ETV Bharat / city

SSC-তে স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগে মামলা হচ্ছে হাইকোর্টে

স্কুল সার্ভিস কমিশনের প্রার্থীর স্কুল বাছাইয়ের ক্ষেত্রে চলছে কারচুপি ৷ এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ক্লাস নাইন-টেনের শারীরশিক্ষা বিষয়ে সদ্য চাকরি পাওয়া এক শিক্ষিকা ।

ফাইল ছবি
author img

By

Published : Sep 10, 2019, 9:14 PM IST

Updated : Sep 10, 2019, 11:47 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশনের সফল চাকরি প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল ৷ এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ক্লাস নাইন-টেনের শারীরশিক্ষা বিষয়ে সদ্য চাকরি পাওয়া এক শিক্ষিকা ।

শিক্ষিকার নাম জয়শ্রী মাইতি ৷ চলতি বছরই চাকরি পেয়েছেন তিনি । কিন্ত কাউন্সেলিং-এর সময় কাছাকাছি কোনও স্কুল তিনি পাননি ৷ বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মির্জাপুর ডক্টর J N S বালিকা বিদ্যালয়ে তাঁর পোস্টিং হয়েছে । কিন্ত 30 অগাস্ট তৃতীয় দফার কাউন্সেলিং-এর সময় দেখেন একই কোড নম্বরে অন্য একটি স্কুলের নাম দেখাচ্ছে ৷ মার্চের 21 তারিখ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 21871550 কোড নম্বরে মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের নাম দেখেছিলেন জয়শ্রী ৷ কিন্তু 30 অগাস্ট ফের চেক করতে গিয়ে দেখেন ওই একই কোড নম্বরে বেলদার প্রভাতি বালিকা বিদ্যালয়ের নাম রয়েছে ৷ ফলে জয়শ্রীর পরের র‌্যাঙ্কের একজন বেলদার ওই স্কুলে সুযোগ পেলেন ৷ কিন্তু তিনি নিজের জেলায় স্কুল বেছে নেওয়ার সুযোগ পেলেন না ৷ পুরো বিষয়টি তিনি 3 সেপ্টেম্বর প্রমাণসহ চিঠি লিখে কমিশনকে জানান ৷ কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও সদুত্তর পাননি ৷ তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে তাঁর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অভিযোগ উঠেছে যে, পছন্দের প্রার্থীদের নির্দিষ্ট স্কুলে সুযোগ করিয়ে দেওয়ার জন্য একই স্কুল কোড নম্বরে দু'টো স্কুলের নাম রয়েছে ৷ যেটা কোনও ভাবেই সম্ভব নয় ৷ অর্থাৎ কাউন্সেলিং-এর সময় একটা স্কুলের নাম দেখাচ্ছে ৷ যাঁর আগের র‌্যাঙ্ক তিনি দেখছেন তাঁর বাড়ির থেকে অনেক দূরে স্কুল ৷ তিনি সেটা পছন্দ করছেন না ৷ কিন্তু যাঁর পরের র‌্যাঙ্ক তিনি দূরের স্কুলটিকে আপাতভাবে পছন্দ করছেন ৷ অর্থাৎ কাউন্সেলিং-এর সময় সেটি দূরের স্কুলই থাকছে ৷ কিন্তু কাউন্সেলিং-এর পরবর্তী সময় SSC সেটা এডিট করে দিয়ে ওই একই কোড নম্বরে অন্য একটি কাছের স্কুল ঢুকিয়ে দিচ্ছে ৷ SSC-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ডকুমেন্টে বিষয়টি সামনে এসেছে ৷ আমার মক্কেল স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ কিন্তু অভিযোগের কোনও সদুত্তর পাননি ৷ চলতি সপ্তাহেই বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করবেন আমার মক্কেল ।"

কলকাতা, 10 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশনের সফল চাকরি প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল ৷ এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ক্লাস নাইন-টেনের শারীরশিক্ষা বিষয়ে সদ্য চাকরি পাওয়া এক শিক্ষিকা ।

শিক্ষিকার নাম জয়শ্রী মাইতি ৷ চলতি বছরই চাকরি পেয়েছেন তিনি । কিন্ত কাউন্সেলিং-এর সময় কাছাকাছি কোনও স্কুল তিনি পাননি ৷ বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মির্জাপুর ডক্টর J N S বালিকা বিদ্যালয়ে তাঁর পোস্টিং হয়েছে । কিন্ত 30 অগাস্ট তৃতীয় দফার কাউন্সেলিং-এর সময় দেখেন একই কোড নম্বরে অন্য একটি স্কুলের নাম দেখাচ্ছে ৷ মার্চের 21 তারিখ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 21871550 কোড নম্বরে মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের নাম দেখেছিলেন জয়শ্রী ৷ কিন্তু 30 অগাস্ট ফের চেক করতে গিয়ে দেখেন ওই একই কোড নম্বরে বেলদার প্রভাতি বালিকা বিদ্যালয়ের নাম রয়েছে ৷ ফলে জয়শ্রীর পরের র‌্যাঙ্কের একজন বেলদার ওই স্কুলে সুযোগ পেলেন ৷ কিন্তু তিনি নিজের জেলায় স্কুল বেছে নেওয়ার সুযোগ পেলেন না ৷ পুরো বিষয়টি তিনি 3 সেপ্টেম্বর প্রমাণসহ চিঠি লিখে কমিশনকে জানান ৷ কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও সদুত্তর পাননি ৷ তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে তাঁর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অভিযোগ উঠেছে যে, পছন্দের প্রার্থীদের নির্দিষ্ট স্কুলে সুযোগ করিয়ে দেওয়ার জন্য একই স্কুল কোড নম্বরে দু'টো স্কুলের নাম রয়েছে ৷ যেটা কোনও ভাবেই সম্ভব নয় ৷ অর্থাৎ কাউন্সেলিং-এর সময় একটা স্কুলের নাম দেখাচ্ছে ৷ যাঁর আগের র‌্যাঙ্ক তিনি দেখছেন তাঁর বাড়ির থেকে অনেক দূরে স্কুল ৷ তিনি সেটা পছন্দ করছেন না ৷ কিন্তু যাঁর পরের র‌্যাঙ্ক তিনি দূরের স্কুলটিকে আপাতভাবে পছন্দ করছেন ৷ অর্থাৎ কাউন্সেলিং-এর সময় সেটি দূরের স্কুলই থাকছে ৷ কিন্তু কাউন্সেলিং-এর পরবর্তী সময় SSC সেটা এডিট করে দিয়ে ওই একই কোড নম্বরে অন্য একটি কাছের স্কুল ঢুকিয়ে দিচ্ছে ৷ SSC-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ডকুমেন্টে বিষয়টি সামনে এসেছে ৷ আমার মক্কেল স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ কিন্তু অভিযোগের কোনও সদুত্তর পাননি ৷ চলতি সপ্তাহেই বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করবেন আমার মক্কেল ।"

Intro:স্কুল বাছাইয়ের ক্ষেত্রেও কারচুপি করছে স্কুল সার্ভিস কমিশন! Body:মানস নস্কর---

স্কুল বাছাইয়ের ক্ষেত্রেও কারচুপি করছে স্কুল সার্ভিস কমিশন! হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এক প্রার্থী

কলকাতা ১০ সেপ্টেম্বর ঃ
চলতি যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে তাতে স্কুল সার্ভিস কমিশন প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রেও কারচুপি করছে বলে উঠছে অভিযোগ। এবং সেই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন নবম-দশমে শারীরশিক্ষা বিষয়ে সদ্য চাকরি পাওয়া এক শিক্ষিকা।

জয়শ্রী মাইতি চলতি বছরে শারীরশিক্ষা বিষয়ে চাকরি পেয়েছেন। কিন্ত কাউন্সেলিং এর সময় কাছাকাছি কোনো স্কুল না পেয়ে বাড়ি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দুরের স্কুল, মির্জাপুর ডঃJ N S বাকিলা বিদ্যালয় নিতে বাধ্য হন।কিন্ত ৩০ অগাস্ট তৃতীয় দফায় কাউন্সেলিং এর সময় দেখা গেলো একই স্কুল কোড নম্বরে অন্য একটি স্কুল নাম দেখাচ্ছে যেটা তার পছন্দের স্কুল। জয়শ্রী মাইতি ২১/৩/১৯ তারিখে স্কুল সার্ভিস কমিশনের স্কুল কোড ২১৮৭১৫৫০ তে দেখেছিলেন স্কুলের নাম দেওয়া রয়েছে ধুলিয়ান বালিকা বিদ্যালয়, মুর্শিদাবাদ। কিন্ত ৩০ অগাস্ট তৃতীয় দফার কাউন্সেলিং এর সময় ঐ একই কোডে ধুলিয়ান স্কুলের নাম গায়েব হয়ে গেলো।এবং বেলদার প্রভাতি বালিকা বিদ্যাপিঠ ঢুকে গেলো।একদিন রেখে এই লিস্ট টা উঠিয়ে দেওয়া হয়েছে SSCর ওয়েবসাইট থেকে। ফলে জয়শ্রী মাইতির পরের র‍্যাংক একজন কে বেলদার ঐ স্কুলে ঢোকার সুজোগ করে দেওয়া হলো।এই সমস্ত বিষয় জানিয়ে জয়শ্রী মাইতি চলতি মাসের ৩ তারিখে স্কুল সার্ভিস কমিশনকে প্রমাণপত্র সহ চিঠি লিখে জানান বিষয়টি কিন্ত সার্ভিস কমিশন কোনো সদুত্তর এখনো দেয় নি। সেই জন্য বাধ্য হয়ে তিনি হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই ব্যাপারে জয়শ্রী মাইতির আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "আমার মক্কেল মেদিনীপুরের বাসিন্দা। বাড়ির কাছা কাছি কোনো স্কুল না পেয়ে বাড়িথেকে ৪০০ কিলোমিটার দূরে একটি স্কুল নিতে বাধ্য হয়েছেন।কিন্ত পরে যে কাউন্সেলিং হয়েছে তাতে দেখা যাচ্ছে একই স্কুল কোড নামে কোনো এক অজানা কারনে অন্য আর একটি স্কুলের নাম দেখাচ্ছে। যে স্কুলটি আমার মক্কেলের নিজের জেলার স্কুল।স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছিল। কিন্ত কোনো পদক্ষেপ করেনি।সেই জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।চলতি সপ্তাহেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর সিংগল বেঞ্চে মামলা দায়ের করবেন তিনি।"Conclusion:
Last Updated : Sep 10, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.