কলকাতা, 26 নভেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এসএসসি কর্তৃপক্ষ (SSC Group-D Recruitment Case) ৷ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর যে পাঁচশো জনের বেশি চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হয়েছিল, গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সেই সব কর্মীদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন (Calcutta HC Single Bench Directions of Stop Pay) ৷ সিঙ্গল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে আজ ফের আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন ৷
আগেই 542 জনের বেআইনি নিয়োগের হদিশ পাওয়া গিয়েছিল ৷ তাঁদের বেতন বন্ধের নির্দেশ আগেই দেওয়া হয়েছে ৷ তারপরও পশ্চিমাঞ্চলে আরও চারজন বেআইনি নিয়োগের হদিশ পাওয়া গিয়েছে । এই চারজনেরও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশ কার্যকর করতে এসএসসি পশ্চিমাঞ্চল চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে । বেআইনি নিয়োগ নথি খতিয়ে দেখে বেতন বন্ধের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একসঙ্গে সব শোনা হবে বলে জানিয়েছে আদালত ৷ আজ সকালে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে বেতন বন্ধ করার নির্দেশের বিরুদ্ধে আবেদন করে এসএসসি (SSC Goes to Division Bench) ৷ সেখানে এসএসসি’র তরফে আইনজীবী অভিযোগ করেন, গতকাল সিঙ্গল বেঞ্চে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি ৷ এমনকি এ নিয়ে এসএসসি হলফনামা দিতে চাইলেও, তা দিতে দেওয়া হয়নি ৷
আরও পড়ুন : SSC Group-D Recruitment Case : এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
প্রসঙ্গত, যে 25 জনের বেতন আগেই আদালতের নির্দেশে বন্ধ হয়ে গিয়েছে ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ উল্লেখ্য 22 নভেম্বর এসএসসি’র নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়ের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ৷ সিঙ্গল বেঞ্চের রায়ের পরদিন ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে ৷