ETV Bharat / city

Closure of Vidyasagar Setu : 6 ঘণ্টা বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু, ট্রাফিক পুলিশের তৎপরতায় হল না যানজট - 6 ঘণ্টা বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু, ট্রাফিক পুলিশের সফল পরিকল্পনায় হল না যানজট

স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন বিদ্যাসাগর সেতু বন্ধ (Closure of Vidyasagar Setu ) রাখা হবে বলে আগেই জানিয়েছিল হাওড়া সিটি পুলিশ ৷

Vidyasagar Setu closed
6 ঘণ্টা বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু
author img

By

Published : Feb 13, 2022, 4:25 PM IST

হাও়ড়া, 13 ফেব্রুয়ারি : স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার সকাল থেকে 6 ঘণ্টার জন্য বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু ( Vidyasagar Setu closed for 6hrs ) ৷ এদিন এই সেতু বন্ধ রাখার কথা আগেই জানিয়েছিল হাওড়া সিটি পুলিশ ৷ এদিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেতুটি বন্ধ রাখা হয়েছিল ৷ ফলে বন্ধ ছিল যান চলাচল ৷

হুগলি রিভার ব্রিজ কমিশনারস (এইচআরবিসি) এর আগেই এই সেতু পরিদর্শন করেছিলেন ৷ সেতু বন্ধ রাখার বিষয়টি কলকাতা পুলিশকেও জানানো হয়েছিল ৷ ডায়মন্ডহারবার জেলা পুলিশকেও বিষয়টি জানানো হয় ৷ সেই মতোই এদিন যান চলাচল নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল হাওড়া ও কলকাতা পুলিশ ৷ 6 ঘণ্টার জন্য এদিন বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও, ট্রাফিক পুলিশের নেওয়া আগাম পরিকল্পনার কারণেই এদিন কোনও যানজট শহরে হয়নি ৷

সেতুর দুই প্রান্তের রাস্তায় ট্রাফিক জ্যাম যাতে না হয়, তার জন্য হেস্টিংস মোড় থেকেই গাড়ি হাওড়া ব্রিজ অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয় ৷ কলকাতা ও হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস রোডের মোড় থেকেই সেন্ট জর্জ রোড, স্ট্রান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হয় হাওড়ামুখী গাড়িগুলিকে । কেপি রোড যাওয়ার জন্য হেস্টিংস মোড় থেকে ডানদিকে ঘুরিয়ে দেওয়া হয় অনেক গাড়িকে । তবে এদিন রবিবার হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ এমনিতেই কম ছিল ৷

স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু ৷

আরও পড়ুন : মহানগরের দূষণ কমাতে বিশেষজ্ঞ কমিটি থাকলেও দু'বছরেও জমা পড়েনি রিপোর্ট

এই সেতু বন্ধ থাকার কারণেই সাঁতরাগাছি থেকে কলকাতা যাওয়ার বাসগুলিকে সাময়িক বন্ধ রাখা হয়েছিল । তবে এদিন এই সেতু বন্ধ থাকায় ও তার জেরে কিছু রুটের বাস বন্ধ থাকায় কিছু যাত্রীকে সমস্যাতেও পড়তে হয় ৷ হাওড়া সাঁতরাগাছি মোড়ে বেশ কয়েকজন যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় ।

হাও়ড়া, 13 ফেব্রুয়ারি : স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার সকাল থেকে 6 ঘণ্টার জন্য বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু ( Vidyasagar Setu closed for 6hrs ) ৷ এদিন এই সেতু বন্ধ রাখার কথা আগেই জানিয়েছিল হাওড়া সিটি পুলিশ ৷ এদিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেতুটি বন্ধ রাখা হয়েছিল ৷ ফলে বন্ধ ছিল যান চলাচল ৷

হুগলি রিভার ব্রিজ কমিশনারস (এইচআরবিসি) এর আগেই এই সেতু পরিদর্শন করেছিলেন ৷ সেতু বন্ধ রাখার বিষয়টি কলকাতা পুলিশকেও জানানো হয়েছিল ৷ ডায়মন্ডহারবার জেলা পুলিশকেও বিষয়টি জানানো হয় ৷ সেই মতোই এদিন যান চলাচল নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল হাওড়া ও কলকাতা পুলিশ ৷ 6 ঘণ্টার জন্য এদিন বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও, ট্রাফিক পুলিশের নেওয়া আগাম পরিকল্পনার কারণেই এদিন কোনও যানজট শহরে হয়নি ৷

সেতুর দুই প্রান্তের রাস্তায় ট্রাফিক জ্যাম যাতে না হয়, তার জন্য হেস্টিংস মোড় থেকেই গাড়ি হাওড়া ব্রিজ অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয় ৷ কলকাতা ও হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস রোডের মোড় থেকেই সেন্ট জর্জ রোড, স্ট্রান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হয় হাওড়ামুখী গাড়িগুলিকে । কেপি রোড যাওয়ার জন্য হেস্টিংস মোড় থেকে ডানদিকে ঘুরিয়ে দেওয়া হয় অনেক গাড়িকে । তবে এদিন রবিবার হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ এমনিতেই কম ছিল ৷

স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার বন্ধ থাকল বিদ্যাসাগর সেতু ৷

আরও পড়ুন : মহানগরের দূষণ কমাতে বিশেষজ্ঞ কমিটি থাকলেও দু'বছরেও জমা পড়েনি রিপোর্ট

এই সেতু বন্ধ থাকার কারণেই সাঁতরাগাছি থেকে কলকাতা যাওয়ার বাসগুলিকে সাময়িক বন্ধ রাখা হয়েছিল । তবে এদিন এই সেতু বন্ধ থাকায় ও তার জেরে কিছু রুটের বাস বন্ধ থাকায় কিছু যাত্রীকে সমস্যাতেও পড়তে হয় ৷ হাওড়া সাঁতরাগাছি মোড়ে বেশ কয়েকজন যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.