ETV Bharat / city

Shanti Prasad Sinha শান্তি প্রসাদ সিনহার নামে একাধিক ভুয়ো মেইল আইডি পেল সিবিআই - শিক্ষা দুর্নীতি

এসএসসির (SSC Recruitment Case) প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) নামে একাধিক ভুয়ো মেইল আইডি হাতে পেল সিবিআই ৷ শিক্ষা দুর্নীতির জাল বিস্তারের তদন্তে এই মেইল আইডিগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

CBI finds several fake mail IDs in name of Shanti Prasad Sinha
শান্তি প্রসাদ সিনহার নামে একাধিক ভুয়ো মেইল আইডি পেল সিবিআই
author img

By

Published : Aug 26, 2022, 5:01 PM IST

কলকাতা, 26 অগস্ট: শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) নামে একাধিক ভুয়ো মেইল আইডি হাতে পেল সিবিআই (CBI)। জানা গিয়েছে, এই সব মেইল আইডি থেকে প্রদীপ সিং-কে একাধিকবার মেইল করে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা তৈরি করার আবেদন জানানো হয়েছিল । যদিও এই ঘটনায় শান্তি প্রসাদ সিনহাকে লাগাতার জেরা করলেও এই নিয়ে তিনি মুখ খুলতে চাননি । সিবিআই মনে করছে যে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহার পাশাপাশি ধৃত মিডলম্যান হিসেবে অভিযুক্ত প্রদীপ সিং একটি গুরুত্বপূর্ণ চরিত্র ।

গতকাল প্রদীপ সিং-এর নিউটাউনের অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল মার্কশিট এবং অ্যাডমিট কার্ড । অনুমান, এই সব অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নকল । তদন্তকারী আধিকারিকরা মূলত জানতে চাইছেন যে, নকল অ্যাডমিট কার্ড এবং মার্কশিটে যাঁদের নাম লেখা রয়েছে, আদতে তাঁরা কারা এবং বর্তমানে তাঁরা কী চাকরি করছেন ৷ যদি তাঁরা স্কুলে চাকরি করে থাকেন, তাহলে তাঁরা কোন কোন স্কুলে চাকরি করেছেন সেই সব তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা একাধিক ভুয়ো ই-মেইল আইডি বানিয়ে সেখান থেকে গোটা অপারেশন চালাতেন । এ ক্ষেত্রে এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং ধৃত প্রদীপ সিংকে লাগাতার জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । এছাড়াও দফায় দফায় শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে, তিনি এই নকল ই-মেইল আইডি বানিয়ে কার কথায় অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম প্যানেল তালিকায় নথিভুক্ত করার দায়িত্ব পালন করতেন ?

আরও পড়ুন: শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে সার্ভে পার্ক এলাকায় শান্তি প্রসাদ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেখান থেকেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ৷ সেই কাগজপত্র দেখিয়ে শান্তি প্রসাদ সিনহাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ৷ ফলে তাঁদের গ্রেফতার করতে বাধ্য হন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

কলকাতা, 26 অগস্ট: শিক্ষা দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) নামে একাধিক ভুয়ো মেইল আইডি হাতে পেল সিবিআই (CBI)। জানা গিয়েছে, এই সব মেইল আইডি থেকে প্রদীপ সিং-কে একাধিকবার মেইল করে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা তৈরি করার আবেদন জানানো হয়েছিল । যদিও এই ঘটনায় শান্তি প্রসাদ সিনহাকে লাগাতার জেরা করলেও এই নিয়ে তিনি মুখ খুলতে চাননি । সিবিআই মনে করছে যে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহার পাশাপাশি ধৃত মিডলম্যান হিসেবে অভিযুক্ত প্রদীপ সিং একটি গুরুত্বপূর্ণ চরিত্র ।

গতকাল প্রদীপ সিং-এর নিউটাউনের অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল মার্কশিট এবং অ্যাডমিট কার্ড । অনুমান, এই সব অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নকল । তদন্তকারী আধিকারিকরা মূলত জানতে চাইছেন যে, নকল অ্যাডমিট কার্ড এবং মার্কশিটে যাঁদের নাম লেখা রয়েছে, আদতে তাঁরা কারা এবং বর্তমানে তাঁরা কী চাকরি করছেন ৷ যদি তাঁরা স্কুলে চাকরি করে থাকেন, তাহলে তাঁরা কোন কোন স্কুলে চাকরি করেছেন সেই সব তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।

সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা একাধিক ভুয়ো ই-মেইল আইডি বানিয়ে সেখান থেকে গোটা অপারেশন চালাতেন । এ ক্ষেত্রে এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং ধৃত প্রদীপ সিংকে লাগাতার জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । এছাড়াও দফায় দফায় শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে, তিনি এই নকল ই-মেইল আইডি বানিয়ে কার কথায় অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম প্যানেল তালিকায় নথিভুক্ত করার দায়িত্ব পালন করতেন ?

আরও পড়ুন: শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে সার্ভে পার্ক এলাকায় শান্তি প্রসাদ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেখান থেকেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ৷ সেই কাগজপত্র দেখিয়ে শান্তি প্রসাদ সিনহাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ৷ ফলে তাঁদের গ্রেফতার করতে বাধ্য হন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.