কলকাতা, 2 অগাস্ট: সাম্প্রদায়িক সম্প্রতির মেল বন্ধনে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন ৷ আজও সেই উৎসব একই ভাবে পালন করে আসছে গোটা দেশ ৷ বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে যখন তাঁদের দীর্ঘায়ু কামনা করে, তখন ভাই নেয় মনে মনে শপথ ৷ সব পরিস্থিতিতে সে রক্ষা করবে তার বোনকে ৷ কিন্তু এই বছরের ছবিটা আলাদা ৷ বিশ্বজুড়ে চলেছে মহামারি ৷ যার জেরে বন্ধ জমায়েত ৷ বাজারে নেই রাখির সেরকম চাহিদা ৷ কারণ কত জনের হাত ঘুরে রাখি আসছে সেই বিষয়ে কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ ৷
তবে এর মধ্যেও অনন্য উদ্যোগ নিল এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ সেখানকার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা নিজেরাই রাখি তৈরি করছে গাছকে পরানোর জন্য ৷ কিন্তু এখন প্রশ্ন কেন গাছকেই রাখি পরানোর জন্য বেছে নিল তারা ? এই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর এল, আমফানের দাপটে তছনছ হয়ে গেছিল কলকাতা সহ গোটা রাজ্য ৷ শহরেই প্রায় 15 হাজারের বেশি গাছ উপড়ে পড়ে নষ্ট হয়েছে ৷ তাই বৃক্ষ সংরক্ষণ করতেই এই উদ্যোগ তাদের ৷
ওই সেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সমিত সাহা জানান, "চারিধারে ঘটা করে বৃক্ষরোপণ উৎসব পালন করা হলেও গাছগুলিকে সারা বছর ধরে সংরক্ষণ পরিচর্যা করা হয় না । এর জেরে নষ্ট হয়ে যায় একাধিক গাছ । সেই কারণে আমরা গাছকে রাখি পরিয়ে তাদের পরিচর্যা করার শপথ গ্রহণ করব । ইতিমধ্যেই শহরজুড়ে বিভিন্ন এলাকায় আমরা গাছ লাগিয়ে তার পরিচর্যা করব, এই দায়িত্ব গ্রহণ করেছি । আর এই কাজে এগিয়ে এসেছে কলকাতার বহু ক্লাব । বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের তৈরি করা রাখি পরিয়ে আমরা ক্লাবগুলির হাতে গাছ তুলে দেব । তারাই সারা বছর পরিচর্যা করবে এই গাছগুলির । সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে পরিবেশকে সুস্থ করতে হবে । আর পরিবেশ সুস্থ করার জন্য অনেক বেশি বৃক্ষ রোপণের প্রয়োজন ।"