ETV Bharat / city

Plastic Carry Bag Banned: আজ থেকে রাজ্যে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা-বাটি ! হুঁশ নেই জনতার - প্লাস্টিকের ক্য়ারি ব্য়াগ

1 জুলাই, 2022 থেকে রাজ্য়ে নিষিদ্ধ হচ্ছে 75 মাইক্রনের নীচে সমস্ত ধরনের প্লাস্টিক (Plastic Carry Bag Banned) এবং থার্মোকলের তৈরি বাসনের (Thermocol Made Utensils) ব্যবহার ৷ সরকারি নির্দেশিকা সত্ত্বেও হুঁশ নেই অধিকাংশ ক্রেতা-বিক্রেতাদের ৷

single use Plastic Carry Bags and Thermocol made utensils Banned in west bengal
Plastic Carry Bag Banned: রাত পোহালেই নিষিদ্ধ প্লাস্টিকের ক্য়ারি ব্য়াগ, থার্মোকলের থালা-বাটি ! হুঁশ নেই জনতার
author img

By

Published : Jun 30, 2022, 8:32 PM IST

Updated : Jul 1, 2022, 10:04 AM IST

কলকাতা, 30 জুন: শুক্রবার (1 জুলাই, 2022) থেকে সারা রাজ্যে 75 মাইক্রনের নীচে সমস্ত ধরনের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে দোকানে, বাজারে চলতি যেসব প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হয়, তার অধিকাংশই আর ব্যবহার করা যাবে না (Plastic Carry Bag Banned) ৷ নিষিদ্ধ হচ্ছে থার্মোকলের যথেচ্ছ ব্যবহারও (Thermocol Made Utensils) ৷ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা ৷ পরিবেশরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে প্রশাসন ৷

1 জুলাই থেকে রাজ্যের কোথাও যদি কোনও বিক্রেতা 75 মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করেন, তাহলে তাঁকে 500 টাকা জরিমানা দিতে হবে ৷ আর ক্রেতাদের হাতে এই ধরনের ব্যাগ থাকলে দিতে হবে 50 টাকা জরিমানা ৷ ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে ৷ কিন্তু, তারপরও বিশেষ হেলদোল দেখা যাচ্ছে না ক্রেতা, বিক্রেতাদের মধ্যে ৷ রয়েছে সচেতনতার অভাব ৷

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: বর্ষা শেষ হলেই শুরু হবে শহরের স্টল থেকে প্লাস্টিক সরানোর কাজ

শুক্রবার বিকেলে শিয়ালদার বাজার এলাকাগুলি ঘুরে দেখেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ সেখানে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁদের অধিকাংশই সরকারি নির্দেশিকা সম্পর্কে ওয়াকিবহাল নন ! আর শুধুমাত্র প্লাস্টিকের ক্যারিব্যাগ নয়, রাজ্যের তরফে থার্মোকলের থালা, বাটি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু, ফুটপাথের খাবারের দোকান এবং হোটেলগুলিতে এদিনও এই ধরনের বাসনের ব্যবহার দেখা গিয়েছে ৷ এমনকী, শুক্রবার থেকে যে এগুলি নিষিদ্ধ, সেটাই অনেকে জানেন না !

এই প্রসঙ্গ রাজ্যের পরিবেশমন্ত্রী ড. রত্না দে নাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ৷ তিনি বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখার দায়িত্ব যতটা সরকারের, ঠিক ততটাই নাগরিকের ৷ এদিক থেকে নাগরিক সচেতনতা জরুরি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে 75 মাইক্রোনের নীচে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জনসচেতনতামূলক প্রচার চলছে ৷ প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে ৷ এবার নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে ৷ তাঁদের সেই দায়িত্ব পালন করতে হবে ৷

অন্যদিকে, আমজনতার একাংশ কঠোরভাবে আইন প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছে ৷ অনেকেই বলছেন, সরকার যদি কড়াভাবে নজরদারি চালায়, আইনভঙ্গকারীদের শাস্তি ও জরিমানার বন্দোবস্ত করে, তাহলেই সমস্যা অনেকাংশে মিটে যাবে ৷ কিন্তু, রাজ্য সরকার আবার সেই পথে হাঁটতে চাইছে না ! তারা আস্থা রাখছে মানুষের সচেতনতার উপর ৷ আর সেই সচেতনতার যে যথেষ্ট অভাব রয়েছে, তা এদিন শিয়ালদার বাজার এলাকাগুলি ঘুরেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় সরকারের উদ্যোগ আদৌ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার ৷

কলকাতা, 30 জুন: শুক্রবার (1 জুলাই, 2022) থেকে সারা রাজ্যে 75 মাইক্রনের নীচে সমস্ত ধরনের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে দোকানে, বাজারে চলতি যেসব প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হয়, তার অধিকাংশই আর ব্যবহার করা যাবে না (Plastic Carry Bag Banned) ৷ নিষিদ্ধ হচ্ছে থার্মোকলের যথেচ্ছ ব্যবহারও (Thermocol Made Utensils) ৷ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা ৷ পরিবেশরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে প্রশাসন ৷

1 জুলাই থেকে রাজ্যের কোথাও যদি কোনও বিক্রেতা 75 মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করেন, তাহলে তাঁকে 500 টাকা জরিমানা দিতে হবে ৷ আর ক্রেতাদের হাতে এই ধরনের ব্যাগ থাকলে দিতে হবে 50 টাকা জরিমানা ৷ ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে ৷ কিন্তু, তারপরও বিশেষ হেলদোল দেখা যাচ্ছে না ক্রেতা, বিক্রেতাদের মধ্যে ৷ রয়েছে সচেতনতার অভাব ৷

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: বর্ষা শেষ হলেই শুরু হবে শহরের স্টল থেকে প্লাস্টিক সরানোর কাজ

শুক্রবার বিকেলে শিয়ালদার বাজার এলাকাগুলি ঘুরে দেখেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ সেখানে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁদের অধিকাংশই সরকারি নির্দেশিকা সম্পর্কে ওয়াকিবহাল নন ! আর শুধুমাত্র প্লাস্টিকের ক্যারিব্যাগ নয়, রাজ্যের তরফে থার্মোকলের থালা, বাটি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু, ফুটপাথের খাবারের দোকান এবং হোটেলগুলিতে এদিনও এই ধরনের বাসনের ব্যবহার দেখা গিয়েছে ৷ এমনকী, শুক্রবার থেকে যে এগুলি নিষিদ্ধ, সেটাই অনেকে জানেন না !

এই প্রসঙ্গ রাজ্যের পরিবেশমন্ত্রী ড. রত্না দে নাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ৷ তিনি বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখার দায়িত্ব যতটা সরকারের, ঠিক ততটাই নাগরিকের ৷ এদিক থেকে নাগরিক সচেতনতা জরুরি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে 75 মাইক্রোনের নীচে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জনসচেতনতামূলক প্রচার চলছে ৷ প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে ৷ এবার নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে ৷ তাঁদের সেই দায়িত্ব পালন করতে হবে ৷

অন্যদিকে, আমজনতার একাংশ কঠোরভাবে আইন প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছে ৷ অনেকেই বলছেন, সরকার যদি কড়াভাবে নজরদারি চালায়, আইনভঙ্গকারীদের শাস্তি ও জরিমানার বন্দোবস্ত করে, তাহলেই সমস্যা অনেকাংশে মিটে যাবে ৷ কিন্তু, রাজ্য সরকার আবার সেই পথে হাঁটতে চাইছে না ! তারা আস্থা রাখছে মানুষের সচেতনতার উপর ৷ আর সেই সচেতনতার যে যথেষ্ট অভাব রয়েছে, তা এদিন শিয়ালদার বাজার এলাকাগুলি ঘুরেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় সরকারের উদ্যোগ আদৌ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার ৷

Last Updated : Jul 1, 2022, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.