ক এলাকায় শান্তি প্রসাদ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেখান থেকেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সেই কাগজপত্র দেখিয়ে শান্তি প্রসাদ সিনহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা । অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ৷ ফলে তাদের এক প্রকার গ্রেফতার করতে বাধ্য হন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

কলকাতা, 22 অগস্ট: অনুব্রত মণ্ডলের পাশাপাশি আজ এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) ধৃত শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে পেশ করা হবে আদালতে । অশোক সাহা (Ashok Saha) এবং শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) 12 দিনের সিবিআই হেফাজত আজ শেষ হচ্ছে । ফলে তাদের আজ আলিপুর আদালতে পেশ করবে সিবিআই এবং তাঁদের ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই (CBI)।

দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শিক্ষা দফতরের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং প্রাক্তন আধিকারিক অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই । মূলত তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল । অশোক সাহা এবং শান্তি প্রসাদ সিনহা শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ।

গোয়েন্দারা জানতে পেরেছেন, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সুপারিশে একাধিক যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা থেকে নাম সরিয়ে সেই জায়গায় একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল । শিক্ষা দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । জানা গিয়েছে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে সার্ভে পার্ক এলাকায় শান্তি প্রসাদ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেখান থেকেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সেই কাগজপত্র দেখিয়ে শান্তি প্রসাদ সিনহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা । অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ৷ ফলে তাদের এক প্রকার গ্রেফতার করতে বাধ্য হন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.