ETV Bharat / city

হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ! - arrest

একপাটি হাওয়াই চটির সূত্র ধরে চোর ধরল নিউ আলিপুর থানার পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ৷

হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ
author img

By

Published : Jul 25, 2019, 2:07 PM IST

Updated : Jul 25, 2019, 2:20 PM IST

কলকাতা, 25 জুলাই : শুধুমাত্র একপাটি হাওয়াই চটি । সূত্র বলতে ব্যস এটুকুই । সেই হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ ! তাও মাত্র 40 মিনিটে । উদ্ধার হয়েছে চুরির জিনিস ।

পুলিশ সূত্রে খবর, গতরাতে আড়াইটা নাগাদ 100 ডায়ালে একটি ফোন পায় লালবাজার । ফোনের ওপারে অরিন্দম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি । কন্ট্রোলরুম জানতে চায় ঠিকানা । উত্তর আসে, নিউ আলিপুরের সাহাপুরের শীতলাতলা রোড । খবর যায় নিউ আলিপুর থানায় । তৎক্ষণাৎ সক্রিয় হয় পুলিশ । পৌঁছে যায় অরিন্দমবাবুর বাড়িতে ।

thief, arrest, a pair of slipper
উদ্ধার হওয়া মোবাইল

অরিন্দমবাবু জানান, বাড়িতে খুটখাট একটা আওয়াজ হচ্ছিল । আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায় । দেখতে পান, অন্ধকারের মধ্যে কেউ একজন তাঁর দোতলার বেডরুমে ঘুরে বেড়াচ্ছে । চোর সন্দেহে শুরু করেন চিৎকার । চিৎকার শুনেই চম্পট দেয় চোর । আর তারপরই তিনি ১০০ ডায়াল করেন ।

পুলিশ ঘটনাস্থানে পৌঁছে প্রথমেই খুঁজে পায় একপাটি হাওয়াই চটি । যা দেখে পুলিশের অনুমান পাইপ বেয়ে উঠেছিল চোর । এবার শুরু হয় চোরের খোঁজ । চারপাশে ছড়িয়ে পড়ে পুলিশ । সন্দেহের জায়গা থেকে মাঝেরহাট, নিউ আলিপুর স্টেশনেও যায় পুলিশ । কারণ, এর আগে বেশ কয়েকটি ঘটনায় ট্রেন ধরেই চম্পট দিয়েছিল চোর । ভোর 3 টে 10 মিনিট নাগাদ পুলিশ নিউ আলিপুর স্টেশনে এক পায়ে চটি পড়া একজনকে দেখতে পায় । তৎক্ষণাৎ পাকড়াও করা হয় তাকে । তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া দুটি ফোন এবং নগদ টাকা । জানা যায়, ওই ব্যক্তির নাম শেখ রাকেশ । বাড়ি দক্ষিণ 24 পরগনার দলারহাটে । গতকাল পুলিশ তল্লাশি চালায় তার বাড়িতে । উদ্ধার হয় আরও 13 টি মোবাইল ফোন ।

কলকাতা, 25 জুলাই : শুধুমাত্র একপাটি হাওয়াই চটি । সূত্র বলতে ব্যস এটুকুই । সেই হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ ! তাও মাত্র 40 মিনিটে । উদ্ধার হয়েছে চুরির জিনিস ।

পুলিশ সূত্রে খবর, গতরাতে আড়াইটা নাগাদ 100 ডায়ালে একটি ফোন পায় লালবাজার । ফোনের ওপারে অরিন্দম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি । কন্ট্রোলরুম জানতে চায় ঠিকানা । উত্তর আসে, নিউ আলিপুরের সাহাপুরের শীতলাতলা রোড । খবর যায় নিউ আলিপুর থানায় । তৎক্ষণাৎ সক্রিয় হয় পুলিশ । পৌঁছে যায় অরিন্দমবাবুর বাড়িতে ।

thief, arrest, a pair of slipper
উদ্ধার হওয়া মোবাইল

অরিন্দমবাবু জানান, বাড়িতে খুটখাট একটা আওয়াজ হচ্ছিল । আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায় । দেখতে পান, অন্ধকারের মধ্যে কেউ একজন তাঁর দোতলার বেডরুমে ঘুরে বেড়াচ্ছে । চোর সন্দেহে শুরু করেন চিৎকার । চিৎকার শুনেই চম্পট দেয় চোর । আর তারপরই তিনি ১০০ ডায়াল করেন ।

পুলিশ ঘটনাস্থানে পৌঁছে প্রথমেই খুঁজে পায় একপাটি হাওয়াই চটি । যা দেখে পুলিশের অনুমান পাইপ বেয়ে উঠেছিল চোর । এবার শুরু হয় চোরের খোঁজ । চারপাশে ছড়িয়ে পড়ে পুলিশ । সন্দেহের জায়গা থেকে মাঝেরহাট, নিউ আলিপুর স্টেশনেও যায় পুলিশ । কারণ, এর আগে বেশ কয়েকটি ঘটনায় ট্রেন ধরেই চম্পট দিয়েছিল চোর । ভোর 3 টে 10 মিনিট নাগাদ পুলিশ নিউ আলিপুর স্টেশনে এক পায়ে চটি পড়া একজনকে দেখতে পায় । তৎক্ষণাৎ পাকড়াও করা হয় তাকে । তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া দুটি ফোন এবং নগদ টাকা । জানা যায়, ওই ব্যক্তির নাম শেখ রাকেশ । বাড়ি দক্ষিণ 24 পরগনার দলারহাটে । গতকাল পুলিশ তল্লাশি চালায় তার বাড়িতে । উদ্ধার হয় আরও 13 টি মোবাইল ফোন ।

Intro:কলকাতা, ২৫ কলকাতা: শুধুমাত্র একপাটি হাওয়াই চটি। সূত্র বলতে এই টুকুই। সেই হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ! তাও মাত্র 40 মিনিটে। উদ্ধার হয়েছে চুরির মাল। Body:পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ ১০০ ডায়ালে একটি ফোন পায় লালবাজার। ফোনের ওপ্রান্তে অরিন্দম চট্টোপাধ্যায় নামে এক ব্যাক্তি। কন্ট্রোলরুম জানতে চায় ঠিকানা। উত্তর আসে, নিউ আলিপুরের সাহাপুরের শীতলাতলা রোড। খবর যায় নিউ আলিপুর থানায়। তৎক্ষণাৎ সক্রিয় হয় পুলিশ। পৌঁছে যায় অরিন্দম বাবুর বাড়িতে।

অরিন্দম বাবু জানান, বাড়িতে খুটখাট একটা আওয়াজ হচ্ছিল। যাতে তাঁর ঘুম ভেঙে যায়। দেখতে পান, অন্ধকারের মধ্যে কেউ একজন তাঁর দোতলার বেডরুমে ঘুরে বেড়াচ্ছে। এ নির্ঘাত চোর! শুরু করেন চিৎকার। আর তাতেই চম্পট দেয় চোর। আর তারপরেই ১০০ ডায়ালে ফোন। নিউ আলিপুর থানার পুলিশ এসে প্রথমেই খুঁজে পায় একপাটি হাওয়াই চটি। বোঝা যায়, পাইপ বেয়ে উঠে ছিল চোর। এবার শুরু হয় চোরের খোঁজ। চারপাশে ছড়িয়ে পড়ে পুলিশ। সন্দেহের জায়গা থেকে মাঝেরহাট, নিউ আলিপুর স্টেশনেও যায় পুলিশ। কারণ, এর আগে বেশ কয়েকটি ঘটনায় ট্রেন ধরেই চম্পট দিয়েছিল চোর।
Conclusion:দেখা যায় পুলিশের সন্দেহ ঠিক। ভোর তিনটে দশ নাগাদ পুলিশ নিউ আলিপুর স্টেশনে এক পায়ে চটি পড়া একজনকে দেখতে পায়। তৎক্ষণাৎ পাকড়াও করা হয় তাকে। তল্লাশি চালাতে পুলিশ চুরি যাওয়া দুটো ফোন এবং নগদ টাকা উদ্ধার করে। জানা যায়, চোরের নাম শেখ রাকেশ। বাড়ি দক্ষিণ 24 পরগনার দলারহাটে। গতকাল পুলিশ তল্লাশি চালায় তার বাড়িতে। উদ্ধার হয় আরো 13 টি মোবাইল ফোন।




Last Updated : Jul 25, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.