ETV Bharat / city

লকডাউন : রাজ্যে সুস্থ আরও তিন - Lockdown

ছবি
ছবি
author img

By

Published : Apr 8, 2020, 10:07 AM IST

09:59 April 08

কলকাতা, 8 এপ্রিল : লকডাউন আজ 14 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে সুস্থ আরও তিন । ওই তিনজনকে আজই বেলেঘাটা ID হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ।

09:59 April 08

  • কোরোনা দুর্গত মানুষদের জন্য এবার 21 টি কমিউনিটি কিচেন চালু করছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রতিদিন হবে 40 হাজার মানুষের খাবারের ব্যবস্থা‌ ।

09:57 April 08

Lockdown
লাইন বাড়ছে রেশন দোকানের বাইরে
  • রেশন দোকানের সামনে লম্বা লাইন দক্ষিণ দিনাজপুরে ।

09:55 April 08

  • রেশনের জন্য কুপন বিলিতে বিশৃঙ্খলার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে ।

09:59 April 08

কলকাতা, 8 এপ্রিল : লকডাউন আজ 14 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে সুস্থ আরও তিন । ওই তিনজনকে আজই বেলেঘাটা ID হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ।

09:59 April 08

  • কোরোনা দুর্গত মানুষদের জন্য এবার 21 টি কমিউনিটি কিচেন চালু করছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রতিদিন হবে 40 হাজার মানুষের খাবারের ব্যবস্থা‌ ।

09:57 April 08

Lockdown
লাইন বাড়ছে রেশন দোকানের বাইরে
  • রেশন দোকানের সামনে লম্বা লাইন দক্ষিণ দিনাজপুরে ।

09:55 April 08

  • রেশনের জন্য কুপন বিলিতে বিশৃঙ্খলার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.