ETV Bharat / city

Sree Bhumi Khuti Puja: রথযাত্রার শুভলগ্নে আয়োজিত হল শ্রীভূমি সর্বজনীনের খুঁটিপুজো

নিয়ম মেনে রথযাত্রার দিনেই খুঁটি পুজো হল শ্রীভূমি স্পোর্টিং সর্বজনীনের (Sree Bhumi Sarbajanin Organises Khuti Puja on Auspicious Occasion of Rath Yatra) ৷ এ বার তাদের পুজোর থিম ভ্যাটিকান সিটি ৷

Sree Bhumi Sarbajanin Organises Khuti Puja on Auspicious Occasion of Rath Yatra
Sree Bhumi Sarbajanin Organises Khuti Puja on Auspicious Occasion of Rath Yatra
author img

By

Published : Jul 1, 2022, 6:46 PM IST

শ্রীভূমি (লেকটাউন), 1 জুলাই: রথযাত্রার শুভদিনে খুঁটি পুজো হল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ে ৷ এ বার শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গা পুজোর থিম ভ্যাটিকান সিটি ৷ সেই থিমে মণ্ডপ তৈরির কাজ শুরু করার আগে রথযাত্রার দিনে খুঁটি পুজো হয়ে গেল (Sree Bhumi Sarbajanin Organises Khuti Puja on Auspicious Occasion of Rath Yatra) ৷ এই পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ গতবার এই পুজোর থিম ছিল, দুবাইয়ের বিখ্যাত বুর্জ খালিফা ৷

এ দিন খুঁটি পুজোয় প্রধান অতিথি ছিলেন, অভিনেতা-সাংসদ দেব ৷ উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা ৷ এ বার 50 বছরে পড়েছে এই পুজো ৷ প্রতিবারই এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো ৷ এমনকি গতবার শ্রীভূমির পুজো দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল ৷ পরবর্তী সময়ে আদালতের হস্তক্ষেপে এই পুজোয় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

রথযাত্রার শুভলগ্নে আয়োজিত হল শ্রীভূমি সর্বজনীনের খুঁটিপুজো

আরও পড়ুন: Rath Yatra 2022: 2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান, উৎসবে সামিল বহু

এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দুর্গা প্রতিমার অঙ্গে থাকা সোনা এবং দামি রত্ন দিয়ে তৈরি গয়না ৷ 50 বছর পূর্তিতে এ বারেও প্রতিমা সোনায় মোড়া থাকবে বলে জানান পুজোর প্রধান উদ্যোক্তা সুজিত বসু ৷ এ দিন খুঁটি পুজোর আগে শ্রীভূমি ক্লাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো হয় ৷

শ্রীভূমি (লেকটাউন), 1 জুলাই: রথযাত্রার শুভদিনে খুঁটি পুজো হল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ে ৷ এ বার শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গা পুজোর থিম ভ্যাটিকান সিটি ৷ সেই থিমে মণ্ডপ তৈরির কাজ শুরু করার আগে রথযাত্রার দিনে খুঁটি পুজো হয়ে গেল (Sree Bhumi Sarbajanin Organises Khuti Puja on Auspicious Occasion of Rath Yatra) ৷ এই পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ গতবার এই পুজোর থিম ছিল, দুবাইয়ের বিখ্যাত বুর্জ খালিফা ৷

এ দিন খুঁটি পুজোয় প্রধান অতিথি ছিলেন, অভিনেতা-সাংসদ দেব ৷ উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা ৷ এ বার 50 বছরে পড়েছে এই পুজো ৷ প্রতিবারই এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো ৷ এমনকি গতবার শ্রীভূমির পুজো দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল ৷ পরবর্তী সময়ে আদালতের হস্তক্ষেপে এই পুজোয় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

রথযাত্রার শুভলগ্নে আয়োজিত হল শ্রীভূমি সর্বজনীনের খুঁটিপুজো

আরও পড়ুন: Rath Yatra 2022: 2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান, উৎসবে সামিল বহু

এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দুর্গা প্রতিমার অঙ্গে থাকা সোনা এবং দামি রত্ন দিয়ে তৈরি গয়না ৷ 50 বছর পূর্তিতে এ বারেও প্রতিমা সোনায় মোড়া থাকবে বলে জানান পুজোর প্রধান উদ্যোক্তা সুজিত বসু ৷ এ দিন খুঁটি পুজোর আগে শ্রীভূমি ক্লাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.