কলকাতা, 27 জুলাই: রাজভবনে আটকে একের পর এক বিল । সেই নিয়ে আলোচনার জন্য রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (Governor La. Ganesan) সঙ্গে দেখা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee meets Governor)।
এ দিন বেলা 11টা নাগাদ আচমকা তিনি রাজভবনে (Raj Bhavan) যান । রাজভবনে তখন ছিলেন রাজ্যপাল । তাঁর সঙ্গে মিনিট তিরিশ আলোচনা করে ফিরে আসেন তিনি । অধ্যক্ষ সংবাদমাধ্যমে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ট মহলে তিনি জানিয়েছেন, এ দিনের এই সাক্ষাৎ মূলত ছিল সৌজন্য সাক্ষাৎ । তবে হাওড়া বিল-সহ একাধিক বিল এই মুহূর্তে রাজভবনে আটকে রয়েছে । সেইমতো এ দিন তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয় । জানা গিয়েছে, রাজ্যপাল তাঁকে জানিয়েছেন, তাঁর এই স্বল্প মেয়াদের মধ্যে যতটুকু তাঁর পক্ষে করা সম্ভব তিনি করবেন । এর জন্য যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তিনি নেবেন ।
প্রসঙ্গত, পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক ছিল, তা সকলেরই জানা । সে সময় একের পর এক বিল রাজভবনে আটকে রাখা হয়েছিল । এ ক্ষেত্রে রাজ্য সরকার চাইছে, নতুন রাজ্যপালের হাত দিয়ে সেই আটকে থাকা বিলগুলিকে দ্রুত পাশ করিয়ে নিতে । বিশেষ করে হাওড়ার পৌরভোট রাজভবনের গেরোয় একরকম ঝুলেই রয়েছে ।
আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে পার্থকে সরানোর সুপারিশের দাবিতে রাজভবনের পথে শুভেন্দু
এ দিন অধ্যক্ষ চেষ্টা করেছেন মূলত সমাধান না হওয়া ইস্যুগুলি নতুন রাজ্যপালের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে । এ দিন সাংবাদিকদের তরফ থেকে তাঁর কাছে এটাও জানতে চাওয়া হয়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আগেও কোনও আলোচনা হয়েছে কি না । এ প্রসঙ্গে অধ্যক্ষ জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে পরিষদীয় মন্ত্রীকে নিয়ে তাঁর কোনও আলোচনা হয়নি ।