ETV Bharat / city

Rajib Kumar: তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবীকে 6 দিনের পুলিশ হেফাজত

তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (Six Day Police Custody for Jharkhand Lawyer Rajib Kumar) ৷ কলকাতার ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে 4 কোটি টাকা চাওয়ার অভিযোগে তাঁকে হাতেনাতে ধরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ৷

six-day-police-custody-for-jharkhand-lawyer-rrajib-kumar
six-day-police-custody-for-jharkhand-lawyer-rrajib-kumar
author img

By

Published : Aug 1, 2022, 8:50 PM IST

কলকাতা, 1 অগস্ট: জনস্বার্থ মামলা দায়ের ও তার প্রেক্ষিতে হুমকি দিয়ে কলকাতার ব্যবসায়ীর থেকে 4 কোটি টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারকে ৷ আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ধৃত আইনজীবীকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Six Day Police Custody for Jharkhand Lawyer Rajib Kumar) ৷

গোটা ঘটনার সূত্রপাত, 2021 সালে রাঁচির আইনজীবী রাজীব কুমারের দায়ের করা একটি জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে ৷ অভিযোগ কলকাতার যে ব্যবসায়ীর নামে সেই জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার, তাঁর থেকে মামলা প্রত্যাহার করতে 10 কোটি টাকা চান ৷ পরে অবশ্য 4 কোটি টাকায় রফা হয় ৷ পুলিশ সূত্রে খবর, গত পরশু কলকাতার একটি শপিং মলে 4 কোটির মধ্যে 1 কোটি টাকা নেওয়ার সময় হাতেনাতে রাজীব কুমারকে গ্রেফতার করা হয় ৷ রাজীব কুমারের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন ব্যবসায়ী ৷

আরও পড়ুন: 10 কোটি টাকা তোলা চেয়ে কলকাতায় গ্রেফতার রাঁচির আইনজীবী

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ওই আইনজীবী একাধিক জনস্বার্থ মামলা দায়ের করেন বিভিন্ন নামী ব্যবসায়ী এবং প্রভাবশালীদের বিরুদ্ধে ৷ এর পর মামলা প্রত্যাহারের নামে তাঁদের থেকে কোটি কোটি টাকা তোলা আদায় করতেন ৷ কিন্তু, কলকাতার ব্যবসায়ীর সঙ্গে সেই সুবিধা করে উঠতে পারেননি ৷ ফলে এ বার পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাঁকে ৷ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খুন, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন ওই আইনজীবী । ধৃত আইনজীবীর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

কলকাতা, 1 অগস্ট: জনস্বার্থ মামলা দায়ের ও তার প্রেক্ষিতে হুমকি দিয়ে কলকাতার ব্যবসায়ীর থেকে 4 কোটি টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারকে ৷ আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ধৃত আইনজীবীকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Six Day Police Custody for Jharkhand Lawyer Rajib Kumar) ৷

গোটা ঘটনার সূত্রপাত, 2021 সালে রাঁচির আইনজীবী রাজীব কুমারের দায়ের করা একটি জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে ৷ অভিযোগ কলকাতার যে ব্যবসায়ীর নামে সেই জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার, তাঁর থেকে মামলা প্রত্যাহার করতে 10 কোটি টাকা চান ৷ পরে অবশ্য 4 কোটি টাকায় রফা হয় ৷ পুলিশ সূত্রে খবর, গত পরশু কলকাতার একটি শপিং মলে 4 কোটির মধ্যে 1 কোটি টাকা নেওয়ার সময় হাতেনাতে রাজীব কুমারকে গ্রেফতার করা হয় ৷ রাজীব কুমারের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন ব্যবসায়ী ৷

আরও পড়ুন: 10 কোটি টাকা তোলা চেয়ে কলকাতায় গ্রেফতার রাঁচির আইনজীবী

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ওই আইনজীবী একাধিক জনস্বার্থ মামলা দায়ের করেন বিভিন্ন নামী ব্যবসায়ী এবং প্রভাবশালীদের বিরুদ্ধে ৷ এর পর মামলা প্রত্যাহারের নামে তাঁদের থেকে কোটি কোটি টাকা তোলা আদায় করতেন ৷ কিন্তু, কলকাতার ব্যবসায়ীর সঙ্গে সেই সুবিধা করে উঠতে পারেননি ৷ ফলে এ বার পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাঁকে ৷ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খুন, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন ওই আইনজীবী । ধৃত আইনজীবীর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.