ETV Bharat / city

Sourav Ganguly COVID Infection : গেট ওয়েল সুন, মহারাজকে ফলের ঝুড়ি পাঠালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর আরোগ্যবার্তা সৌরভকে (Mamata Banerjee sends greetings to Sourav Ganguly) ৷ কোভিড আক্রান্ত হয়ে কন্যা সানা-সহ তিনি এখন হোম আইসোলেশনে ৷ তার মধ্যেই পৌঁছল দ্রুত আরোগ্য কামনা করে মমতার বার্তা ৷

Sourav Ganguly Coronavirus Infection
মুখ্যমন্ত্রীর আরোগ্য বার্তা সৌরভকে
author img

By

Published : Jan 9, 2022, 10:33 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : মুখ্যমন্ত্রীর নির্দেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ফল পৌঁছে দিলেন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে । সৌরভ এবং কন্যা সানা করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন ৷ তার মধ্যেই সরকারের তরফে ফল পাঠানো হল সৌরভের বেহালা চৌরাস্তার বাড়িতে (Mamata sends Get Well Soon Fruit Basket to Sourav) ।

এদিন কাউন্সিলর সুদীপ পল্লে বীরেন রায় রোডের মা চণ্ডী ভবনে পৌঁছলে তাঁকে স্বাগত জানান সৌরভপত্নী ডোনা ৷ করোনা পরিস্থিতিতে কোভিড রোগীদের সুস্থতা কামনা করে তাঁদের ফলের ঝুড়ি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ফলের ঝুড়িতে লেখা রয়েছে 'গেট ওয়েল সুন' । স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে ।

এদিন সৌরভের ওয়ার্ড 123 নম্বরের কাউন্সিলর সুদীপ পল্লে সৌরভের শারিরীক অবস্থার খোঁজ নেন । খোঁজ নেন সানারও ৷ বাড়ির একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় সৌরভ নিজে খুব চিন্তিত । তিনি নিজে করোনা আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন । চারদিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন । তারপর থেকেই নিভৃতবাসে ৷

তাঁর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং খোঁজ নিয়েছিলেন । খোঁজ নেওয়ার তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী মোদিও ৷ এবার মুখ্যমন্ত্রীর 'গেট ওয়েল সুন' লেখা ফলের ঝুড়ি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সৌরভ ৷ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক সবসময়ই ভাল । বাড়িতে গিয়েও মুখ্যমন্ত্রী সৌরভের সঙ্গে সময় কাটিয়ে এসেছিলেন । এদিনের ঘটনা তারই বর্ধিত কোলাজ ।

আরও পড়ুন : Sanitization in Sourav Ganguly's House : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ, মহারাজের বাড়ি স্যানিটাইজ করল পৌরনিগম

কলকাতা, 9 জানুয়ারি : মুখ্যমন্ত্রীর নির্দেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ফল পৌঁছে দিলেন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে । সৌরভ এবং কন্যা সানা করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন ৷ তার মধ্যেই সরকারের তরফে ফল পাঠানো হল সৌরভের বেহালা চৌরাস্তার বাড়িতে (Mamata sends Get Well Soon Fruit Basket to Sourav) ।

এদিন কাউন্সিলর সুদীপ পল্লে বীরেন রায় রোডের মা চণ্ডী ভবনে পৌঁছলে তাঁকে স্বাগত জানান সৌরভপত্নী ডোনা ৷ করোনা পরিস্থিতিতে কোভিড রোগীদের সুস্থতা কামনা করে তাঁদের ফলের ঝুড়ি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ফলের ঝুড়িতে লেখা রয়েছে 'গেট ওয়েল সুন' । স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে ।

এদিন সৌরভের ওয়ার্ড 123 নম্বরের কাউন্সিলর সুদীপ পল্লে সৌরভের শারিরীক অবস্থার খোঁজ নেন । খোঁজ নেন সানারও ৷ বাড়ির একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় সৌরভ নিজে খুব চিন্তিত । তিনি নিজে করোনা আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন । চারদিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন । তারপর থেকেই নিভৃতবাসে ৷

তাঁর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং খোঁজ নিয়েছিলেন । খোঁজ নেওয়ার তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী মোদিও ৷ এবার মুখ্যমন্ত্রীর 'গেট ওয়েল সুন' লেখা ফলের ঝুড়ি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সৌরভ ৷ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক সবসময়ই ভাল । বাড়িতে গিয়েও মুখ্যমন্ত্রী সৌরভের সঙ্গে সময় কাটিয়ে এসেছিলেন । এদিনের ঘটনা তারই বর্ধিত কোলাজ ।

আরও পড়ুন : Sanitization in Sourav Ganguly's House : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ, মহারাজের বাড়ি স্যানিটাইজ করল পৌরনিগম

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.