কলকাতা, 23 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে সবথেকে আলোচিত নাম অর্পিতা মুখোপাধ্যায় ৷ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ করুণাময়ীর এক বিলাসবহুল আবাসনে বর্তমানে থাকতেন অর্পিতা ৷ সেখানেই শুক্রবার হানা দেয় ইডি ৷ পরে তাঁকে সেখান থেকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু এই আবাসন ছাড়াও বেলঘরিয়ায় খোঁজ মিলেছে অর্পিতার আরও একটি বাড়ির ৷ যেখানে থাকেন তাঁর মা মিনতি দেবী ।
জানা গিয়েছে, মা ছাড়াও অর্পিতার এক বোনও রয়েছেন ৷ তাঁর নাম সঙ্গীতা (sister of Arpita Mukherjee) ৷ বিয়ের পর স্বামী কল্যাণ ধরের সঙ্গে বেলঘরিয়ার কিশোর পল্লীর 26 নম্বর ওয়ার্ডের বাড়িতেই থাকেন তিনি ৷ একান্নবর্তী সেই পরিবার ৷ সঙ্গীতার স্বামী গাড়ি চালান । কিশোর পল্লীতে বিশাল শরিকি বাড়ি তাঁদের । 2003 সালে ভালোবেসে বিয়ে করেন তাঁরা । তারপর থেকে ভালোই চলছিল সংসার । দিদির সঙ্গে ভালোই যোগাযোগ ছিল বোনের । প্রায়শই কথা হতো তাঁদের । দিদির টালিগঞ্জের ডায়মন্ড সিটিতেও একাধিকবার গিয়েছেন সঙ্গীতা ।
আরও পড়ুন: 'আমাকে টরচার করা হয়েছে', বললেন অর্পিতা মুখোপাধ্যায়
তবে কখনই তাঁর রাজনীতি যোগ বা এই সংক্রান্ত কোনও বিষয় নিয়েই অর্পিতা কোনও কথা জানাননি বলেই দাবি সঙ্গীতার শ্বশুর বাড়ির সদস্যদের ৷ শনিবার যখনই তাঁর বাড়িতে যায় মিডিয়া, প্রথমে মুখের উপর দরজা বন্ধ করে দেন অর্পিতার বোনের স্বামী। পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দিলেও ক্যামেরার সামনে কোনও কথা বলতে চাননি তিনি । এমনকি তাঁর স্ত্রী কোথায় আছে সেই বিষয়েও কোনও কথা জানাননি কল্যাণবাবু । শুধু জানিয়েছেন "অর্পিতার পক্ষে এসব কিছু করা সম্ভব নয়"।
তবে পাড়া প্রতিবেশীর থেকে জানা গিয়েছে, মাঝেমধ্যেই বিশাল বড় গাড়িতে করে বোনের সঙ্গে দেখা করতে আসতেন অর্পিতা । পুজোর সময় সব থেকে বেশি আসতেন । তবে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এটা কখনও বোঝা যেত না । কোনও নেতাও কোনও দিন আসেননি । এমনি পাড়ার সকলকের সঙ্গেই খুব ভালো সম্পর্ক সঙ্গীতার শ্বশুর বাড়ির সদস্যদের । তবে শুক্রবার সংবাদমাধ্যমে এই খবর শোনার পর থেকেই আর ওই বাড়ি থেকে কাউকে বেরোতে দেখা যায়নি ।
আরও পড়ুন: কে এই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা ? জানুন মন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কেমিস্ট্রি
সঙ্গীতা ও অর্পিতা ছাড়াও তাঁদের এক দাদার খোঁজও মিলেছে । তাঁর নাম অর্ণব মুখোপাধ্যায় ৷ বেসরকারি এক সংস্থায় কাজ করার সুবাদে বছরের বেশিরভাগ দিন ব্যাঙ্গালোরে থাকেন তিনি । তবে শুক্রবার রাতে বেলঘরিয়ার ফ্ল্যাটই ছিলেন তিনি । খবর সোনা মাত্রই ইচ্ছাপুরে তাঁদের আরও একটি ফ্ল্যাটে চলে যান অর্ণব ৷