ETV Bharat / city

Special Care for Dogs and Horses of KP : গরমে ইডেনে আইপিএল’র আগে বিশেষ যত্ন মাউন্টেড পুলিশে ও ডগ স্কোয়াডের - আইপিএল

তীব্র গরমে নাজেহাল কলকাতা মাউন্টেড পুলিশের ঘোড়া ও কুকুরগুলি ৷ তার মধ্যে আগামী মে মাসে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ যেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে ঘোড়সওয়ার পুলিশ এবং ডগ স্কোয়াড ৷ তাই এখন থেকেই তাদের খাদ্যাভ্যাসে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷

Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens
Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens
author img

By

Published : Apr 27, 2022, 10:45 PM IST

কলকাতা, 27 এপ্রিল : গ্রীষ্মের দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ ৷ আর এই অস্বস্তিতে মানুষের সঙ্গে প্রাণ ওষ্ঠাগত হবার যোগার কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়ার পুলিশের অবলা জীবগুলির ৷ এই পরিস্থিতিতে লালবাজারের চিন্তা 24 ও 25 মে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা আইপিএল’র নকআউট পর্বের দু’টি ম্যাচ ৷ সেই সময় তীব্র গরমে কীভাবে কাজ করবে কলকাতা পুলিশের কুকুর ও ঘোড়াগুলি ? সেই সময়ের কথা মাথায় রেখেই এবার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷

এপ্রিল মাসের শেষেই তীব্র দাবদাহ ৷ মে মাসে তা আরও বাড়তে পারে ৷ এই তীব্র গরমে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ সেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়াররা ৷ খেলার দিন সকাল থেকে খেলা শেষ না-হওয়া পর্যন্ত মাঠের বাইরের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ঘোড়সওয়ার পুলিশ (Mounted Police) ৷ আর প্রতিটি প্রবেশদ্বার ও মাঠের বাইরে সর্বত্র বিশেষ চেকিংয়ের দায়িত্বে থাকে ডগ স্কোয়াড (Dog Squad) ৷ তীব্র গরমে দীর্ঘ সময় নিরাপত্তার দায়িত্ব সামলাতে গিয়ে ঘোড়া ও কুকুরগুলির অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেই সময়ের কথা মাথায় রেখে, বিশেষ যত্ন নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ঘোড়া এবং সারমেয়গুলির ৷

আরও পড়ুন : West Bengal Weather Update : গরমকে সঙ্গে নিয়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা সুদূরপ্রসারী

কলকাতার এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনের সেন্ট্রাল ডিভিশনের অফিস। তার ভিতরে রয়েছে কলকাতা পুলিশের মাউন্টেড অর্থাৎ, ঘোড়সওয়ার পুলিশের আস্তাবল ৷ অত্যধিক গরমের জন্য শীততাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চলছে আস্তাবলেটি ৷ সেই আস্তাবলে রয়েছে মোট 42টি ঘোড়া ৷ এছাড়াও আলিপুর বডি লাইনে রয়েছে 27টি ঘোড়া ৷ তাদের সুস্থ রাখতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ৷ সময়ে সময়ে মেপে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ জল এবং ওআরএস ৷ দু’বেলা নিয়ম করে স্নান করানো হচ্ছে ঘোড়াগুলিকে ৷ পাশাপাশি ঘোড়াগুলির খাদ্যাভ্যাসেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন : KMC on Drinking Water Supply : প্রচণ্ড গরমে জলের চাহিদা মেটাতে পাড়ায় পাড়ায় পৌরনিগমের গাড়ি

তাই ডায়েটে দু’বেলা রাখা হয়েছে ঘাস ৷ এতে ঘোড়ার খাবার হজম করতে সুবিধা হবে ৷ পাশাপাশি মেপে খাওয়ানো হচ্ছে ছোলা ৷ পাশাপাশি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সারমেয়গুলিকে খাওয়ানো হচ্ছে টক দই ৷ সেই সঙ্গে বেশি করে জল খাওয়া হচ্ছে ৷ আর রাতে দেওয়া হচ্ছে মাংস ৷ নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৷ বয়সের তুলনায় ওজন বেশি বাড়লে খাদ্যাভ্যাস বদলানো হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর ৷

তীব্র এই গরম সিএবি’র কাছেও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এই গরমের মধ্যেই চলছে স্থানীয় ক্লাব ক্রিকেট ৷ তারই মধ্যে আগামী 24 ও 25 মে ইডেনে আইপিএল ৷ এই গরমে স্থানীয় ম্যাচের পাশাপাশি আইপিএল এর প্লে-অফ আয়োজন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে সেই মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে সিএবি ৷ কীভাবে ম্যাচ আয়োজন করা হবে ? গরমে কী কী বিশেষ ব্যবস্থা রাখা হবে মাঠে ? সেই সব নিয়ে সিএবি কর্তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ এর পর বাকিটা আইপিএল কাউন্সিল এবং বোর্ডের নির্দেশের উপর নির্ভর করছে ৷

এ নিয়ে সিএবি’র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘‘এই গরমে ক্রিকেটারদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি ৷ পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ ইতিমধ্যে, লেবুজল, এনার্জি ড্রিঙ্ক ও বরফের যোগান দ্বিগুণ করেছি ৷ এ বার প্রসঙ্গ আইপিএল ৷ সাধারণত কেকেআর আয়োজক হিসেবে থাকে ৷ দু’বছর পরে এ বার দু’টো প্লে-অফ ম্যাচ হবে ৷ বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ তাদের নির্দেশ মত যাবতীয় কিছুর আয়োজন থাকবে ৷ তাছাড়া এখনও একমাসের কাছাকাছি সময় হাতে রয়েছে ৷ আশা করি আবহাওয়ার পরিবর্তন হবে ৷ গরম কমবে ৷ আমরা সতর্ক বলতে পারি ৷ তাছাড়া, ঘোড়সওয়ারের বিষয়টি পুলিশের ব্যাপার ৷ যদি কোনও সহায়তা চায় করা হবে ৷’’

কলকাতা, 27 এপ্রিল : গ্রীষ্মের দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ ৷ আর এই অস্বস্তিতে মানুষের সঙ্গে প্রাণ ওষ্ঠাগত হবার যোগার কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়ার পুলিশের অবলা জীবগুলির ৷ এই পরিস্থিতিতে লালবাজারের চিন্তা 24 ও 25 মে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা আইপিএল’র নকআউট পর্বের দু’টি ম্যাচ ৷ সেই সময় তীব্র গরমে কীভাবে কাজ করবে কলকাতা পুলিশের কুকুর ও ঘোড়াগুলি ? সেই সময়ের কথা মাথায় রেখেই এবার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷

এপ্রিল মাসের শেষেই তীব্র দাবদাহ ৷ মে মাসে তা আরও বাড়তে পারে ৷ এই তীব্র গরমে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ সেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়াররা ৷ খেলার দিন সকাল থেকে খেলা শেষ না-হওয়া পর্যন্ত মাঠের বাইরের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ঘোড়সওয়ার পুলিশ (Mounted Police) ৷ আর প্রতিটি প্রবেশদ্বার ও মাঠের বাইরে সর্বত্র বিশেষ চেকিংয়ের দায়িত্বে থাকে ডগ স্কোয়াড (Dog Squad) ৷ তীব্র গরমে দীর্ঘ সময় নিরাপত্তার দায়িত্ব সামলাতে গিয়ে ঘোড়া ও কুকুরগুলির অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেই সময়ের কথা মাথায় রেখে, বিশেষ যত্ন নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ঘোড়া এবং সারমেয়গুলির ৷

আরও পড়ুন : West Bengal Weather Update : গরমকে সঙ্গে নিয়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা সুদূরপ্রসারী

কলকাতার এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনের সেন্ট্রাল ডিভিশনের অফিস। তার ভিতরে রয়েছে কলকাতা পুলিশের মাউন্টেড অর্থাৎ, ঘোড়সওয়ার পুলিশের আস্তাবল ৷ অত্যধিক গরমের জন্য শীততাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চলছে আস্তাবলেটি ৷ সেই আস্তাবলে রয়েছে মোট 42টি ঘোড়া ৷ এছাড়াও আলিপুর বডি লাইনে রয়েছে 27টি ঘোড়া ৷ তাদের সুস্থ রাখতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ৷ সময়ে সময়ে মেপে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ জল এবং ওআরএস ৷ দু’বেলা নিয়ম করে স্নান করানো হচ্ছে ঘোড়াগুলিকে ৷ পাশাপাশি ঘোড়াগুলির খাদ্যাভ্যাসেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন : KMC on Drinking Water Supply : প্রচণ্ড গরমে জলের চাহিদা মেটাতে পাড়ায় পাড়ায় পৌরনিগমের গাড়ি

তাই ডায়েটে দু’বেলা রাখা হয়েছে ঘাস ৷ এতে ঘোড়ার খাবার হজম করতে সুবিধা হবে ৷ পাশাপাশি মেপে খাওয়ানো হচ্ছে ছোলা ৷ পাশাপাশি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সারমেয়গুলিকে খাওয়ানো হচ্ছে টক দই ৷ সেই সঙ্গে বেশি করে জল খাওয়া হচ্ছে ৷ আর রাতে দেওয়া হচ্ছে মাংস ৷ নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৷ বয়সের তুলনায় ওজন বেশি বাড়লে খাদ্যাভ্যাস বদলানো হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর ৷

তীব্র এই গরম সিএবি’র কাছেও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এই গরমের মধ্যেই চলছে স্থানীয় ক্লাব ক্রিকেট ৷ তারই মধ্যে আগামী 24 ও 25 মে ইডেনে আইপিএল ৷ এই গরমে স্থানীয় ম্যাচের পাশাপাশি আইপিএল এর প্লে-অফ আয়োজন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে সেই মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে সিএবি ৷ কীভাবে ম্যাচ আয়োজন করা হবে ? গরমে কী কী বিশেষ ব্যবস্থা রাখা হবে মাঠে ? সেই সব নিয়ে সিএবি কর্তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ এর পর বাকিটা আইপিএল কাউন্সিল এবং বোর্ডের নির্দেশের উপর নির্ভর করছে ৷

এ নিয়ে সিএবি’র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘‘এই গরমে ক্রিকেটারদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি ৷ পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ ইতিমধ্যে, লেবুজল, এনার্জি ড্রিঙ্ক ও বরফের যোগান দ্বিগুণ করেছি ৷ এ বার প্রসঙ্গ আইপিএল ৷ সাধারণত কেকেআর আয়োজক হিসেবে থাকে ৷ দু’বছর পরে এ বার দু’টো প্লে-অফ ম্যাচ হবে ৷ বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ তাদের নির্দেশ মত যাবতীয় কিছুর আয়োজন থাকবে ৷ তাছাড়া এখনও একমাসের কাছাকাছি সময় হাতে রয়েছে ৷ আশা করি আবহাওয়ার পরিবর্তন হবে ৷ গরম কমবে ৷ আমরা সতর্ক বলতে পারি ৷ তাছাড়া, ঘোড়সওয়ারের বিষয়টি পুলিশের ব্যাপার ৷ যদি কোনও সহায়তা চায় করা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.