ETV Bharat / city

SSC Recruitment Case এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করল সিবিআই

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (NBU VC) তথা এসএসসির (SSC Recruitment Case) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দিল সিবিআই ৷

author img

By

Published : Aug 24, 2022, 5:02 PM IST

ssc-recruitment-case-cbi-raids-at-kolkata-flat-of-nbu-vc-subiresh-bhattacharya
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করল সিবিআই

কলকাতা, 24 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) এ বার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (NBU VC) ফ্ল্যাট সিল করল সিবিআই । কলকাতায় বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) ফ্ল্যাট সিল করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

এ দিন কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআই-এর একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে গিয়ে প্রথমে তল্লাশি অভিযান চালায় ৷ পরে সেখানে নোটিশ দিয়ে ফ্ল্যাট সিল করে দেওয়া হয় । ফ্ল্যাটের সিঁড়ির কাছে সুবীরের ভট্টাচার্যের একটি আলমারি ছিল ৷ সেই আলমারিতেও নোটিশ দিয়ে সিল করে দিয়েছেন সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এছাড়াও সুবীরেশ ভট্টাচার্যের বাড়ির উপরে একটি স্টোর রুম ছিল ৷ সেখান থেকে সিবিআই-এর আধিকারিকরা বেশকিছু জিনিসপত্র সংগ্রহ করার পর সেখানেও নোটিশ দিয়ে সেটি সিল করে দেন । ওই ফ্ল্যাট, আলমারি এবং স্টোর রুম সিবিআই-এর অনুমতি ছাড়া যেন কেউ ব্যবহার না করেন, সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে ।

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশেষ তল্লাশি অভিযান চালায় সিবিআই । সেখানেই সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে । সিবিআই-এর গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসিতে 381 জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় ৷ তার মধ্যে 222 জন পার্সোনালিটি টেস্ট দেননি । কারণ, তাঁরা লেখা পরীক্ষায় পাশ করেননি । বাকি 160 জন লেখা পরীক্ষায় পাশ করলেও র‍্যাঙ্ক অনেক পিছনে ছিল । গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আজ, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআই ৷ সুবীরেশ ভট্টাচার্যের অফিসে যান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ সেখানে তাঁর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে যে শিলিগুড়িতে উপাচার্যের আবাসনেও তল্লাশি চলছে ৷

কলকাতা, 24 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) এ বার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (NBU VC) ফ্ল্যাট সিল করল সিবিআই । কলকাতায় বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) ফ্ল্যাট সিল করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

এ দিন কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআই-এর একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে গিয়ে প্রথমে তল্লাশি অভিযান চালায় ৷ পরে সেখানে নোটিশ দিয়ে ফ্ল্যাট সিল করে দেওয়া হয় । ফ্ল্যাটের সিঁড়ির কাছে সুবীরের ভট্টাচার্যের একটি আলমারি ছিল ৷ সেই আলমারিতেও নোটিশ দিয়ে সিল করে দিয়েছেন সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এছাড়াও সুবীরেশ ভট্টাচার্যের বাড়ির উপরে একটি স্টোর রুম ছিল ৷ সেখান থেকে সিবিআই-এর আধিকারিকরা বেশকিছু জিনিসপত্র সংগ্রহ করার পর সেখানেও নোটিশ দিয়ে সেটি সিল করে দেন । ওই ফ্ল্যাট, আলমারি এবং স্টোর রুম সিবিআই-এর অনুমতি ছাড়া যেন কেউ ব্যবহার না করেন, সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে ।

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশেষ তল্লাশি অভিযান চালায় সিবিআই । সেখানেই সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে । সিবিআই-এর গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসিতে 381 জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় ৷ তার মধ্যে 222 জন পার্সোনালিটি টেস্ট দেননি । কারণ, তাঁরা লেখা পরীক্ষায় পাশ করেননি । বাকি 160 জন লেখা পরীক্ষায় পাশ করলেও র‍্যাঙ্ক অনেক পিছনে ছিল । গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আজ, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআই ৷ সুবীরেশ ভট্টাচার্যের অফিসে যান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ সেখানে তাঁর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে যে শিলিগুড়িতে উপাচার্যের আবাসনেও তল্লাশি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.