ETV Bharat / city

রবিবার আবগারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত - ট্রেন

পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া বিভাগ রবিবার কয়েকটি বিশেষ ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে ।

রবিবার আবগারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রাজ্যের
author img

By

Published : Nov 22, 2019, 11:00 PM IST

Updated : Nov 23, 2019, 9:09 AM IST

কলকাতা, 22 নভেম্বর : পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের ৷ 24 নভেম্বর অর্থাৎ রবিবার রাজ্য সরকারের আবগারি বিভাগের কনস্টেবল পোস্টে প্রাথমিক পর্যায়ের লিখিত পরীক্ষা । তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া বিভাগ রবিবার কয়েকটি বিশেষ ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে ।

পূর্ব রেল হাওড়া বিভাগে দুটি বিশেষ EMU ট্রেন চালাবে । ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান ও বর্ধমান থেকে হাওড়ায় যাতায়াত করবে । একজোড়া ট্রেন বর্ধমান থেকে হাওড়া EMU স্পেশাল মেন লাইনে ব্যান্ডেল হয়ে যাবে । বর্ধমান থেকে ভোর 6টায় ছাড়বে সেটি । হাওড়া পৌঁছাবে 8.20 মিনিটে । ট্রেনটি হাওড়া থেকে 3.20 মিনিটে ছাড়বে ও বর্ধমান পৌঁছাবে বিকেল 5.40 মিনিটে ।

আরেক জোড়া ট্রেন বর্ধমান হাওড়া EMU স্পেশাল কর্ড লাইনে ডানকুনি হয়ে যাবে । ট্রেনটি বর্ধমান থেকে সন্ধ্যা 5.55 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে 8.10 মিনিটে । অন্য ট্রেনটি হাওড়া থেকে বিকেল 3.05 মিনিটে ছেড়ে বর্ধমান পৌছবে বিকেল 5.15 মিনিটে । এই ট্রেন দুটি সব স্টেশনেই থামবে ।

কলকাতা, 22 নভেম্বর : পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের ৷ 24 নভেম্বর অর্থাৎ রবিবার রাজ্য সরকারের আবগারি বিভাগের কনস্টেবল পোস্টে প্রাথমিক পর্যায়ের লিখিত পরীক্ষা । তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া বিভাগ রবিবার কয়েকটি বিশেষ ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে ।

পূর্ব রেল হাওড়া বিভাগে দুটি বিশেষ EMU ট্রেন চালাবে । ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান ও বর্ধমান থেকে হাওড়ায় যাতায়াত করবে । একজোড়া ট্রেন বর্ধমান থেকে হাওড়া EMU স্পেশাল মেন লাইনে ব্যান্ডেল হয়ে যাবে । বর্ধমান থেকে ভোর 6টায় ছাড়বে সেটি । হাওড়া পৌঁছাবে 8.20 মিনিটে । ট্রেনটি হাওড়া থেকে 3.20 মিনিটে ছাড়বে ও বর্ধমান পৌঁছাবে বিকেল 5.40 মিনিটে ।

আরেক জোড়া ট্রেন বর্ধমান হাওড়া EMU স্পেশাল কর্ড লাইনে ডানকুনি হয়ে যাবে । ট্রেনটি বর্ধমান থেকে সন্ধ্যা 5.55 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে 8.10 মিনিটে । অন্য ট্রেনটি হাওড়া থেকে বিকেল 3.05 মিনিটে ছেড়ে বর্ধমান পৌছবে বিকেল 5.15 মিনিটে । এই ট্রেন দুটি সব স্টেশনেই থামবে ।

Intro:24 নভেম্বর সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাজ্য সরকারের এক্সাইজ কনস্টেবলের পোস্টে নিয়োগের প্রিলিমিনারি লেখা পরীক্ষা আয়োজিত হবে। তাই সকল পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া বিভাগ রবিবার কয়েকটি স্পেশাল ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে। Body:ওই দিন পূর্ব রেল হাওড়া বিভাগে দুটি স্পেশাল EMU ট্রেন চালাবে। ট্রেন্ডউটি হাওড়া থেকে বর্ধমান ও বর্ধমান থেকে হাওড়ায় যাতায়াত করবে।

একজোড়া ট্রেন বর্ধমান থেকে হাওড়া ইএমইউ স্পেশাল মেন লাইনে ব্যান্ডেল হয়ে যাবে। বর্ধমান থেকে ভোর 6.00 মিনিটে ছাড়বে। হাওড়া পৌঁছাবে 8.20 মিনিটে। ট্রেনটি আবার হাওড়া থেকে 15.20 মিনিটে ছাড়বে ও বর্ধমান পৌঁছবে 17.40 মিনিটে।

আরেক জোড়া ট্রেন বর্ধমান হাওড়া ইএমইউ স্পেশাল কড লাইনে ডানকুনি হয়ে যাবে। ট্রেনটি বর্ধমান থেকে 5.55 মিনিটে ছেড়ে হাওড়া পৌছবে 8.10 মিনিটে। হাওড়া থেকে 15.05 মিনিটে ছেড়ে বর্ধমান পৌছবে 17.15 মিনিটে। Conclusion:যাত্রীদের সুবোধের জন্য এই ট্রেন দুটি সবকটি স্টেশনে থামবে।
Last Updated : Nov 23, 2019, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.