ETV Bharat / city

লকডাউন : সংক্রমণমুক্ত করা হল হলদিয়া বন্দর - lockdown

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 6:22 PM IST

Updated : Apr 5, 2020, 8:13 PM IST

18:17 April 05

কলকাতা, 5 এপ্রিল : লকডাউনের আজ 12 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
কলকাতার মাছের বাজার
  • লকডাউনের রবিবারে ভিড় বাড়ছে মাছের বাজারে ।

16:48 April 05

Lockdown
পথকুকুরদের মুখে তুলে দেওয়া হচ্ছে খাবার
  • লকডাউনের মধ্যে বালুরঘাটের অভুক্ত কুকুরদের মুখে খাবার তুলে দিচ্ছেন বেশকিছু যুবক-যুবতী।

16:47 April 05

  • লকডাউনকে উপেক্ষা করে বাড়িতে গোপনে মদ বিক্রি করা নিয়ে ব্যাপক গন্ডগোল রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় ।

16:43 April 05

  • নিজ়ামউদ্দিন যোগে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত আরও এ,

16:41 April 05

  • কোয়ারান্টাইন সেন্টার গড়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে পাড়ুইয়ের তালিবপুর গ্রাম ৷ চলছে পুলিশি টহল।

16:37 April 05

Lockdown
রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ছবি
  • নিয়ম মেনে 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার জন্য 12 জন বাসিন্দাকে ফুল, চকলেট ও মাস্ক দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অসীম অধিকারী ।

16:37 April 05

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • হলদিয়া বন্দরের এক ঠিকাকর্মীর শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চলছে বন্দর এলাকা সংক্রমণমুক্ত করার কাজ।

16:37 April 05

  • ফের কোরোনা সম্পর্কিত ভুয়ো খবর সোশাল মিডিয়ায় পোস্ট । পুরুলিয়ায় গ্রেফতার আরও চার যুবক l

16:07 April 05

  • পুলিশকর্মীদের  জন্য পৃথক কোয়ারান্টাইন সেন্টার খোলা হল কোচবিহারে।

18:17 April 05

কলকাতা, 5 এপ্রিল : লকডাউনের আজ 12 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
কলকাতার মাছের বাজার
  • লকডাউনের রবিবারে ভিড় বাড়ছে মাছের বাজারে ।

16:48 April 05

Lockdown
পথকুকুরদের মুখে তুলে দেওয়া হচ্ছে খাবার
  • লকডাউনের মধ্যে বালুরঘাটের অভুক্ত কুকুরদের মুখে খাবার তুলে দিচ্ছেন বেশকিছু যুবক-যুবতী।

16:47 April 05

  • লকডাউনকে উপেক্ষা করে বাড়িতে গোপনে মদ বিক্রি করা নিয়ে ব্যাপক গন্ডগোল রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় ।

16:43 April 05

  • নিজ়ামউদ্দিন যোগে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত আরও এ,

16:41 April 05

  • কোয়ারান্টাইন সেন্টার গড়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে পাড়ুইয়ের তালিবপুর গ্রাম ৷ চলছে পুলিশি টহল।

16:37 April 05

Lockdown
রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ছবি
  • নিয়ম মেনে 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার জন্য 12 জন বাসিন্দাকে ফুল, চকলেট ও মাস্ক দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অসীম অধিকারী ।

16:37 April 05

Lockdown
চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • হলদিয়া বন্দরের এক ঠিকাকর্মীর শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চলছে বন্দর এলাকা সংক্রমণমুক্ত করার কাজ।

16:37 April 05

  • ফের কোরোনা সম্পর্কিত ভুয়ো খবর সোশাল মিডিয়ায় পোস্ট । পুরুলিয়ায় গ্রেফতার আরও চার যুবক l

16:07 April 05

  • পুলিশকর্মীদের  জন্য পৃথক কোয়ারান্টাইন সেন্টার খোলা হল কোচবিহারে।
Last Updated : Apr 5, 2020, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.