কলকাতা, 12 মে : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শেষ (Speaker Concludes Hearing of Anti Defection against Mukul Roy) ৷ তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) রায়দান স্থগিত রেখেছেন । এদিন বিধানসভায় হাজির ছিলেন মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস-সহ অন্যরা । শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীল দাস ।
দুজনেই সংবাদমাধ্যমকে জানান, শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে ৷ খুব শীঘ্রই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর রায় জানাবেন । বিধানসভার সচিবালয় সূত্রের খবর, দিন কয়েকের মধ্যে অধ্যক্ষ চূড়ান্ত রায় ঘোষণা করবেন ।
বৃহস্পতিবার শুনানি ছিল মুকুল রায়ের (MLA Mukul Roy) বিধায়ক পদ খারিজ মামলার । এর আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রায় দিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন । তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না । মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এই রায়ের পরে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি । গত 11 এপ্রিল বিচারক বিধানসভার অধ্যক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন, রায় পুনর্বিবেচনা করে দেখার । সেই শুনানি প্রক্রিয়াই শেষ হল বৃহস্পতিবার । এখন দেখার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই মামলার কী রায় দেন !
আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের