কলকাতা, 25 মে : দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের 313 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে ৷ এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন সৌতিক পণ্ডা, কৌশিক চক্রবর্তী, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মাইতি, সরোজ মণ্ডল ও ধ্রুব ভট্টাচার্য ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বুদ্ধদেবকে হাসপাতালে নিয়ে আসার পরই তাঁর চেস্ট স্ক্যান করা হয়েছে ৷ যার রিপোর্ট পাওয়া যাবে এদিন রাতে ৷ প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসে বেশ কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে ৷ তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে অভিজ্ঞ রেডিওলজিস্টের সঙ্গে কথা হচ্ছে ৷ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বুদ্ধদেবের রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ সন্ধেবেলা সেই সব পরীক্ষার রিপোর্ট হাতে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে ৷
হাসপাতাল সূত্রে খবর, আপাতত বাইপাপ সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ৷ অর্থাৎ কৃত্রিমভাবেই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ পাশাপাশি, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় প্রয়োজনীয় অ্য়ান্টিবায়োটিক ও স্টেরয়েডও দেওয়া হচ্ছে ৷ তবে বুদ্ধদেবকে নিয়ে চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে তাঁর সিওপিডি-র সমস্য়া ৷ কারণ, সেটি আরও বেড়েছে ৷
আরও পড়ুন : বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে
এরই মধ্য়ে স্বস্তির বিষয় হল বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা কমলেও, কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বিশেষ বাড়েনি ৷ তাই আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলা যায় ৷ তাছাড়া, সুগারের সমস্যাও নেই ৷ তবে স্টেরয়েড চলায় সতর্কতা হিসাবেই দিনে তিনবার সুগার টেস্ট করা হচ্ছে ৷ এর পাশাপাশি ব্ল্যাক ফাংগাসের কোনও সমস্যা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ বুদ্ধদেবকে যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে, তার কোনও বিরূপ প্রভাব তাঁর শরীরে পড়ছে কি না, সেটাও নজরে রাখা হচ্ছে ৷ বারবার তাঁর পুরনো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টগুলির তুলনা করে দেখা হচ্ছে ৷