ETV Bharat / city

লকডাউন : কোরোনার চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিকেলে - coronavirus updates

Lockdown
লকডাউন বাংলা
author img

By

Published : Apr 9, 2020, 11:15 AM IST

Updated : Apr 9, 2020, 6:03 PM IST

17:58 April 09

কলকাতা, 9 এপ্রিল : লকডাউন আজ 16 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
লকডাউনে সজাগ পুরুলিয়া জেলা পুলিশ
  • লক ডাউন এবং সামাজিক দূরত্ব সরেজমিনে খতিয়ে দেখতে শহরের রাস্তায় পুরুলিয়ার পুলিশ সুপার ।

17:57 April 09

Lockdown
ভারত-ভূটান সীমান্তের সড়কে আঁকা হল রঙ-বেরঙের ছবি
  • কোরোনা সংক্রমন নিয়ে জনসাধারণকে সচেতন করতে ভারত-ভূটান সীমান্তের সড়কে আঁকা হল রঙ-বেরঙের ছবি, লেখা হল কোরোনার সর্তকবার্তা ।

17:56 April 09

Lockdown
উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুঙিদীঘি বাজারের ছবি
  • লক ডাউন অমান্য করে হাজার হাজার মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুঙিদীঘি বাজারে।

17:56 April 09

Lockdown
উজালা যোজনার গ্যাস
  • দক্ষিণ দিনাজপুরে লকডাউনকে উপেক্ষা করেই উজালা যোজনার গ্যাস নিতে দোকানের সামনে ভিড় সাধারণ মানুষের ।

17:55 April 09

  • কোরোনার চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিকেলে, সিদ্ধান্ত টাস্কফোর্সের ।

17:54 April 09

  • রেশনে মিলছে না চাল, একপ্রকার অভুক্তই দিন কাটছে হাওড়ার সাঁকরাইলের একাংশের ।

10:49 April 09

Lockdown
আজ সকালের পাটুলি থানা এলাকার ছবি
  • সচেতনতার পথচিত্র এবার কলকাতাতেও । পাটুলি থানা এলাকায় রাস্তার উপর দেখা গেল এমনই ছবি ।

10:49 April 09

Lockdown
চলছে জীবাণুমুক্ত করার কাজ
  • কলকাতা শহরকে সংক্রমণমুক্ত রাখতে মাঠে নেমেছে পৌর নিগম । দমকল দপ্তরকেও নামানো হয়েছে কাজে । বিভিন্ন সরকারি অফিস এবং থানাগুলিতে চলছে জীবাণুমুক্ত করার কাজ ।

10:49 April 09

  • জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত কোচবিহারের কিশোরীর শরীরে ছিল না ভাইরাসের হদিস । স্বস্তিতে জেলা প্রশাসন ।

10:41 April 09

Lockdown
দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডে আজ সকালের ছবি
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন দুর্গাপুর 16 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীরা ।

17:58 April 09

কলকাতা, 9 এপ্রিল : লকডাউন আজ 16 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
লকডাউনে সজাগ পুরুলিয়া জেলা পুলিশ
  • লক ডাউন এবং সামাজিক দূরত্ব সরেজমিনে খতিয়ে দেখতে শহরের রাস্তায় পুরুলিয়ার পুলিশ সুপার ।

17:57 April 09

Lockdown
ভারত-ভূটান সীমান্তের সড়কে আঁকা হল রঙ-বেরঙের ছবি
  • কোরোনা সংক্রমন নিয়ে জনসাধারণকে সচেতন করতে ভারত-ভূটান সীমান্তের সড়কে আঁকা হল রঙ-বেরঙের ছবি, লেখা হল কোরোনার সর্তকবার্তা ।

17:56 April 09

Lockdown
উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুঙিদীঘি বাজারের ছবি
  • লক ডাউন অমান্য করে হাজার হাজার মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুঙিদীঘি বাজারে।

17:56 April 09

Lockdown
উজালা যোজনার গ্যাস
  • দক্ষিণ দিনাজপুরে লকডাউনকে উপেক্ষা করেই উজালা যোজনার গ্যাস নিতে দোকানের সামনে ভিড় সাধারণ মানুষের ।

17:55 April 09

  • কোরোনার চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিকেলে, সিদ্ধান্ত টাস্কফোর্সের ।

17:54 April 09

  • রেশনে মিলছে না চাল, একপ্রকার অভুক্তই দিন কাটছে হাওড়ার সাঁকরাইলের একাংশের ।

10:49 April 09

Lockdown
আজ সকালের পাটুলি থানা এলাকার ছবি
  • সচেতনতার পথচিত্র এবার কলকাতাতেও । পাটুলি থানা এলাকায় রাস্তার উপর দেখা গেল এমনই ছবি ।

10:49 April 09

Lockdown
চলছে জীবাণুমুক্ত করার কাজ
  • কলকাতা শহরকে সংক্রমণমুক্ত রাখতে মাঠে নেমেছে পৌর নিগম । দমকল দপ্তরকেও নামানো হয়েছে কাজে । বিভিন্ন সরকারি অফিস এবং থানাগুলিতে চলছে জীবাণুমুক্ত করার কাজ ।

10:49 April 09

  • জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত কোচবিহারের কিশোরীর শরীরে ছিল না ভাইরাসের হদিস । স্বস্তিতে জেলা প্রশাসন ।

10:41 April 09

Lockdown
দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডে আজ সকালের ছবি
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন দুর্গাপুর 16 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীরা ।
Last Updated : Apr 9, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.