ETV Bharat / city

আজ থেকে শুরু তৃণমূলের ‘‘সোজা বাংলায় বলছি’’ - সোজা বাংলায় বলছি

2021-এর নির্বাচনকে সামনে রেখে আজ থেকে নতুন প্রচার অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস । ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বে চলবে এই প্রচার অভিযান ৷

TMC election campaign for 2021
তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Jul 26, 2020, 8:06 AM IST

Updated : Jul 26, 2020, 8:59 AM IST

কলকাতা, 26 জুলাই : বহিরাগতরা নয় । বাংলা চালাবে বাঙালিরাই । 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই বাংলা ভাষাকে সামনে রেখেই নতুন প্রচার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস । আজ থেকে শুরু হচ্ছে "সোজা বাংলায় বলছি" ।

এর আগে ‘‘দিদিকে বলো’’ ও ‘‘বাংলার গর্ব মমতা’’-র মতো একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস । ‘‘দিদিকে বলো’-র মাধ্যমে ব্যাপক জনসংযোগ গড়ে তুলেছিল তারা । আর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তারা বাংলা ভাষা বাঙালির আবেগকেই হাতিয়ার করতে চাইছে । তাই এবার "সোজা বাংলায় বলছি" নামে প্রচার অভিযান শুরু করতে চলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত ।

এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভাব-অভিযোগ নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলে ধরবে । এই প্রচার অভিযানের দায়িত্বে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । 2021-এর বিধানসভা ভোট পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে ।

21-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস । সাংগঠনিক স্তরেও একাধিক রদবদল ঘটানো হয়েছে । বদল করা হয়েছে একাধিক জেলা সভাপতি । আর এবার নতুন প্রচার অভিযান শুরু করছে তারা ।

কলকাতা, 26 জুলাই : বহিরাগতরা নয় । বাংলা চালাবে বাঙালিরাই । 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই বাংলা ভাষাকে সামনে রেখেই নতুন প্রচার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস । আজ থেকে শুরু হচ্ছে "সোজা বাংলায় বলছি" ।

এর আগে ‘‘দিদিকে বলো’’ ও ‘‘বাংলার গর্ব মমতা’’-র মতো একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস । ‘‘দিদিকে বলো’-র মাধ্যমে ব্যাপক জনসংযোগ গড়ে তুলেছিল তারা । আর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তারা বাংলা ভাষা বাঙালির আবেগকেই হাতিয়ার করতে চাইছে । তাই এবার "সোজা বাংলায় বলছি" নামে প্রচার অভিযান শুরু করতে চলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত ।

এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভাব-অভিযোগ নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলে ধরবে । এই প্রচার অভিযানের দায়িত্বে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । 2021-এর বিধানসভা ভোট পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে ।

21-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস । সাংগঠনিক স্তরেও একাধিক রদবদল ঘটানো হয়েছে । বদল করা হয়েছে একাধিক জেলা সভাপতি । আর এবার নতুন প্রচার অভিযান শুরু করছে তারা ।

Last Updated : Jul 26, 2020, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.