ETV Bharat / city

Tollywood Condemns Kamaleshwar Arrest: লজ্জাজনক ! কমলেশ্বরকে আটক করায় নিন্দার ঝড় টলিপাড়ায়

কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দায় সরব (Tollywood Condemns Kamaleshwar Arrest) হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন ৷

Srijit Mukherji Abir Chatterjee Kaushik Ganguly condemn Kamaleshwar Mukherjee
তোমার সঙ্গে আছি, কমলেশ্বরকে আটক করায় নিন্দার ঝড় টলিপাড়ায়
author img

By

Published : Oct 4, 2022, 9:03 AM IST

Updated : Oct 4, 2022, 12:22 PM IST

কলকাতা, 4 অক্টোবর: চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দার ঝড় উঠল টলিপাড়ায় (Tollywood Condemns Kamaleshwar Arrest)৷ বাংলার ফিল্ম জগতের অনেকেই ধৃত চিত্রনির্মাতার পাশে দাঁড়িয়েছেন ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন - অনেকেই এই ঘটনার নিন্দা করে তোপ দেগেছেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷

অষ্টমীর সন্ধেয় শহরের খাসতালুক রাসবিহারী অ্যাভিনিউ থেকে আটক হন কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ 9 জন সিপিএম নেতা ৷ ঘটনার সূত্রপাত, সপ্তমীর সন্ধেয় । সিপিএমের অভিযোগ, সেই রাতে রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে তাদের একটি বই বিপণী ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারই প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীতে রাসবিহারীতে পুলিশি বাধার মুখে সিপিএম নেতৃত্ব । যে দলে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার ও বাম মনোভাবাপন্ন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । অভিযোগ, পুলিশি হেনস্থা করা হয় বিকাশরঞ্জনকে । আটক করা হয় কল্লোল মজুমদার এবং কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্য সিপিআইএম নেতাদের ৷

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বইকে ভয় ? বই ? ড. কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই ৷ সবসময় তোমার সঙ্গে আছি কমলদা ৷"

  • Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার কমলেশ্বর-সহ 9 সিপিএম নেতা

কলকাতা পুলিশের এই সক্রিয়তার সমালোচনায় সরব হয়েছেন অপর চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly)৷ তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের গ্রেফতারির ছবি পোস্ট করে লিখেছেন, "ডাক্তারবাবু, ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না ৷"

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)৷ তিনি টুইটে লিখেছেন, "কমলদা আমরা তোমাকে ভালোবাসি ৷ তোমার জন্য আমরা গর্বিত ৷ তোমার সঙ্গে আছি..."

  • We love you Kamal Da & we are proud of you.
    With you..

    — Abir Chatterjee (@itsmeabir) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফেসবুকে এই নিয়ে সরব হয়ে সরকারকে একহাত নিয়েছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)৷ তিনি লিখেছেন, "এই সরকার কি পাগল হয়ে গিয়েছে ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারি লজ্জাজনক ৷ কীসের জন্য ? একটা বুক স্টলের জন্য ? একটি বুক স্টল ভেঙে ফেলার প্রতিবাদে সমর্থন করার জন্য ? এটা লজ্জাজনক ৷ পেশিশক্তির এমন অর্থহীন কার্যকলাপকে কড়া নিন্দা করছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় তোমার সঙ্গে আছি ৷ আমাদের সবার এর জবাব চাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷ তিনি লিখেছেন, "বই এর স্টল হবে না ? হোক না কোন বিশেষ মতাদর্শের, তাতে এত আপত্তি কেন ? শুধু মনের আনন্দ আর পেটের সুখ হলে হবে ? আশ্চর্য্য !!!!!! বই এর স্টল ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় Kamaleswar Mukherjee ও আরো ৮ জনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানাই ✊ "

কলকাতা, 4 অক্টোবর: চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দার ঝড় উঠল টলিপাড়ায় (Tollywood Condemns Kamaleshwar Arrest)৷ বাংলার ফিল্ম জগতের অনেকেই ধৃত চিত্রনির্মাতার পাশে দাঁড়িয়েছেন ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন - অনেকেই এই ঘটনার নিন্দা করে তোপ দেগেছেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷

অষ্টমীর সন্ধেয় শহরের খাসতালুক রাসবিহারী অ্যাভিনিউ থেকে আটক হন কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ 9 জন সিপিএম নেতা ৷ ঘটনার সূত্রপাত, সপ্তমীর সন্ধেয় । সিপিএমের অভিযোগ, সেই রাতে রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে তাদের একটি বই বিপণী ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারই প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীতে রাসবিহারীতে পুলিশি বাধার মুখে সিপিএম নেতৃত্ব । যে দলে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার ও বাম মনোভাবাপন্ন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । অভিযোগ, পুলিশি হেনস্থা করা হয় বিকাশরঞ্জনকে । আটক করা হয় কল্লোল মজুমদার এবং কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্য সিপিআইএম নেতাদের ৷

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বইকে ভয় ? বই ? ড. কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই ৷ সবসময় তোমার সঙ্গে আছি কমলদা ৷"

  • Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার কমলেশ্বর-সহ 9 সিপিএম নেতা

কলকাতা পুলিশের এই সক্রিয়তার সমালোচনায় সরব হয়েছেন অপর চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly)৷ তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের গ্রেফতারির ছবি পোস্ট করে লিখেছেন, "ডাক্তারবাবু, ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না ৷"

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)৷ তিনি টুইটে লিখেছেন, "কমলদা আমরা তোমাকে ভালোবাসি ৷ তোমার জন্য আমরা গর্বিত ৷ তোমার সঙ্গে আছি..."

  • We love you Kamal Da & we are proud of you.
    With you..

    — Abir Chatterjee (@itsmeabir) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফেসবুকে এই নিয়ে সরব হয়ে সরকারকে একহাত নিয়েছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)৷ তিনি লিখেছেন, "এই সরকার কি পাগল হয়ে গিয়েছে ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারি লজ্জাজনক ৷ কীসের জন্য ? একটা বুক স্টলের জন্য ? একটি বুক স্টল ভেঙে ফেলার প্রতিবাদে সমর্থন করার জন্য ? এটা লজ্জাজনক ৷ পেশিশক্তির এমন অর্থহীন কার্যকলাপকে কড়া নিন্দা করছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় তোমার সঙ্গে আছি ৷ আমাদের সবার এর জবাব চাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷ তিনি লিখেছেন, "বই এর স্টল হবে না ? হোক না কোন বিশেষ মতাদর্শের, তাতে এত আপত্তি কেন ? শুধু মনের আনন্দ আর পেটের সুখ হলে হবে ? আশ্চর্য্য !!!!!! বই এর স্টল ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় Kamaleswar Mukherjee ও আরো ৮ জনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানাই ✊ "

Last Updated : Oct 4, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.