ETV Bharat / city

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, আজই শেষকৃত্য

একমাসের বেশি সময় ধরে বেসরকারি হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছিল ।

Soumitra Chatterjee passed away
সৌমিত্র চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 15, 2020, 12:23 PM IST

Updated : Nov 15, 2020, 7:11 PM IST

কলকাতা, 15 নভেম্বর : প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 85 । তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ বেলা 12টা 15 মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় । দুপুর দু'টো নাগাদ তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে । পরে টেকনিশিয়ান স্টুডিয়োতে দেহ শায়িত রাখা হবে । সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে । সাড়ে পাঁচটার সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ কেওড়াতলা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হবে । 6টা 15 মিনিট থেকে 6টা 30 মিনিটের মধ্যে গান স্যালুট দেওয়া হবে ।

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 6 অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করা হয়েছিল । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা ।

12 নভেম্বর তাঁর প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস করা হয়েছিল। একদিন অন্তর একদিন প্লাজ়মাফেরেসিসের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । গতকাল চিকিৎসক জানিয়েছিলেন, "গত 24 ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা ভালো নেই । বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার জন্য আমাদের চেষ্টা চলছে । তবে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্রবাবু । খুব সংকটে রয়েছেন তিনি । একমাত্র মিরাকলই পারে সৌমিত্রবাবুকে সুস্থ করে তুলতে।"

আজ সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসুকে হাসপাতালে ডেকে পাঠান চিকিৎসকরা । এরপর বেলা 12টা 15মিনিট নাগাদ সৌমিত্রবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে হাসপাতালের তরফে জানানো হয় ।

কলকাতা, 15 নভেম্বর : প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 85 । তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ বেলা 12টা 15 মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় । দুপুর দু'টো নাগাদ তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে । পরে টেকনিশিয়ান স্টুডিয়োতে দেহ শায়িত রাখা হবে । সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে । সাড়ে পাঁচটার সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ কেওড়াতলা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হবে । 6টা 15 মিনিট থেকে 6টা 30 মিনিটের মধ্যে গান স্যালুট দেওয়া হবে ।

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 6 অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করা হয়েছিল । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা ।

12 নভেম্বর তাঁর প্রথম পর্বের প্লাজ়মাফেরেসিস করা হয়েছিল। একদিন অন্তর একদিন প্লাজ়মাফেরেসিসের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । গতকাল চিকিৎসক জানিয়েছিলেন, "গত 24 ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা ভালো নেই । বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার জন্য আমাদের চেষ্টা চলছে । তবে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্রবাবু । খুব সংকটে রয়েছেন তিনি । একমাত্র মিরাকলই পারে সৌমিত্রবাবুকে সুস্থ করে তুলতে।"

আজ সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসুকে হাসপাতালে ডেকে পাঠান চিকিৎসকরা । এরপর বেলা 12টা 15মিনিট নাগাদ সৌমিত্রবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে হাসপাতালের তরফে জানানো হয় ।

Last Updated : Nov 15, 2020, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.