কলকাতা, 27 জুলাই : এখন থেকে আর কলকাতা পৌরনিগমের পার্কগুলিতে ধূমপান করা যাবে না । গতকাল এই সিদ্ধান্তের কথা জানান মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমার । তিনি জানান, দেশপ্রিয় পার্কের চিলড্রেন্স পার্কে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ করা হল । এরপর কলকাতার সমস্ত পার্কগুলিকে ধাপে ধাপে ধূমপান নিষিদ্ধ করা হবে । কলকাতা পৌরনিগমের অন্তর্গত প্রায় 720টি পার্ক রয়েছে । দেবাশিস কুমার জানিয়েছেন, এই পার্কগুলির মধ্যে বেশ কয়েকটি পার্কে চিলড্রেনস পার্ক রয়েছ । ধূমপান নিষিদ্ধ করার কাজ শুরু হয়ে গেছে । আগামী দিনে সবকটি চিল্ড্রেন্স পার্কে ধূমপান নিষিদ্ধ করা হবে ।
দেবাশিস কুমার জানিয়েছেন, পৌরনিগমের চিলড্রেনস পার্কগুলোতে ধূমপান বিরোধী পোষ্টার বোর্ড লাগানো হবে । এরপরও ধূমপান করতে এখনই জরিমানা করা হবে না । ভবিষ্যতে এবিষয়ে ভাবা হবে । দেবাশিসবাবুর কথায়, "নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের লক্ষ্য । আইন থাকলেও তা মানা হয় না । তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক সেটাই কাম্য । ধূমপান যেমন শরীরের ক্ষতি করে তেমনই পরিবেশে দূষণের মাত্রা বাড়াচ্ছে । ধূমপানের ফলে পার্কে শিশুদেরও ক্ষতি হয় । তাই চিলড্রেন্স পার্কগুলিতে ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে । পার্কের নিরাপত্তাকর্মীদের এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে । তাঁরা নজরদারি চালাবেন । এই কাজ সফল করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে ।"
গত 10 মে ধূমপান বিরোধী দিবস ছিল । দেবাশিসবাবু জানান, সেদিন বিভিন্ন কারণে সিদ্ধান্ত নেওয়া যায়নি । তবে এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই ভাবা হয়েছে । তাঁরা তা বাস্তবায়িত করার চেষ্টা করবেন ।