ETV Bharat / city

WBLA Speaker Biman Banerjee : অধ্যক্ষদের সর্বভারতীয় সম্মেলনে বঙ্গ বিধানসভায় হস্তক্ষেপের অভিযোগ তুলবেন বিমান - Bengal Governor Jagdeep Dhankhar

আগামী সপ্তাহে দেশের সমস্ত বিধানসভার অধ্যক্ষদের অধিবেশন বসতে চলেছে অসমে (All India Convention of Assembly Speakers)। সেখানে থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) ৷ তিনি সেখানে বঙ্গ বিধানসভায় হস্তক্ষেপের অভিযোগ তুলবেন (speaker biman banerjee Alleges outsiders interference in west bengal assembly) ৷

speaker biman banerjee Alleges outsiders interference in west bengal assembly
WBLA Speaker Biman Banerjee : অধ্যক্ষদের সর্বভারতীয় সম্মেলনে বঙ্গ বিধানসভায় হস্তক্ষেপের অভিযোগ তুলবেন বিমান
author img

By

Published : Apr 5, 2022, 9:00 PM IST

কলকাতা, 5 এপ্রিল : অধ্যক্ষদের সর্বভারতীয় সম্মেলনে (All India Convention of Assembly Speakers) যোগ দেওয়ার আগে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) । মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন, বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে নাক গলানো হচ্ছে (speaker biman banerjee Alleges outsiders interference in west bengal assembly) ।

আগামী সপ্তাহে অসমে অধ্যক্ষদের অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশনে যোগ দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । তিনি জানিয়েছেন, এই সম্মেলনের বিষয়টি নিয়ে সরব হবেন তিনি । প্রসঙ্গত, আইনসভার চৌহদ্দিতে সুপ্রিম বস হলেন অধ্যক্ষ । কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে যেভাবে বিধানসভার কাজকর্মে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) হস্তক্ষেপ করেছেন তাতেই ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, আগেও বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিমান বন্দোপাধ্যায় । সেসময় তিনি অভিযোগ তুলেছিলেন, বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল । বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার নয়, অধ্যক্ষের এক্তিয়ার । কোনও বিল পাস করে পাঠানো হলেও অনুমতি মিলছে না । সই না করে বিল ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল । মনে করা হচ্ছে আসন্ন অধ্যক্ষদের সম্মেলনেও একই অভিযোগ নিয়ে সরব হতে পারেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ।

আসলে সাম্প্রতিক ঘটে যাওয়া বাজেট অধিবেশনে বিজেপি বিধায়কদের সাসপেনশন নিয়ে রাজ্যপালের অতি সক্রিয়তাকে আদৌ ভালো চোখে দেখছেন না বিমান । এদিন ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, সম্প্রতি ওড়িশা ও দিল্লি বিধানসভার স্পিকার তাঁর সঙ্গে দেখা করেছেন । সেই আলোচনাতেও বাইরে থেকে নাক গলানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে । একই বিষয় তিনি অসমে অধ্যক্ষদের সম্মেলনেও তুলবেন ।

তাঁর মতে, বিধানসভায় কিছু হলেই তা নিয়ে আদালতে চলে যাওয়া ও মামলা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে । এ নিয়েও স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে মতামত জানতে চাইবেন তিনি । আসলে তিনি মনে করছেন আদালত এবং রাজ্যপাল দুইয়ের হস্তক্ষেপ আইনসভা চালনার ক্ষেত্রে বাধা তৈরি করছে । তা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি করতে চান তিনি ।

আরও পড়ুন : Mamata on Economic Crisis : দেশের অর্থনৈতিক সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি মমতার

কলকাতা, 5 এপ্রিল : অধ্যক্ষদের সর্বভারতীয় সম্মেলনে (All India Convention of Assembly Speakers) যোগ দেওয়ার আগে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WBLA Speaker Biman Banerjee) । মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন, বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে নাক গলানো হচ্ছে (speaker biman banerjee Alleges outsiders interference in west bengal assembly) ।

আগামী সপ্তাহে অসমে অধ্যক্ষদের অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশনে যোগ দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । তিনি জানিয়েছেন, এই সম্মেলনের বিষয়টি নিয়ে সরব হবেন তিনি । প্রসঙ্গত, আইনসভার চৌহদ্দিতে সুপ্রিম বস হলেন অধ্যক্ষ । কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে যেভাবে বিধানসভার কাজকর্মে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) হস্তক্ষেপ করেছেন তাতেই ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, আগেও বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিমান বন্দোপাধ্যায় । সেসময় তিনি অভিযোগ তুলেছিলেন, বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল । বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার নয়, অধ্যক্ষের এক্তিয়ার । কোনও বিল পাস করে পাঠানো হলেও অনুমতি মিলছে না । সই না করে বিল ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল । মনে করা হচ্ছে আসন্ন অধ্যক্ষদের সম্মেলনেও একই অভিযোগ নিয়ে সরব হতে পারেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ।

আসলে সাম্প্রতিক ঘটে যাওয়া বাজেট অধিবেশনে বিজেপি বিধায়কদের সাসপেনশন নিয়ে রাজ্যপালের অতি সক্রিয়তাকে আদৌ ভালো চোখে দেখছেন না বিমান । এদিন ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, সম্প্রতি ওড়িশা ও দিল্লি বিধানসভার স্পিকার তাঁর সঙ্গে দেখা করেছেন । সেই আলোচনাতেও বাইরে থেকে নাক গলানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে । একই বিষয় তিনি অসমে অধ্যক্ষদের সম্মেলনেও তুলবেন ।

তাঁর মতে, বিধানসভায় কিছু হলেই তা নিয়ে আদালতে চলে যাওয়া ও মামলা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে । এ নিয়েও স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে মতামত জানতে চাইবেন তিনি । আসলে তিনি মনে করছেন আদালত এবং রাজ্যপাল দুইয়ের হস্তক্ষেপ আইনসভা চালনার ক্ষেত্রে বাধা তৈরি করছে । তা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি করতে চান তিনি ।

আরও পড়ুন : Mamata on Economic Crisis : দেশের অর্থনৈতিক সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.