ETV Bharat / city

Tollywood Condemns Kamaleshwar Arrest: লজ্জাজনক ! কমলেশ্বরকে আটক করায় নিন্দার ঝড় টলিপাড়ায় - সৃজিত মুখোপাধ্যায়

কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দায় সরব (Tollywood Condemns Kamaleshwar Arrest) হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন ৷

Srijit Mukherji Abir Chatterjee Kaushik Ganguly condemn Kamaleshwar Mukherjee
তোমার সঙ্গে আছি, কমলেশ্বরকে আটক করায় নিন্দার ঝড় টলিপাড়ায়
author img

By

Published : Oct 4, 2022, 9:03 AM IST

Updated : Oct 4, 2022, 12:22 PM IST

কলকাতা, 4 অক্টোবর: চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দার ঝড় উঠল টলিপাড়ায় (Tollywood Condemns Kamaleshwar Arrest)৷ বাংলার ফিল্ম জগতের অনেকেই ধৃত চিত্রনির্মাতার পাশে দাঁড়িয়েছেন ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন - অনেকেই এই ঘটনার নিন্দা করে তোপ দেগেছেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷

অষ্টমীর সন্ধেয় শহরের খাসতালুক রাসবিহারী অ্যাভিনিউ থেকে আটক হন কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ 9 জন সিপিএম নেতা ৷ ঘটনার সূত্রপাত, সপ্তমীর সন্ধেয় । সিপিএমের অভিযোগ, সেই রাতে রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে তাদের একটি বই বিপণী ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারই প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীতে রাসবিহারীতে পুলিশি বাধার মুখে সিপিএম নেতৃত্ব । যে দলে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার ও বাম মনোভাবাপন্ন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । অভিযোগ, পুলিশি হেনস্থা করা হয় বিকাশরঞ্জনকে । আটক করা হয় কল্লোল মজুমদার এবং কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্য সিপিআইএম নেতাদের ৷

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বইকে ভয় ? বই ? ড. কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই ৷ সবসময় তোমার সঙ্গে আছি কমলদা ৷"

  • Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার কমলেশ্বর-সহ 9 সিপিএম নেতা

কলকাতা পুলিশের এই সক্রিয়তার সমালোচনায় সরব হয়েছেন অপর চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly)৷ তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের গ্রেফতারির ছবি পোস্ট করে লিখেছেন, "ডাক্তারবাবু, ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না ৷"

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)৷ তিনি টুইটে লিখেছেন, "কমলদা আমরা তোমাকে ভালোবাসি ৷ তোমার জন্য আমরা গর্বিত ৷ তোমার সঙ্গে আছি..."

  • We love you Kamal Da & we are proud of you.
    With you..

    — Abir Chatterjee (@itsmeabir) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফেসবুকে এই নিয়ে সরব হয়ে সরকারকে একহাত নিয়েছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)৷ তিনি লিখেছেন, "এই সরকার কি পাগল হয়ে গিয়েছে ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারি লজ্জাজনক ৷ কীসের জন্য ? একটা বুক স্টলের জন্য ? একটি বুক স্টল ভেঙে ফেলার প্রতিবাদে সমর্থন করার জন্য ? এটা লজ্জাজনক ৷ পেশিশক্তির এমন অর্থহীন কার্যকলাপকে কড়া নিন্দা করছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় তোমার সঙ্গে আছি ৷ আমাদের সবার এর জবাব চাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷ তিনি লিখেছেন, "বই এর স্টল হবে না ? হোক না কোন বিশেষ মতাদর্শের, তাতে এত আপত্তি কেন ? শুধু মনের আনন্দ আর পেটের সুখ হলে হবে ? আশ্চর্য্য !!!!!! বই এর স্টল ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় Kamaleswar Mukherjee ও আরো ৮ জনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানাই ✊ "

কলকাতা, 4 অক্টোবর: চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee) আটক করার ঘটনায় নিন্দার ঝড় উঠল টলিপাড়ায় (Tollywood Condemns Kamaleshwar Arrest)৷ বাংলার ফিল্ম জগতের অনেকেই ধৃত চিত্রনির্মাতার পাশে দাঁড়িয়েছেন ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন - অনেকেই এই ঘটনার নিন্দা করে তোপ দেগেছেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷

অষ্টমীর সন্ধেয় শহরের খাসতালুক রাসবিহারী অ্যাভিনিউ থেকে আটক হন কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ 9 জন সিপিএম নেতা ৷ ঘটনার সূত্রপাত, সপ্তমীর সন্ধেয় । সিপিএমের অভিযোগ, সেই রাতে রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে তাদের একটি বই বিপণী ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারই প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীতে রাসবিহারীতে পুলিশি বাধার মুখে সিপিএম নেতৃত্ব । যে দলে ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার ও বাম মনোভাবাপন্ন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় । অভিযোগ, পুলিশি হেনস্থা করা হয় বিকাশরঞ্জনকে । আটক করা হয় কল্লোল মজুমদার এবং কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্য সিপিআইএম নেতাদের ৷

এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "বইকে ভয় ? বই ? ড. কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই ৷ সবসময় তোমার সঙ্গে আছি কমলদা ৷"

  • Afraid of books???? Books??? Don't have enough words of condemnation for the arrest of Dr Kamaleswar Mukherjee. With you, Kamalda, for whatever it is worth.

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বুক স্টল ভাঙচুরের প্রতিবাদ, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার কমলেশ্বর-সহ 9 সিপিএম নেতা

কলকাতা পুলিশের এই সক্রিয়তার সমালোচনায় সরব হয়েছেন অপর চিত্রনির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly)৷ তিনি কমলেশ্বর মুখোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের গ্রেফতারির ছবি পোস্ট করে লিখেছেন, "ডাক্তারবাবু, ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে না ৷"

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)৷ তিনি টুইটে লিখেছেন, "কমলদা আমরা তোমাকে ভালোবাসি ৷ তোমার জন্য আমরা গর্বিত ৷ তোমার সঙ্গে আছি..."

  • We love you Kamal Da & we are proud of you.
    With you..

    — Abir Chatterjee (@itsmeabir) October 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফেসবুকে এই নিয়ে সরব হয়ে সরকারকে একহাত নিয়েছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)৷ তিনি লিখেছেন, "এই সরকার কি পাগল হয়ে গিয়েছে ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারি লজ্জাজনক ৷ কীসের জন্য ? একটা বুক স্টলের জন্য ? একটি বুক স্টল ভেঙে ফেলার প্রতিবাদে সমর্থন করার জন্য ? এটা লজ্জাজনক ৷ পেশিশক্তির এমন অর্থহীন কার্যকলাপকে কড়া নিন্দা করছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় তোমার সঙ্গে আছি ৷ আমাদের সবার এর জবাব চাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷ তিনি লিখেছেন, "বই এর স্টল হবে না ? হোক না কোন বিশেষ মতাদর্শের, তাতে এত আপত্তি কেন ? শুধু মনের আনন্দ আর পেটের সুখ হলে হবে ? আশ্চর্য্য !!!!!! বই এর স্টল ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় Kamaleswar Mukherjee ও আরো ৮ জনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানাই ✊ "

Last Updated : Oct 4, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.