কলকাতা, 24 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) এ বার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (NBU VC) ফ্ল্যাট সিল করল সিবিআই । কলকাতায় বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) ফ্ল্যাট সিল করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
এ দিন কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআই-এর একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে গিয়ে প্রথমে তল্লাশি অভিযান চালায় ৷ পরে সেখানে নোটিশ দিয়ে ফ্ল্যাট সিল করে দেওয়া হয় । ফ্ল্যাটের সিঁড়ির কাছে সুবীরের ভট্টাচার্যের একটি আলমারি ছিল ৷ সেই আলমারিতেও নোটিশ দিয়ে সিল করে দিয়েছেন সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এছাড়াও সুবীরেশ ভট্টাচার্যের বাড়ির উপরে একটি স্টোর রুম ছিল ৷ সেখান থেকে সিবিআই-এর আধিকারিকরা বেশকিছু জিনিসপত্র সংগ্রহ করার পর সেখানেও নোটিশ দিয়ে সেটি সিল করে দেন । ওই ফ্ল্যাট, আলমারি এবং স্টোর রুম সিবিআই-এর অনুমতি ছাড়া যেন কেউ ব্যবহার না করেন, সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে ।
এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিশেষ তল্লাশি অভিযান চালায় সিবিআই । সেখানেই সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে । সিবিআই-এর গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসিতে 381 জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় ৷ তার মধ্যে 222 জন পার্সোনালিটি টেস্ট দেননি । কারণ, তাঁরা লেখা পরীক্ষায় পাশ করেননি । বাকি 160 জন লেখা পরীক্ষায় পাশ করলেও র্যাঙ্ক অনেক পিছনে ছিল । গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷
আজ, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআই ৷ সুবীরেশ ভট্টাচার্যের অফিসে যান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ সেখানে তাঁর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে যে শিলিগুড়িতে উপাচার্যের আবাসনেও তল্লাশি চলছে ৷