ETV Bharat / city

এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন : অজয় নায়েক - kolkata

"এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন।" আজ কমিশন থেকে থেকে বেরোনোর পথে একথা বলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

অজয় নায়েক
author img

By

Published : Apr 23, 2019, 5:48 PM IST

Updated : Apr 23, 2019, 7:00 PM IST

কলকাতা, 23 এপ্রিল : "এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন।" আজ কমিশন থেকে থেকে বেরোনোর পথে একথা বলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

প্রায় শেষের পথে রাজ্যের তৃতীয় দফার ভোট। নির্বাচন কমিশনের বিশেষ নজর ছিল মুর্শিদাবাদের উপর। আজ পাঁচটি কেন্দ্রে মোট 314 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুধু 150 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু তারপরও একাধিক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটে। রানিনগর, চাঁচল ও ডোমকলে বোমাবাজি হয়। ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংঘর্ষে একজন ভোটারের মৃত্যু হয়।

ভিডিয়োয় শুনুন অজয় নায়েকের বক্তব্য

তবে অজয় নায়েক জানালেন এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন।

কলকাতা, 23 এপ্রিল : "এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন।" আজ কমিশন থেকে থেকে বেরোনোর পথে একথা বলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

প্রায় শেষের পথে রাজ্যের তৃতীয় দফার ভোট। নির্বাচন কমিশনের বিশেষ নজর ছিল মুর্শিদাবাদের উপর। আজ পাঁচটি কেন্দ্রে মোট 314 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুধু 150 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু তারপরও একাধিক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটে। রানিনগর, চাঁচল ও ডোমকলে বোমাবাজি হয়। ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংঘর্ষে একজন ভোটারের মৃত্যু হয়।

ভিডিয়োয় শুনুন অজয় নায়েকের বক্তব্য

তবে অজয় নায়েক জানালেন এখনও পর্যন্ত ভালোই হয়েছে নির্বাচন।

Last Updated : Apr 23, 2019, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.