ETV Bharat / city

স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন সোমেন মিত্র - সোমেন মিত্রর শারীরিক অবস্থা

কিডনির অবস্থা ভালো না থাকায় সংকট বেড়েছে । আরও 48 ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সোমেন মিত্র ।

Health condition Somen Mitra
সোমেন মিত্র
author img

By

Published : Jul 28, 2020, 5:57 AM IST

কলকাতা, 28 জুলাই: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে বিপন্মুক্ত নন । সোমবার বিকেলেও তাঁর ডায়ালিসিস হয়েছে । এই নিয়ে টানা চারদিন ডায়ালিসিস হল । কিডনির অবস্থা ভালো না থাকায় সংকট বেড়েছে । চিকিৎসকরা আরও 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চান ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র সোমবার জানান, বিকেলে বাবার একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে । বিকেলেই হয়েছে ডায়ালিসিস । তাঁর ক্রিয়েটিনিন লেভেল 1.6 । যদিও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে । চলতি সপ্তাহে পেসমেকার বসানোর কথা রয়েছে । সবকিছু ঠিক থাকলে তবেই পেসমেকার বসানো করা হবে ।

গত 12 দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমেন মিত্র । নতুন করে কোরোনা পরীক্ষা করা হয়েছে । যদিও সেই রিপোর্ট নেগেটিভ এসেছে । নিয়মিত খাবার খেলেও পরিমাণ কমে গেছে বর্ষীয়ান কংগ্রেস নেতার । ফুসফুসের সমস্যাও রয়েছে । কিডনির সমস্যা বাড়ায় নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন পড়ছে বলে জানিয়েছেন পরিবার ও চিকিৎসকরা ।

কলকাতা, 28 জুলাই: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে বিপন্মুক্ত নন । সোমবার বিকেলেও তাঁর ডায়ালিসিস হয়েছে । এই নিয়ে টানা চারদিন ডায়ালিসিস হল । কিডনির অবস্থা ভালো না থাকায় সংকট বেড়েছে । চিকিৎসকরা আরও 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চান ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র সোমবার জানান, বিকেলে বাবার একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে । বিকেলেই হয়েছে ডায়ালিসিস । তাঁর ক্রিয়েটিনিন লেভেল 1.6 । যদিও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে । চলতি সপ্তাহে পেসমেকার বসানোর কথা রয়েছে । সবকিছু ঠিক থাকলে তবেই পেসমেকার বসানো করা হবে ।

গত 12 দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমেন মিত্র । নতুন করে কোরোনা পরীক্ষা করা হয়েছে । যদিও সেই রিপোর্ট নেগেটিভ এসেছে । নিয়মিত খাবার খেলেও পরিমাণ কমে গেছে বর্ষীয়ান কংগ্রেস নেতার । ফুসফুসের সমস্যাও রয়েছে । কিডনির সমস্যা বাড়ায় নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন পড়ছে বলে জানিয়েছেন পরিবার ও চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.