ETV Bharat / city

Special children tribute to Lata: লতা-স্মরণে বিশেষ শিশুদের নিয়ে অনন্য প্রয়াস উত্তম মঞ্চে

প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ শিশুদের নিয়ে অনন্য প্রয়াস উত্তম মঞ্চে (special children tribute to Lata Mangeshkar)৷ অভিরূপ সেনগুপ্তের নির্দেশনায় হল নৃত্য পরিবেশন ৷

special children's tribute to Lata Mangeshkar at Kolkata
লতা-স্মরণে বিশেষ শিশুদের নিয়ে অনন্য প্রয়াস উত্তম মঞ্চে
author img

By

Published : May 15, 2022, 10:00 AM IST

কলকাতা, 15 মে: 'আড্য কলা তীর্থম' এবং 'প্রয়াস'-এর সতেরোতম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল উত্তম মঞ্চে । অভিরূপ সেনগুপ্তের নির্দেশনায় বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পাশাপাশি, অন্যান্য ছাত্রছাত্রীরাও নৃত্য পরিবেশন করেন এ দিন (special children tribute to Lata Mangeshkar)।

'রঙ বাহার' আর 'মেরি আওয়াজ হি পেহচান হ্যায়' শীর্ষক গান দুটির কোরিয়োগ্রাফ করেন অভিরূপ সেনগুপ্ত । এ দিনের অনুষ্ঠানে 'প্রয়াস সম্মান' দেওয়া হয় সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টদের । উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, রোহন ভট্টাচার্য, দেবলীনা কুমার প্রমুখ । পরে রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিলে বিশ্ব শান্তির উপর এক বিশেষ প্রযোজনা পরিবেশন করেন ।

special children's tribute to Lata Mangeshkar at Kolkata
উত্তম মঞ্চে অনুষ্ঠান

প্রথম নিবেদনে ছিল সংস্থার ছাত্র-ছাত্রীদের নৃত্য পরিবেশন - মঙ্গলাচরণ, জয় ভগবতী, আঙ্গিকাম, গুরু ব্রহ্ম, মোক্ষ, মাণিক্য বীণা । এরপর মাতৃ দিবসকে মাথায় রেখে লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান 'লুকা ছুপি'-তে নৃত্য পরিবেশন করেন অভিরূপ সেনগুপ্ত । এই সংস্থা দেবলীনা কুমার, দেবযানী কুমার, রোহন ভট্টাচার্য, অর্ণব দত্ত, নিখিল জৈন, সুলগ্না রায় ভট্টাচার্য এবং তাঁর মাকে 'প্রয়াস সম্মান' প্রদান করেন ।

special children's tribute to Lata Mangeshkar at Kolkata
বিশেষ শিশুদের নিয়ে অনন্য প্রয়াস

অনুষ্ঠানটি শেষ হয় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত এবং বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে বিশেষ প্রযোজনা 'মঙ্গল বার্তা'র মাধ্যমে । প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এ দিন 'মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়' গানে পারফরম্যান্সের মাধ্যমে লতা জি'কে শ্রদ্ধা নিবেদন করেন ।

আরও পড়ুন: Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি

কলকাতা, 15 মে: 'আড্য কলা তীর্থম' এবং 'প্রয়াস'-এর সতেরোতম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল উত্তম মঞ্চে । অভিরূপ সেনগুপ্তের নির্দেশনায় বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পাশাপাশি, অন্যান্য ছাত্রছাত্রীরাও নৃত্য পরিবেশন করেন এ দিন (special children tribute to Lata Mangeshkar)।

'রঙ বাহার' আর 'মেরি আওয়াজ হি পেহচান হ্যায়' শীর্ষক গান দুটির কোরিয়োগ্রাফ করেন অভিরূপ সেনগুপ্ত । এ দিনের অনুষ্ঠানে 'প্রয়াস সম্মান' দেওয়া হয় সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টদের । উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, রোহন ভট্টাচার্য, দেবলীনা কুমার প্রমুখ । পরে রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিলে বিশ্ব শান্তির উপর এক বিশেষ প্রযোজনা পরিবেশন করেন ।

special children's tribute to Lata Mangeshkar at Kolkata
উত্তম মঞ্চে অনুষ্ঠান

প্রথম নিবেদনে ছিল সংস্থার ছাত্র-ছাত্রীদের নৃত্য পরিবেশন - মঙ্গলাচরণ, জয় ভগবতী, আঙ্গিকাম, গুরু ব্রহ্ম, মোক্ষ, মাণিক্য বীণা । এরপর মাতৃ দিবসকে মাথায় রেখে লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান 'লুকা ছুপি'-তে নৃত্য পরিবেশন করেন অভিরূপ সেনগুপ্ত । এই সংস্থা দেবলীনা কুমার, দেবযানী কুমার, রোহন ভট্টাচার্য, অর্ণব দত্ত, নিখিল জৈন, সুলগ্না রায় ভট্টাচার্য এবং তাঁর মাকে 'প্রয়াস সম্মান' প্রদান করেন ।

special children's tribute to Lata Mangeshkar at Kolkata
বিশেষ শিশুদের নিয়ে অনন্য প্রয়াস

অনুষ্ঠানটি শেষ হয় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, রায়া ভট্টাচার্য, অভিরূপ সেনগুপ্ত এবং বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে বিশেষ প্রযোজনা 'মঙ্গল বার্তা'র মাধ্যমে । প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও এ দিন 'মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়' গানে পারফরম্যান্সের মাধ্যমে লতা জি'কে শ্রদ্ধা নিবেদন করেন ।

আরও পড়ুন: Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.